Ajker Patrika

অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, কুপিয়ে গৃহবধূকে জখম

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ১৬ মে ২০২২, ১৬: ৩৪
Thumbnail image

অস্ত্রের মুখে জিম্মি করে ‘সাপ্তাহিক কালকিনি বার্তা’র সাবেক সম্পাদক ও প্রকাশক মরহুম দেলোয়ার হোসেন দুলালের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাধা দিলে তাঁর স্ত্রী আসমা ইয়াসমিনকে কুপিয়ে গুরুতর জখম করেছে ডাকাতেরা। গতকাল দিবাগত রাত ২টার দিকে মাদারীপুরের কালকিনি পৌর এলাকার রাজদী গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আসফাক রাসেল ক্ষতিগ্রস্ত পরিবারের বরাতে জানান, গতকাল দিবাগত রাত ২টার থেকে ভোর ৪টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা অস্ত্রের মুখে জিম্মি করে কালকিনি পৌর এলাকার রাজদী গ্রামের মৃত দেলোয়ার হোসেন দুলালের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। বারান্দার গ্রিল কেটে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল শাবল দিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে পরিবারের চারজনের মুখে কাপড় বেঁধে সবাইকে জিম্মি করে ফেলে। এ সময় বাধা দিলে দা দিয়ে গৃহিণী আসমা ইয়াসমিনকে কুপিয়ে জখম করে। এ সময় ডাকাতেরা ২১ ভরি স্বর্ণালংকার, ২টি মোবাইল ফোন, ১ লাখ ২৫ হাজার টাকা এবং কাপড়সহ ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে আহত আসমা ইয়াসমিনের ভাই এনামুল হক জুয়েল জানান, ‘আমার দুলাভাই মরহুম দেলোয়ার হোসেন দুলাল সাপ্তাহিক কালকিনি’বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। এ ছাড়া তিনি পৌর আওয়ামী লীগের সভাপতি ও কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। এসব কারণে হয়তো তাঁর অনেক শত্রু ছিল। এলাকার দুষ্কৃতকারীরা মিলে এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় কালকিনি থানায় মামলা করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত