কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুরে কেন্দ্রীয় ও উপজেলা যুবলীগের দুই নেতার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। উপজেলার মাইজচর ইউপি চেয়ারম্যানকে গরু চোর বলায় আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি মামলাটি করেন।
মামলা করার বিষয়টি জানিয়ে মাইজচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাবারক মিয়াজী বলেন, ‘এমন বক্তব্যে আমার মানসম্মান ক্ষুণ্ন হয়েছে। তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ন্যায়বিচার পাওয়ার আশায় আদালতে মামলা করেছি। আমি তাঁদের শাস্তি চাই।’
মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের পারকচুয়া, আয়নারগোপ ও বাহেরবালী এলাকায় পথসভায় কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল ও বাজিতপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাইকে মাইজচর ইউপি চেয়ারম্যানকে গরু চোর বলেন। তা ছাড়া গরু চুরির অপরাধে তাঁর শাস্তি হয়েছে বলেও বক্তব্য দেন তাঁরা।
মামলার বিবরণে আরও বলা হয়, আসামিরা তবারক মিয়াজীর সুনাম নষ্ট করার উদ্দেশ্যে এলাকার জনগণের সামনে তাঁকে গরু চোর বলেন। অথচ মিয়াজীর বিরুদ্ধে কখনো এমন কোনো মামলা-মোকদ্দমা ছিল না। আসামিরা বক্তব্যে মিয়াজীকে সমাজে হেয়প্রতিপন্ন করেছেন। এই মানহানিকর বক্তব্য সবাই জানতে পেরেছে।
এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোস্তফা আলম হিমেল বলেন, ‘সুব্রত পাল ও শফিকুল ইসলাম মাইজচর ইউপি চেয়ারম্যান তাবারক মিয়াজীকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তাতে তাঁর মানহানি হয়েছে। আদালত বিষয়টি আমলে নিয়ে সুব্রত পাল ও শফিকুল ইসলামকে আগামী ২৭ ডিসেম্বর আদালতে হাজির হওয়ার সমন জারি করেছেন। আমরা ন্যায়বিচার পাওয়ার বিষয়ে আশাবাদী।’
এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ইউপির প্যানেল চেয়ারম্যান আলী আকবর প্রকাশ্যে মানুষের সামনে চেয়ারম্যান তবারক মিয়াজীকে চোর বলেছেন। এমনকি চেয়ারম্যান হওয়ার আগে গরু চুরির অপরাধে সামাজিক বিচারও হয়েছিল তাবারক মিয়াজীর। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁকে গরু চোর বলেছি।’
কিশোরগঞ্জের বাজিতপুরে কেন্দ্রীয় ও উপজেলা যুবলীগের দুই নেতার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। উপজেলার মাইজচর ইউপি চেয়ারম্যানকে গরু চোর বলায় আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি মামলাটি করেন।
মামলা করার বিষয়টি জানিয়ে মাইজচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাবারক মিয়াজী বলেন, ‘এমন বক্তব্যে আমার মানসম্মান ক্ষুণ্ন হয়েছে। তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ন্যায়বিচার পাওয়ার আশায় আদালতে মামলা করেছি। আমি তাঁদের শাস্তি চাই।’
মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের পারকচুয়া, আয়নারগোপ ও বাহেরবালী এলাকায় পথসভায় কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল ও বাজিতপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাইকে মাইজচর ইউপি চেয়ারম্যানকে গরু চোর বলেন। তা ছাড়া গরু চুরির অপরাধে তাঁর শাস্তি হয়েছে বলেও বক্তব্য দেন তাঁরা।
মামলার বিবরণে আরও বলা হয়, আসামিরা তবারক মিয়াজীর সুনাম নষ্ট করার উদ্দেশ্যে এলাকার জনগণের সামনে তাঁকে গরু চোর বলেন। অথচ মিয়াজীর বিরুদ্ধে কখনো এমন কোনো মামলা-মোকদ্দমা ছিল না। আসামিরা বক্তব্যে মিয়াজীকে সমাজে হেয়প্রতিপন্ন করেছেন। এই মানহানিকর বক্তব্য সবাই জানতে পেরেছে।
এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোস্তফা আলম হিমেল বলেন, ‘সুব্রত পাল ও শফিকুল ইসলাম মাইজচর ইউপি চেয়ারম্যান তাবারক মিয়াজীকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তাতে তাঁর মানহানি হয়েছে। আদালত বিষয়টি আমলে নিয়ে সুব্রত পাল ও শফিকুল ইসলামকে আগামী ২৭ ডিসেম্বর আদালতে হাজির হওয়ার সমন জারি করেছেন। আমরা ন্যায়বিচার পাওয়ার বিষয়ে আশাবাদী।’
এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ইউপির প্যানেল চেয়ারম্যান আলী আকবর প্রকাশ্যে মানুষের সামনে চেয়ারম্যান তবারক মিয়াজীকে চোর বলেছেন। এমনকি চেয়ারম্যান হওয়ার আগে গরু চুরির অপরাধে সামাজিক বিচারও হয়েছিল তাবারক মিয়াজীর। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁকে গরু চোর বলেছি।’
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম যেন বিভীষিকাময় হয়ে উঠেছে। ফেসবুকে ঢুকলেই ওই দুর্ঘটনার মন খারাপ করা ছবি ও ভিডিও এড়িয়ে যাওয়ার উপায় নেই। স্ক্রল করতে করতে হঠাৎ চোখ আটকে যায় ‘এসএসসি ০৫-এইচএসসি ০৭’ গ্রুপের একটি পোস্টে।
৪ ঘণ্টা আগেজাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের করিডরে আগের দিনের মতো চিৎকার-চেঁচামেচি ছিল না গতকাল মঙ্গলবার। ছিল না রক্তের জন্য ছোটাছুটি। হাসপাতালজুড়ে কেমন যেন একটা উৎকণ্ঠা। এই উৎকণ্ঠা দগ্ধ শিশুগুলোর স্বজনদের চোখেমুখে। সবার প্রার্থনা, আর যেন কোনো দুঃসংবাদ কানে না আসে, সব শিশু যেন সুস্থ হয়ে ওঠে।
৪ ঘণ্টা আগেশিক্ষার্থীদের প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধের অসাধারণ উদাহরণ তৈরি করে গেলেন রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহরীন চৌধুরী। যুদ্ধবিমানটি যখন তাঁর প্রতিষ্ঠানে বিধ্বস্ত হয়, তখনো তিনি অক্ষত ও সুস্থ ছিলেন। কিন্তু বিপদের মুখেই তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন নিজের সন্তানের মতো ছাত্রছাত্রীদের বাঁচাতে।
৪ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের কোলাহল নেই। বিমানবাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ যুদ্ধবিমানের বিকট শব্দে থেমে গেছে সেই কোলাহল। থামেনি সন্তান বা স্বজনহারাদের বুকফাটা কান্না, মাতম। হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে আহত ও দগ্ধরা।
৪ ঘণ্টা আগে