Ajker Patrika

বৈরী আবহাওয়া: আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ 

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
বৈরী আবহাওয়া: আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ 

বৈরী আবহাওয়ার কারণে যমুনা নদী উত্তাল থাকায় আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে আজ শনিবার ভোর সোয়া ৪টা থেকে এসব রুটে ফেরি, লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে সকাল ৮টা থেকে ফেরি চলাচল শুরু হলেও বন্ধ রয়েছে লঞ্চ, স্পিডবোট, ইঞ্জিনচালিত নৌকা চলাচল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা শাখার ব্যবস্থাপক মো. মামুনুর রশীদ জানান, বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল হয়ে প্রচণ্ড ঢেউ সৃষ্টি হচ্ছে। ফলে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই দুর্ঘটনা এড়াতে সকাল ৮টা থেকে এই নৌ-রুটে লঞ্চ, স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়। 

তিনি আরও বলেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। পরিবেশ স্বাভাবিক হলে কর্তৃপক্ষের নির্দেশনায় পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে। 

বিআইডব্লিউটিএ পাটুরিয়া ঘাট শাখার এজিএম মো. সালাম হোসেন জানান, বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল হওয়ায় এ নৌ-রুটে ভোর সোয়া ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকাল ৮টার পর আরিচা-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এ রুটে ১৮টি ফেরি চলাচল করছে। 

এদিকে বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ, স্পিডবোট বন্ধ থাকায় শত শত মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশিরভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত