Ajker Patrika

চৌগাছায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, আটক ৭

চৌগাছা (যশোর) প্রতিনিধি
আপডেট : ০৭ মে ২০২৫, ২২: ৩৯
আটক সাতজনকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা
আটক সাতজনকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

যশোরের চৌগাছায় পুলিশ সদস্যদের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩৬ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় বুধবার (৭ মে) বিকেলে সাতজনকে আটক করেছে যৌথ বাহিনী। আটক ব্যক্তিরা হলেন উপজেলার মাকাপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে মেহের আলী (৫৫), তরিকুল ইসলামের ছেলে নূর নবী (২৮), মধু হোসেনের ছেলে আবু তালেব (২৮), মৃত আব্দুল কাদেরের ছেলে মহিদুল ইসলাম (৫০), ইরাদ আলীর ছেলে ঈসরাফিল (২৭), আব্দুল আলী (৫১) ও তাঁর ছেলে লাল্টু (২৬)।

চৌগাছা থানা সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১২টার দিকে পুলিশের সরকারি কাজে বাধা, আসামি ছিনতাই ও হামলার ঘটনায় মামলা করা হয়। মামলায় মাকাপুর গ্রামের সিয়ামসহ ৩৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০৫ জনসহ মোট ১৪১ জনকে এজাহারভুক্ত করা হয়।

এরপর বুধবার বিকেলে মাকাপুরসহ আশপাশের এলাকায় অভিযান চালায় পুলিশ, ডিবি ও র‍্যাব সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। অভিযানে সাতজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পরপরই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। অপরাধীদের শনাক্ত করে আটক করতে অভিযান অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় ওয়ারেন্টভুক্ত আসামি সিয়ামকে গ্রেপ্তারের সময় তাঁর সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেয়। এ সময় ওসি আনোয়ার হোসেনসহ সাত পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে এএসআই লাবলুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তার লাশ: মাকে নিয়ে স্ত্রীর সঙ্গে কলহে আত্মহত্যা বলে দাবি ভাইয়ের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত