Ajker Patrika

কানাডায় তরুণীর নিরাপত্তা নিশ্চিত করেই আদেশ দেবেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ এপ্রিল ২০২২, ২২: ৩৩
কানাডায় তরুণীর নিরাপত্তা নিশ্চিত করেই আদেশ দেবেন হাইকোর্ট

কানাডায় তরুণীর পড়াশোনার খরচ কে বহন করবে এবং তাঁর নিরাপত্তা বিধান কীভাবে হবে সেটি নিশ্চিত করেই আদেশ দিতে চান হাইকোর্ট।

কানাডীয় তরুণীকে বাংলাদেশে এনে আটকে রাখার অভিযোগ বিষয়ে শুনানিতে আজ মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ এ কথা বলেন। 

হাইকোর্ট বলেছেন, ‘তরুণী কানাডা যেতে চান। তাঁকে আটকে রাখা যাবে না। তবে তাঁর নিরাপত্তা কানাডা সরকারকেই নিশ্চিত করতে হবে। কানাডায় তরুণীর নিরাপত্তা নিশ্চিত করেই আমরা আদেশ দেব। আমরা আগেই বলেছি, বাবা-মায়ের থেকে সন্তানের বড় শুভাকাঙ্ক্ষী আর কেউ হতে পারে না। ’

আদালতে রিটের পক্ষে থাকা ব্যারিস্টার সারা হোসেন ১৯ বছরের ওই তরুণীকে কানাডা হাইকমিশনে নিয়ে যেতে লিখিত আবেদন করেন। শুনানিতে আদালত বলেন, ‘ওই তরুণী কানাডা গিয়ে কোথায় থাকবেন, তাঁর পড়ালেখার খরচ কে বহন করবেন, কানাডা সরকারের সঙ্গে কথা বলে সেসব আমাদের জানান।’

তরুণীর এ সময় বাবা আদালতকে বলেন, ‘মেয়ে কানাডা গেলে আমাদের কোনো আপত্তি নেই। তবে মেয়ের বিষয়ে আপনাদের সঙ্গে একান্তে পাঁচ মিনিট কথা বলতে চাই।’ তখন আদালত বলেন, ‘আমরা আপনাদের কথা শুনব, মেয়ের কথাও আগামীকাল আবার শুনব। কানাডায় তাঁর নিরাপত্তা নিশ্চিত করেই আমরা আদেশ দেব। আমরা আগেই বলেছি, বাবা-মায়ের থেকে সন্তানের বড় শুভাকাঙ্ক্ষী আর কেউ হতে পারে না।’

পরে আদালত ওই তরুণীকে আগামীকাল হাজির করতে বলে আদেশ দেন।

রোববার আদালত কানাডীয় ওই তরুণীর ল্যাপটপে ইন্টারনেট সংযোগ এবং তাঁকে মোবাইল ফোন ব্যবহার করার সুযোগ দিতে নির্দেশ দেন। একইসঙ্গে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তিনি বাবা-মায়ের সঙ্গে থাকবেন বলে আদেশে বলা হয়।

জানা যায়, ১৯ বছর বয়সী ওই তরুণীর জন্ম কানাডায়। কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তাঁর বাবা-মাও কানাডায় থাকতেন। ১০ মাস আগে বাবা-মা তাঁকে নিয়ে বাংলাদেশে আসেন। এরপর ওই তরুণী কানাডায় ফিরে যেতে চাইলেও তাঁকে যেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।

তখন ওই তরুণী ল্যান্ডফোনে কানাডা ও ঢাকায় কানাডিয়ান হাইকমিশনকে তাঁকে জোরপূর্বক ঘরবন্দি করে রাখার কথা জানান। তরুণীর ফোন পেয়ে গত ৯ ফেব্রুয়ারি রাজধানীর মুগদা থানায় কানাডিয়ান হাইকমিশন থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর হাইকমিশনের পক্ষ থেকে মানবাধিকার সংগঠন ব্লাস্ট, আইন ও সালিশ কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করলে হাইকোর্টে রিট করা হয়। পরে হাইকোর্ট তাঁকে হাজির করার নির্দেশ দেন। রোববার সে অনুযায়ী তাঁকে আদালতে হাজির করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত