Ajker Patrika

গভীর রাতে পদ্মা সেতুতে উঠল অটোরিকশা, অতঃপর চালকের নদীতে ঝাঁপ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
গভীর রাতে পদ্মা সেতুতে উঠল অটোরিকশা, অতঃপর চালকের নদীতে ঝাঁপ

পদ্মাসেতুর মাওয়া প্রান্তের এক্সিট লেন দিয়ে হঠাৎ করেই একটি ব্যাটারিচালিত অটোরিকশা পদ্মাসেতুতে উঠে পড়ে। এরপর সেতুতে অটোরিকশা রেখে নদীতে ঝাঁপ দেন চালক। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পদ্মাসেতুর দক্ষিণ থানা সূত্রে এ তথ্য জানা গেছে। 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাত দেড়টার দিকে মাওয়া প্রান্তের এক্সিট (সেতুর দক্ষিণ পাড় থেকে ঢাকাগামী গাড়ির লেন) লেন দিয়ে একটি অটোরিকশা দ্রুত গতিতে সেতুতে উঠতে থাকে। এ অবস্থায় পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে নিরাপত্তার দায়িত্বে টহলরত গাড়ি দিয়ে অটোরিকশাকে থামাতে ছুটে আসে এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের গাড়িটি। তবে অটোরিকশার গতি বেশি থাকায় দ্রুত সেতুর ২১ নম্বর পিলারের কাছে চলে যায়। এরপর দ্রুত গাড়ি থামিয়ে রেলিংয়ে উঠে নদীতে ঝাঁপ দেয় অটোরিকশা চালক। খবর পেয়ে পদ্মাসেতুর দক্ষিণ থানা-পুলিশ, নৌপুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে আসে। চালক নিখোঁজ রয়েছে এবং কি কারণে এ কাণ্ড ঘটাল তা জানা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে ‘ধরা পড়ার ভয়ে’ অটোরিকশা রেখেই নদীতে ঝাঁপ দেয় চালক। 

পদ্মাসেতুর দক্ষিণ থানার উপপরিদর্শক ফিরোজ আল মামুন বলেন, ‘আকস্মিক ঘটনাটি ঘটেছে। অটোরিকশা চালককে উদ্ধারে নৌপুলিশ কাজ করছে। গভীর রাতে এমন কাণ্ডে কেন ঘটিয়েছে তা জানা সম্ভব হয়নি।’ 

চরজানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. রুহুল আমিন জানান, ’নদীতে উদ্ধার অভিযান চলমান রয়েছে। তবে এখনো ওই চালকের খোঁজ মেলেনি।’ 

পদ্মাসেতুর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন জানান, ‘মাওয়া প্রান্ত থেকে এসে সেতুর ২১ নম্বর পিলার পর্যন্ত এসেছিল অটোরিকশাটি। ওখান থেকে নদীতে ঝাঁপ দেয় সে। উদ্ধার অভিযান চলমান রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত