গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের চৌধুরীঘাট এলাকায় মাটিকাটা নদীর ওপর নির্মিত চৌধুরী ঘাট বেইলি ব্রিজটি এর আগে ২২ বার দেবে গেছে। এবার ব্রিজের দুটি স্লিপার খুলে নদীতে পড়ে গেল। এতে জৈনা বাজার থেকে কাওরাইদ সংযোগ সড়কের যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
সরেজমিনে দেখা যায়, বেইলি ব্রিজটির মাঝখানের স্টিলের দুটি স্লিপার খুলে মাটিকাটা নদীতে পড়ে গেছে। ব্রিজের পাটাতনও ভেঙে নিচে পড়ে গেছে।
এর আগে ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি ২২ দফায় দেবে যাওয়ার ঘটনা ঘটে। জোড়াতালি দিয়ে চলছে। এবারও মেরামতের কথা জানিয়েছেন উপজেলা প্রকৌশলী। এই সড়কে চলাচল করে পার্শ্ববর্তী গফরগাঁও ভালুকা উপজেলার হাজার হাজার শ্রমিক।
স্থানীয় বাসিন্দা খায়রুল চৌধুরী বলেন, আজ বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে গুরুত্বপূর্ণ চৌধুরী ঘাটে মাটিকাটা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজের দুটি স্লিপার খুলে মাটিকাটা নদীতে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা দাঁড়িয়ে জনগণকে চলাচলে সতর্ক করা হচ্ছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, দেবে যাওয়া ব্রিজে লাল নিশান টানিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে ভারী যানবাহন। এতে দায়িত্ব পালন করছেন একজন গ্রাম পুলিশ। তবুও ঝুঁকি মাথায় নিয়ে চলছে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা।
স্থানীয় গ্রামের বাসিন্দা হুমায়ুন কবির বলেন, সন্ধ্যার পর থেকে বেইলি ব্রিজটির আস্তে আস্তে দেবে গিয়ে, রাতে হঠাৎ করে পানিতে পড়ে যায়।
এর আগেও গুরুত্বপূর্ণ এই বেইলি ব্রিজটি অনেকবার দেবে যায়। মেরামত করা হলেও স্থায়ী কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।
সিএনজি চালক মো. মিলন মিয়া বলেন, ‘বেশ কয়েকবার বেইলি ব্রিজটি ভেঙে গেলেও স্থায়ী ভাবে সমাধান হচ্ছে না। এই ব্রিজটি অচল হয়ে যাওয়াতে ১০ কিলোমিটার ঘুরে আমাদের চলাচল করতে হবে। কিন্তু ওই সড়কটির অবস্থাও বেশি ভালো না।’
স্থানীয় ইউপি সদস্য মো. আশরাফুল ঢালী বলেন, ‘কাওরাইদ জৈনা বাজার সংযোগ সড়কের হাজার হাজার শিল্প কারখানার শ্রমিকেরা চলাচল করে থাকেন। শ্রীপুরসহ আশপাশের প্রায় ২০ টিরও বেশি গ্রামের মানুষ এই ব্রিজ ব্যবহার করেন। পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার হাজার হাজার শ্রমিক এই সড়ক ব্যবহার করে অফিসে যাতায়াত করেন। এসব এলাকার হাজার হাজার মানুষের অসহনীয় দুর্ভোগ শুরু হলো আজ থেকে।’
একই কথা বলেন কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক। তিনি বলেন, ব্রিজটি এর আগে অনেকবার দেবে গেছে। এবার পুরোপুরি ভেঙে গেল।
এ ব্যাপারে জানতে চাইলে শ্রীপুর উপজেলা প্রকৌশলী এজেডএম রফিকুল আহসান বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে বেইলি ব্রিজটি সংস্কার করে স্বাভাবিক যানচলাচলের ব্যবস্থা করা হবে। এরই মধ্যে স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে এই নদীর ওপর একটি নতুন ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে।’
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের চৌধুরীঘাট এলাকায় মাটিকাটা নদীর ওপর নির্মিত চৌধুরী ঘাট বেইলি ব্রিজটি এর আগে ২২ বার দেবে গেছে। এবার ব্রিজের দুটি স্লিপার খুলে নদীতে পড়ে গেল। এতে জৈনা বাজার থেকে কাওরাইদ সংযোগ সড়কের যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
সরেজমিনে দেখা যায়, বেইলি ব্রিজটির মাঝখানের স্টিলের দুটি স্লিপার খুলে মাটিকাটা নদীতে পড়ে গেছে। ব্রিজের পাটাতনও ভেঙে নিচে পড়ে গেছে।
এর আগে ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি ২২ দফায় দেবে যাওয়ার ঘটনা ঘটে। জোড়াতালি দিয়ে চলছে। এবারও মেরামতের কথা জানিয়েছেন উপজেলা প্রকৌশলী। এই সড়কে চলাচল করে পার্শ্ববর্তী গফরগাঁও ভালুকা উপজেলার হাজার হাজার শ্রমিক।
স্থানীয় বাসিন্দা খায়রুল চৌধুরী বলেন, আজ বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে গুরুত্বপূর্ণ চৌধুরী ঘাটে মাটিকাটা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজের দুটি স্লিপার খুলে মাটিকাটা নদীতে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা দাঁড়িয়ে জনগণকে চলাচলে সতর্ক করা হচ্ছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, দেবে যাওয়া ব্রিজে লাল নিশান টানিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে ভারী যানবাহন। এতে দায়িত্ব পালন করছেন একজন গ্রাম পুলিশ। তবুও ঝুঁকি মাথায় নিয়ে চলছে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা।
স্থানীয় গ্রামের বাসিন্দা হুমায়ুন কবির বলেন, সন্ধ্যার পর থেকে বেইলি ব্রিজটির আস্তে আস্তে দেবে গিয়ে, রাতে হঠাৎ করে পানিতে পড়ে যায়।
এর আগেও গুরুত্বপূর্ণ এই বেইলি ব্রিজটি অনেকবার দেবে যায়। মেরামত করা হলেও স্থায়ী কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।
সিএনজি চালক মো. মিলন মিয়া বলেন, ‘বেশ কয়েকবার বেইলি ব্রিজটি ভেঙে গেলেও স্থায়ী ভাবে সমাধান হচ্ছে না। এই ব্রিজটি অচল হয়ে যাওয়াতে ১০ কিলোমিটার ঘুরে আমাদের চলাচল করতে হবে। কিন্তু ওই সড়কটির অবস্থাও বেশি ভালো না।’
স্থানীয় ইউপি সদস্য মো. আশরাফুল ঢালী বলেন, ‘কাওরাইদ জৈনা বাজার সংযোগ সড়কের হাজার হাজার শিল্প কারখানার শ্রমিকেরা চলাচল করে থাকেন। শ্রীপুরসহ আশপাশের প্রায় ২০ টিরও বেশি গ্রামের মানুষ এই ব্রিজ ব্যবহার করেন। পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার হাজার হাজার শ্রমিক এই সড়ক ব্যবহার করে অফিসে যাতায়াত করেন। এসব এলাকার হাজার হাজার মানুষের অসহনীয় দুর্ভোগ শুরু হলো আজ থেকে।’
একই কথা বলেন কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক। তিনি বলেন, ব্রিজটি এর আগে অনেকবার দেবে গেছে। এবার পুরোপুরি ভেঙে গেল।
এ ব্যাপারে জানতে চাইলে শ্রীপুর উপজেলা প্রকৌশলী এজেডএম রফিকুল আহসান বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে বেইলি ব্রিজটি সংস্কার করে স্বাভাবিক যানচলাচলের ব্যবস্থা করা হবে। এরই মধ্যে স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে এই নদীর ওপর একটি নতুন ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে।’
‘কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ’ (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে হরিহর নদ পুনঃখনন কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ নীতিমালা অনুযায়ী যথাযথ উল্লম্ব-অনুভূমিক জায়গা না রেখে হরিহর নদের ওপর যশোর সদর উপজেলার গোয়ালদাহ বাজারে আরেকটি অপরিকল্পিত সেতু নির্মাণ করছে স্
৩৩ মিনিট আগেগাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুত থাকা সরকারি বিপুল ওষুধ নষ্ট হয়ে গেছে। সময়মতো রোগীদের মাঝে বিতরণ না করায় ওষুধগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে। এতে সরকারি সম্পদের ক্ষতি হয়েছে; একই সঙ্গে সরকারি সেবা থেকে বঞ্চিত হয়েছে হাজারো রোগী।
৩৭ মিনিট আগেঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) আওতায় ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’ বাস্তবায়ন শুরু হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় পাইলট প্রকল্পটি রোববার (২০ এপ্রিল ২০২৫) থেকে শুরু হয়ে ৮ মে পর্যন্ত চলবে।
১ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী আলাল উদ্দিন হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শামীম হোসেন (২৮) ও মো. ইয়াসিন আরাফাত ওরফে মুরগি ইয়াসিন (২১)।
২ ঘণ্টা আগে