Ajker Patrika

ম্যাজিস্ট্রেট পরিচয়ে দোকানে অভিযান, জরিমানার রসিদ চাওয়ায় ধরা খেলেন প্রতারক 

ফরিদপুর প্রতিনিধি
Thumbnail image

ফরিদপুরে ম্যাজিস্ট্রেট সেজে মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করছিলেন এক ব্যক্তি। জরিমানা নেওয়ার পর রসিদ দিতে না পারায় ধরা পড়ে বিষয়টি। এরপর ব্যবসায়ীরা তাঁকে আটক করে পুলিশে দেয়। 

আজ বৃহস্পতিবার ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গতকাল বুধবার বিকেলে জেলা সদরের চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখাঁরহাট বাজারে অভিযানকালে ওই ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করা হয়। পরে মামলা হলে গ্রেপ্তার দেখানো হয়।

ওই ব্যক্তির নাম শাহরিয়ার জাহান (৫০)। তিনি একাই অভিযান পরিচালনা করছিলেন। তিনি রাজবাড়ীর পাংশা উপজেলার বাসিন্দা। 

পুলিশ জানায়, ওই ব্যক্তি একাই অভিযান পরিচালনা করছিলেন। এ সময় ওই দোকানের বিভিন্ন লাইসেন্স আছে কিনা দেখতে চান। এরপর দোকানের ভেতরে প্রবেশ করে নানা অনিয়ম খোঁজার চেষ্টা করেন। একপর্যায়ে ওই প্রতিষ্ঠানের মালিককে বলেন নানা অনিয়ম পাওয়া গেছে, ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দোকান মালিক একপর্যায়ে এক হাজার টাকা দেন ম্যাজিস্ট্রেট শাহারিয়াকে। এরপর দোকান মালিক তাঁর কাছে রসিদ চান। তখনই বাধে বিপত্তি। 

রসিদ দিতে না পারায় ওই দোকান মালিক বাজারের অন্য ব্যবসায়ীদের ডেকে আনেন। তাকে ঘিরে ধরে প্রশ্ন করতেই ধরা পড়েন তিনি। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন দিলে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুয়া ম্যাজিস্ট্রেট শাহারিয়ার জাহানকে আটক করে থানায় নিয়ে আসে। 

কালাম বগুড়া মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী আশিকুর রহমান বলেন, ‘শাহারিয়ার জামান দোকানে এসে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দেন। পরে দোকানের বিভিন্ন মিষ্টি ভালো না বলতে থাকেন। একপর্যায়ে বলেন ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দেন। আমি তাকে এক হাজার টাকা দিয়ে বলি আপনি এসেছেন সম্মানে এটা দিলাম।’ 

তিনি আরও বলেন, ‘যখন রসিদ চাইলাম, তখনই নানা টালবাহানা করতে থাকেন। আমার আগে থেকেই ওনাকে দেখে সন্দেহ হচ্ছিল, রসিদ দিতে না পারায় তখন নিশ্চিত হলাম উনি ম্যাজিস্ট্রেট না।’

এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, ৯৯৯ থেকে ফোন পেয়ে কোতয়ালী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুয়া ম্যাজিস্ট্রেট শাহারিয়ার জাহানকে আটক করে থানায় নিয়ে আসে। আজ বৃহস্পতিবার দুপুরে ব্যবসায়ী আশিকুর রহমান বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত