Ajker Patrika

অসাধু চক্রের কারণে ঢাকা মেডিকেলের সুনাম নষ্ট হয়: ঢামেক পরিচালক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১৩: ৫৮
অসাধু চক্রের কারণে ঢাকা মেডিকেলের সুনাম নষ্ট হয়: ঢামেক পরিচালক 

রোগীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে সুবিধাভোগী লোকজন ছলচাতুরী করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ওষুধ কিনিয়ে থাকেন। অসাধু এই চক্রের কারণে ঢাকা মেডিকেলের সুনাম নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক। এই সমস্যার সমাধানে চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আজ শনিবার মেডিকেল কলেজের গ্যালারি-১-এ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে নিউরোলজি ও নিউরোসার্জারি বিভাগ কর্তৃক আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ঢামেক হাসপাতালের পরিচালক বলেন, ‘আমরা আইসিইউ ও এইচডিইউতে সব ধরনের ওষুধ বিনা মূল্যে দিয়ে থাকি। কিন্তু কিছু অসাধু সেগুলো এখান থেকেই রোগীদের কিনিয়ে দিচ্ছে। এই চক্রের কারণে আমাদের কটু কথা শুনতে হয়। এর জন্য চিকিৎসকদের সাবধান হতে হবে। বহিরাগত লোকদের মাধ্যমে যাতে কোনো খারাপ বিষয় এখানে না হয়, সে জন্য সবাইকে কাজ করতে হবে।’

নাজমুল হক আরও বলেন, ‘আমাদের এখানে নিউরোসার্জারি চিকিৎসার জন্য আলাদা ইউনিটের ব্যবস্থা করা প্রয়োজন। এই উদ্যোগ নেওয়া হলেও নানা জটিলতায় বাস্তবায়নে সময় লাগছে। নিউরোসার্জারি বিভাগের চিকিৎসায় যদি ৫০টা শয্যা নতুন সংযোজন করা যায়, সেটাও পরিপূর্ণ হবে না। দেখা যাবে, এই ৫০টি পূর্ণ হতে সর্বোচ্চ দুই দিন সময় লাগবে। তাই অবশ্যই বড় ধরনের পরিবর্তন আনা প্রয়োজন।’
 
আগামী বছর স্ট্রোক দিবস আসার আগেই নিউরোলজি বিভাগে পরিবর্তন আনা হবে জানিয়ে তিনি বলেন, এর সঙ্গে মেডিসিন ও নিউরোসার্জারি বিভাগকে গবেষণায় জোর দিতে হবে। এ কাজে ফান্ডিংসহ সার্বিক সহযোগিতা করার আশ্বাসও দেন ঢামেক হাসপাতালের পরিচালক।

নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. অসিত চন্দ্র সরকারের সভাপতিত্বে সেমিনারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, ঢামেকের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শফিকুল আলম চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত