Ajker Patrika

প্রযোজক রাজ ও তাঁর সহযোগী সবুজের মাদক মামলা বিচারের জন্য প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৭: ৫০
প্রযোজক রাজ ও তাঁর সহযোগী সবুজের মাদক মামলা বিচারের জন্য প্রস্তুত

চিত্রনায়িকা পরীমণির ঘনিষ্ঠ বন্ধু, রাজ মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউসের কর্ণধার ও প্রযোজক নজরুল ইসলাম রাজ এবং তাঁর সহযোগী সবুজ আলীর বিরুদ্ধে দায়ের করা মামলা বিচারের জন্য প্রস্তুত হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার অভিযোগপত্র গ্রহণ করে নথি বিচারের জন্য প্রস্তুত করেন। পরে মামলার নথি মুখ্য মহানগর হাকিম বরাবর প্রেরণ করেন। তিনি বিচারিক আদালতে নথি প্রেরণের নির্দেশ দেবেন।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পরিদর্শক গিয়াস উদ্দিন দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

গত ৪ আগস্ট সন্ধ্যায় চিত্রনায়িকা পরীমণির বাসায় অভিযান চালায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরীমণিকে তাঁর বনানী বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক করা হয়। এরপর র‍্যাব অভিযান চালায় প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসায়। যিনি রাজ মাল্টিমিডিয়া নামে একটি প্রতিষ্ঠানের কর্ণধার। এই প্রতিষ্ঠান থেকে নাটক সিনেমা প্রযোজনা করা হয়ে থাকে। 

বনানীর যে বাসা থেকে নজরুল রাজকে আটক করা হয় সেখান থেকে সাতটি গ্ল্যানলিভেট, দুটি গ্ল্যানফিডিচ, চারটি ফক্স গ্রোভ, একটি প্ল্যাটিনাম লেভেল, এক প্যাকেট সিসায় ব্যবহৃত চারকোল, দুই সেট সিসার সরঞ্জাম, দুধরনের সিসা তামাক ফ্লেভারযুক্ত, এক রোল সিসা সেবনের জন্য ব্যবহৃত অ্যালুমিনিয়াম ফয়েল, ৯৭০ পিস ইয়াবা, বিকৃত যৌনাচারের জন্য ব্যবহৃত ১৪টি বিভিন্ন সামগ্রী, একটি সাউন্ড বক্স, দুটি মোবাইল ফোন ও একটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়। রাজের কাছ থেকে তিনটি মেমোরি কার্ড জব্দ করা হয়েছে। যাতে বিভিন্ন গোপন পার্টি ও ব্ল্য্যাকমেইলিংয়ের প্রমাণ রয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের কর্মকর্তারা। 

এ ঘটনায় র‍্যাব বনানী থানায় নজরুল রাজের বিরুদ্ধে মাদক মামলা করে। পর্নোগ্রাফি আইনেও মামলা দায়ের করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত