Ajker Patrika

হত্যা মামলায় দিলীপ কুমার আগারওয়াল ফের ৬ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ১৪
হত্যা মামলায় দিলীপ কুমার আগারওয়াল ফের ৬ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডা এলাকায় কিশোর হৃদয় আহম্মেদের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালকে ফের ছয় দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেন রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।

সকালে কারাগার থেকে আদালতে হাজির করা হয় আগারওয়ালকে। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক নুরুল ইসলাম খান ১০দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আগারওয়ালের পক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত বিকেল ৪টায় আদেশ দেন এবং ছয় দিন রিমান্ড মঞ্জুর করেন।

৩ সেপ্টেম্বর আগারওয়ালকে গুলশানের আকাশ টাওয়ার থেকে গভীর রাতে গ্রেপ্তার করা হয়। ৪ সেপ্টেম্বর এই মামলায় সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠালে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ৭ সেপ্টেম্বর আগারওয়ালকে কারাগারে পাঠানো হয়।

আগারওয়ালাকে আটক করার পর পুলিশ জানায়, তার বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান, ডায়মন্ডের ব্যবসা নিয়ে প্রতারণা, কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। কিন্তু হত্যা মামলায় তাঁর নাম থাকায় তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৯ জুলাই বেলা ২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয় কিশোর হৃদয় আহম্মেদ (১৬)। বাড্ডার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থানকালে গুলিতে গুরুতর আহত হয় হৃদয়। আরও অনেকে তখন গুরুতর আহত হয়। 

আহতদের আফতাবনগর নাগরিক স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালে সন্ধ্যায় হৃদয়ের লাশ শনাক্ত করা হয়। পরে তার লাশ মাদারীপুর শিবচরের গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হয়।

এ ঘটনায় আন্দোলনের সময় হৃদয়ের সঙ্গে থাকা শাহাদত হোসেন নামে এক ব্যক্তি গত ২২ আগস্ট শেখ হাসিনাসহ ১৬১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ৪০০–৫০০ জনকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত