Ajker Patrika

কালিহাতীতে প্রাইভেট কার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ১৬: ১৯
কালিহাতীতে প্রাইভেট কার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেট কার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও তিনজন আহত হয়েছে। আজ শুক্রবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সরাতৈল এলাকার ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। 
বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, সবাই একই পরিবারের সদস্য। ঢাকা থেকে প্রাইভেট কারে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল তারা। পথে সরাতৈল এলাকায় পৌঁছালে প্রাইভেট কারটির সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারে থাকা একজনের মৃত্যু হয়। এ ছাড়া শিশুসহ আরও তিনজন আহত হয়েছে। 

এসআই মশিউর রহমান আরও জানান, আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত