Ajker Patrika

বাজিতপুরে পাটচাষিদের প্রশিক্ষণ কর্মশালা

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুরে আজ সোমবার পাটচাষিদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের বাজিতপুরে আজ সোমবার পাটচাষিদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের বাজিতপুরে উন্নত প্রযুক্তিনির্ভর পাট উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটচাষিদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। ‘পলিথিনের ব্যবহার পরিহার করি, পাটপণ্যের বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা পাট অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী এই কর্মশালা হয়।

আজ সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে পাটচাষিদের এই প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাটচাষিকে পাট চাষ, জাগ, আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

এই সময় পাটের গুরুত্ব, চাষাবাদের নিয়ম, রোগবালাই ও পোকামাকড় দমন, পাট কাটার সময়, পাট জাগ দেওয়া ও শুকানোর বিষয়েও সচেতন করা হয়। অংশগ্রহণকারী চাষিদের সম্মানী ও প্রশিক্ষণসামগ্রী দেওয়া হয়। কর্মশালায় বক্তারা বলেন, সরকার পাটের সুদিন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। এ জন্য পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া পাটচাষিদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে।

বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনামের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস প্রাপ্তি, কিশোরগঞ্জ পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা রাশেদ খান মিলন, কিশোরগঞ্জ জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল জলিল, কিশোরগঞ্জের পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক সমীর চন্দ্র সওদাগর, বাজিতপুরের উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রতনেশ্বর রায়, সদর উপজেলার উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা হীরা চন্দ রায়, কুলিয়ারচরের উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা চিত্তরঞ্জন রায় প্রমুখ। দিনব্যাপী পাটচাষিদের প্রশিক্ষণ কর্মশালা মনিটরিং করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রায়না আহমদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা প্রজাতন্ত্রের এমন চাকর যে মালিককে জেলে ভরে দিতে পারি’

জামায়াতের অফিসে আগুন নেভাতে গিয়ে কোরআন শরিফ দেখেননি, দাবি ফায়ার সার্ভিসের

দিনাজপুরে নিহত মাইক্রোবাস-আরোহীদের সবাই সরকারি কর্মকর্তা

ফরিদপুরে গাড়ির চাকায় ছিন্নভিন্ন অজ্ঞাত ব্যক্তি, অক্ষত শুধু পায়ের জুতা

ট্রেন থেকে ফেলে দেওয়া সেই মতিউর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত