বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুরে উন্নত প্রযুক্তিনির্ভর পাট উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটচাষিদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। ‘পলিথিনের ব্যবহার পরিহার করি, পাটপণ্যের বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা পাট অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী এই কর্মশালা হয়।
আজ সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে পাটচাষিদের এই প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাটচাষিকে পাট চাষ, জাগ, আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
এই সময় পাটের গুরুত্ব, চাষাবাদের নিয়ম, রোগবালাই ও পোকামাকড় দমন, পাট কাটার সময়, পাট জাগ দেওয়া ও শুকানোর বিষয়েও সচেতন করা হয়। অংশগ্রহণকারী চাষিদের সম্মানী ও প্রশিক্ষণসামগ্রী দেওয়া হয়। কর্মশালায় বক্তারা বলেন, সরকার পাটের সুদিন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। এ জন্য পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া পাটচাষিদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে।
বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনামের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস প্রাপ্তি, কিশোরগঞ্জ পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা রাশেদ খান মিলন, কিশোরগঞ্জ জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল জলিল, কিশোরগঞ্জের পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক সমীর চন্দ্র সওদাগর, বাজিতপুরের উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রতনেশ্বর রায়, সদর উপজেলার উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা হীরা চন্দ রায়, কুলিয়ারচরের উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা চিত্তরঞ্জন রায় প্রমুখ। দিনব্যাপী পাটচাষিদের প্রশিক্ষণ কর্মশালা মনিটরিং করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রায়না আহমদ।
কিশোরগঞ্জের বাজিতপুরে উন্নত প্রযুক্তিনির্ভর পাট উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটচাষিদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। ‘পলিথিনের ব্যবহার পরিহার করি, পাটপণ্যের বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা পাট অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী এই কর্মশালা হয়।
আজ সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে পাটচাষিদের এই প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাটচাষিকে পাট চাষ, জাগ, আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
এই সময় পাটের গুরুত্ব, চাষাবাদের নিয়ম, রোগবালাই ও পোকামাকড় দমন, পাট কাটার সময়, পাট জাগ দেওয়া ও শুকানোর বিষয়েও সচেতন করা হয়। অংশগ্রহণকারী চাষিদের সম্মানী ও প্রশিক্ষণসামগ্রী দেওয়া হয়। কর্মশালায় বক্তারা বলেন, সরকার পাটের সুদিন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। এ জন্য পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া পাটচাষিদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে।
বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনামের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস প্রাপ্তি, কিশোরগঞ্জ পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা রাশেদ খান মিলন, কিশোরগঞ্জ জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল জলিল, কিশোরগঞ্জের পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক সমীর চন্দ্র সওদাগর, বাজিতপুরের উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রতনেশ্বর রায়, সদর উপজেলার উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা হীরা চন্দ রায়, কুলিয়ারচরের উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা চিত্তরঞ্জন রায় প্রমুখ। দিনব্যাপী পাটচাষিদের প্রশিক্ষণ কর্মশালা মনিটরিং করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রায়না আহমদ।
নেপাল ও ভুটানের আগ্রহে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের লক্ষ্য তোড়জোড় শুরু হয়েছিল ছয় বছর আগে। এ জন্য ৯১২ একর জমি অধিগ্রহণের জন্য চিহ্নিত করা হয়, দেওয়া হয় ৪ ধারার নোটিশও। তবে ছয় বছরে সেই কাজ আর এগোয়নি। এতে বিপাকে পড়েছেন জমির মালিকেরা।
১৫ মিনিট আগেদিনাজপুরের বীরগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে উপজেলার সাতোর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বেঙপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন হিসাবরক্ষণ অফিসের বিভিন্ন স্থানের কর্মকর্তা।
২৩ মিনিট আগেজামালপুরের সরিষাবাড়ীর মানুষের কাছে প্রিয় বাহন ট্রেন। যাত্রী চাহিদার কারণে ঢাকা থেকে এই উপজেলায় তিনটি আন্তনগর ট্রেন চলে। কিন্তু বিলম্ব, ট্রেনের সূচি সুবিধাজনক না হওয়া এবং ক্রসিংয়ের কারণে জায়গায় জায়গায় অনাকাঙ্ক্ষিত বিরতি ও ট্রেনের ধীরগতির কারণে দুর্ভোগ এখন যাত্রীদের নিত্যসঙ্গী।
২৯ মিনিট আগেদিনাজপুরের ফুলবাড়ী উপজেলার একটি সিসি সড়ক নির্মাণে ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। গত রোববার উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের নবগ্রামে ওই সড়কটিতে ঢালাই দেওয়া হয়। পরদিন গতকাল সোমবার সকালে সরেজমিনে দেখা গেছে, বৃষ্টির পানিতে সিমেন্ট ধুয়ে খোয়াগুলো বেরিয়ে রয়েছে। একটুতেই তা উঠে যাচ্ছে।
৩৪ মিনিট আগে