Ajker Patrika

মেয়েকে উত্ত্যক্ত করায় যুবককে হত্যা, ৩ জন কারাগারে

গাজীপুর প্রতিনিধি
মেয়েকে উত্ত্যক্ত করায় যুবককে হত্যা, ৩ জন কারাগারে

গাজীপুরে মেয়েকে (বিবাহিত) উত্ত্যক্ত করার প্রতিবেশীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছেন বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন গ্রেপ্তারকৃত আসামি। হত্যাকাণ্ডের প্রায় আড়াই বছর পর গতকাল মঙ্গলবার গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতে পাঠায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গত সোমবার দিবাগত রাতে কাশিমপুরের পূর্ব এনায়েতপুর সবুজ কানন বাজার এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আজ বুধবার এসব তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদুর রহমান। তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হলে তারা নিজেদের ঘটনায় সঙ্গে জড়িত বলে মঙ্গলবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।’

নিহতের নাম হামিদুল ইসলাম রবিউল (২০)। তিনি বগুড়ার সোনাতলা থানার দিগদাইড় এলাকার মো. ইমদাদুল হকের ছেলে।

গ্রেপ্তারকৃতরা হলেন—পটুয়াখালীর কলাপাড়া থানার চাকামহিয়া এলাকার সোহেল হাওলাদার (২৭), বগুড়ার সোনাতলা থানার পাঠানপাড়া এলাকার রতন মিয়া (২৫), একই এলাকার ইসরাফিল (৪০)।

নিহত এবং গ্রেপ্তারকৃতরা গাজীপুর মহানগরীর থানার এনায়েতপুর এলাকায় ভাড়া থাকতেন। তাঁরা সবাই স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। 

পিবিআই কর্মকর্তা মাকছুদুর রহমান বলেন, ‘নিহত রবিউল মাঝে মাঝে রাতে ভাড়া বাসা সংলগ্ন অটোরিকশা গ্যারেজে গিয়ে তাদের ওয়াইফাই ব্যবহার করতেন। ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর রাতে ওই গ্যারেজে যান রবিউল। রাত ৩টার দিকে তাঁর মা রবিউলকে রুমে না পেয়ে ওই গ্যারেজে গিয়ে আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় রবিউলের মা চিৎকার দিলে আশপাশের লোকজন গিয়ে রবিউলকে নিচে নামায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ব্যাপারে কাশিমপুর থানার অপমৃত্যু মামলা করা হয়।’

মাকছুদুর রহমান আরও বলেন, ‘মামলাটি তদন্তকালে ২০২১ সালের ২০ জুন ময়নাতদন্ত প্রতিবেদনে এটিকে হত্যাকাণ্ড বলে উল্লেখ করা হলে হত্যা মামলা রুজু হয়। কাশিমপুর থানা-পুলিশ ১০ মাস তদন্ত শেষে মামলার রহস্য উদ্ঘাটন করতে না পেরে চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন। আদালত চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনা করে স্ব-প্রণোদিত হয়ে মামলাটি পিবিআই গাজীপুর জেলাকে অধিকতর তদন্তের নির্দেশ দেন। পরে পিবিআই মামলার তদন্ত শুরু করে। একপর্যায়ে গত সোমবার দিবাগত রাতে কাশিমপুরের পূর্ব এনায়েতপুর সবুজ কানন বাজার এলাকা থেকে ওই ৩ জনকে গ্রেপ্তার করা হয়।’

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে পুলিশ সুপার বলেন, ‘গ্রেপ্তারকৃতরা ও ভুক্তভোগী পূর্ব এনায়েতপুর এলাকায় একই বাড়িতে পাশাপাশি কক্ষে স্ব-পরিবারে বসবাস করতেন। গ্রেপ্তার হওয়া ইসরাফিল দাবি করেছেন, তাঁর বিবাহিত মেয়েকে উত্ত্যক্ত করতেন রবিউল। বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে বাদানুবাদ হয়। মেয়ের সংসার টিকিয়ে রাখার জন্য ইসরাফিল রবিউলকে হত্যা করার পরিকল্পনা করেন। পরে ওই দিন রাতে সহযোগীদের নিয়ে ইসরাফিল গলায় রশি পেঁচিয়ে রবিউলকে মারধর করেন। রবিউল অচেতন হয়ে পড়লে গ্যারেজের আড়ার সঙ্গে রবিউলকে ঝুলিয়ে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত