Ajker Patrika

ঢাকায় স্ত্রীর নামে ৯তলা বাড়ি, দুদকের জালে পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ২০: ২৬
ঢাকায় স্ত্রীর নামে ৯তলা বাড়ি, দুদকের জালে পুলিশ কর্মকর্তা

পুলিশ কর্মকর্তা সেলিম আহমেদ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এই পরিদর্শক বর্তমানে সাময়িক বহিষ্কৃত। চাকরি জীবনে অবৈধ আয়ে রাজধানীর ভাটারায় গড়েছেন নয় তলা বাড়ি। স্ত্রীর নামে এই সম্পদ গড়লেও শেষ রক্ষা হয়নি সেলিম আহমেদের। দুদকের জালে আটকা পড়েছেন এই পুলিশ কর্মকর্তা।

(দুদক) মামলার মুখোমুখি হতে হয়েছে সেলিম আহমেদকে। তবে অবৈধ সম্পদের এই মামলায় প্রধান আসামি করা হয়েছে তার স্ত্রী পুষ্প সৌরভীকে। 

আজ বৃহস্পতিবার দুদকের উপপরিচালক মো. আবু সাঈদ বাদী হয়ে তাদের দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

তিনি বলেন, প্রথম মামলায় পুলিশ কর্মকর্তা সেলিম আহমেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

প্রথম মামলার এজাহারে বলা হয়েছে, ২০০৭ সালে ভাটারার নুরের চালা এলাকায় ১০ লাখ টাকা মূল্যে ৮ শতাংশ প্লট স্ত্রী সৌরভীর নামে কেনেন সেলিম আহমেদ। ২০১১ সালে ওই প্লটের ওপর ৯ তলা বিশিষ্ট ভবন নির্মাণকাজ শুরু করেন তিনি। একই সময়ে ১১ শতাংশের আরেকটি প্লটের ওপর আট তলা বিশিষ্ট ভবনও নির্মাণ করেন সেলিম আহমেদ। দুই ইউনিট করে ১৬টি প্লটের মধ্যে আটটি প্লট বিক্রি করেন এই দম্পতি।

সেলিম আহমেদ ও তার স্ত্রীর দুদকে দাখিল করা সম্পদ বিবরণী পর্যালোচনা করে দেখা যায়, মোট প্রদর্শিত সম্পদের মধ্যে ২ কোটি ৯১ লাখ ৩৭ হাজার ৪৭৮ টাকা মূল্যের সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি।

মামলার এজাহারে আরও বলা হয়, আসামি সেলিম আহমেদ অসৎ উদ্দেশ্যে নিজেকে দুর্নীতির অপরাধ থেকে আড়াল করতে অত্যন্ত সুকৌশলে তার স্ত্রীর নামে সম্পদ অর্জন করছেন। ফলে তাদের দুজনের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

দুদকের একই ধারায় অপর মামলায় মো. সেলিম আহমেদকে আসামি করা হয়েছে। এতে তার বিরুদ্ধে ৩৪ লাখ ৪২ হাজার ৫১৬ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করার অভিযোগ আনা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত