নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হেফাজতে নিয়ে নির্যাতনের অভিযোগে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ডেপুটি কমিশনার মো. নাজমুল ইসলামসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এই মামলা দায়ের করেন ডা. জোবায়ের আহমেদ। মামলার অন্য আসামি হলেন ফারজানা সাকি। তিনি সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের বান্ধবী বলে সংশ্লিষ্ট আইনজীবী জানিয়েছেন।
বাদীর আইনজীবী ফারুক আহমেদ আজকের পত্রিকাকে জানান, বিচারক মো. জাকির হোসেন বাদীর জবানবন্দি গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা এ মামলার তদন্ত করবেন।
মামলার অভিযোগে বলা হয়, ডা. জোবায়ের আহমেদ ২০২০ সালের ১০ আগস্ট থেকে কুমিল্লার বড়ুরা থানায় নিজ প্রতিষ্ঠান ডা. জোবায়ের মেডিকেয়ার অ্যান্ড প্যাথলজি সেন্টারে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। ২০২২ সালের ৪ ডিসেম্বর বাদীকে দেখা করতে বলেন পুলিশ কর্মকর্তা নাজমুল ইসলাম। বাদী দেখা না করায় নাজমুল তাঁকে হুমকি দেন। পরে বাদী একই বছরের ১৫ ডিসেম্বর নাজমুল ইসলামের সঙ্গে তাঁর অফিসে দেখা করতে যান। সেখানে যাওয়ার পর দেখতে পান, ফারজানা সাকি আগে থেকেই সেখানে রয়েছেন। জোবায়ের আহমেদ তাঁকে ডেকে আনার কারণ জানতে চাইলে নাজমুল ইসলাম অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। তাঁকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। ফারজানা সাকি মারধরের দৃশ্য ভিডিও করেন।
নাজমুল ইসলাম ১৬ ডিসেম্বর বাদী জোবায়ের আহমেদকে ফোন করে মামলা দেওয়ার হুমকি দেন। ফারজানা ও পুলিশ কর্মকর্তা নাজমুল ইসলাম বাদীকে হয়রানি করেছেন বলে অভিযোগে বলা হয়েছে।
মামলার অভিযোগে আরও বলা হয়েছে, নাজমুল ইসলাম পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়ায় প্রভাব খাটিয়ে ফারজানা খান নামে এক মহিলার মাধ্যমে জোবায়ের আহমেদের বিরুদ্ধে ভাটারা থানায় একটি মামলা দায়ের করান। ২০২৩ সালের ১৯ জানুয়ারি জোবায়ের আহমেদকে কুমিল্লা থেকে ঢাকায় ডেকে নিয়ে আসেন। এরপর ওই দিন ধানমন্ডির একটি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার হন তিনি। পরে তাঁকে হেফাজতে নিয়ে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়। পরে ডা. জোবায়েরকে রিমান্ড আবেদনসহ আদালতে হাজির করা হয়। আদালত রিমান্ড নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে ওই বছরের ৩ এপ্রিল জামিন পান ডা. জোবায়ের আহমেদ।
মামলার অভিযোগে বলা হয়, বাদী এত দিন মামলা করার সাহস পাননি। সরকার পরিবর্তন হওয়ার কারণে তিনি মামলা দায়ের করলেন।
হেফাজতে নিয়ে নির্যাতনের অভিযোগে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ডেপুটি কমিশনার মো. নাজমুল ইসলামসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এই মামলা দায়ের করেন ডা. জোবায়ের আহমেদ। মামলার অন্য আসামি হলেন ফারজানা সাকি। তিনি সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের বান্ধবী বলে সংশ্লিষ্ট আইনজীবী জানিয়েছেন।
বাদীর আইনজীবী ফারুক আহমেদ আজকের পত্রিকাকে জানান, বিচারক মো. জাকির হোসেন বাদীর জবানবন্দি গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা এ মামলার তদন্ত করবেন।
মামলার অভিযোগে বলা হয়, ডা. জোবায়ের আহমেদ ২০২০ সালের ১০ আগস্ট থেকে কুমিল্লার বড়ুরা থানায় নিজ প্রতিষ্ঠান ডা. জোবায়ের মেডিকেয়ার অ্যান্ড প্যাথলজি সেন্টারে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। ২০২২ সালের ৪ ডিসেম্বর বাদীকে দেখা করতে বলেন পুলিশ কর্মকর্তা নাজমুল ইসলাম। বাদী দেখা না করায় নাজমুল তাঁকে হুমকি দেন। পরে বাদী একই বছরের ১৫ ডিসেম্বর নাজমুল ইসলামের সঙ্গে তাঁর অফিসে দেখা করতে যান। সেখানে যাওয়ার পর দেখতে পান, ফারজানা সাকি আগে থেকেই সেখানে রয়েছেন। জোবায়ের আহমেদ তাঁকে ডেকে আনার কারণ জানতে চাইলে নাজমুল ইসলাম অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। তাঁকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। ফারজানা সাকি মারধরের দৃশ্য ভিডিও করেন।
নাজমুল ইসলাম ১৬ ডিসেম্বর বাদী জোবায়ের আহমেদকে ফোন করে মামলা দেওয়ার হুমকি দেন। ফারজানা ও পুলিশ কর্মকর্তা নাজমুল ইসলাম বাদীকে হয়রানি করেছেন বলে অভিযোগে বলা হয়েছে।
মামলার অভিযোগে আরও বলা হয়েছে, নাজমুল ইসলাম পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়ায় প্রভাব খাটিয়ে ফারজানা খান নামে এক মহিলার মাধ্যমে জোবায়ের আহমেদের বিরুদ্ধে ভাটারা থানায় একটি মামলা দায়ের করান। ২০২৩ সালের ১৯ জানুয়ারি জোবায়ের আহমেদকে কুমিল্লা থেকে ঢাকায় ডেকে নিয়ে আসেন। এরপর ওই দিন ধানমন্ডির একটি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার হন তিনি। পরে তাঁকে হেফাজতে নিয়ে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়। পরে ডা. জোবায়েরকে রিমান্ড আবেদনসহ আদালতে হাজির করা হয়। আদালত রিমান্ড নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে ওই বছরের ৩ এপ্রিল জামিন পান ডা. জোবায়ের আহমেদ।
মামলার অভিযোগে বলা হয়, বাদী এত দিন মামলা করার সাহস পাননি। সরকার পরিবর্তন হওয়ার কারণে তিনি মামলা দায়ের করলেন।
ময়মনসিংহের ফুলপুরে জুবায়েদ আহমেদ (৪০) নামের এক ব্যবসায়ীকে পিষে দিয়ে খাদে পড়ে গেছে একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ শেরপুর সড়কের ফুলপুরে মোকামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত জুবায়েদ আহমেদ মোকামিয়া গ্রামের মৃত শুকুর মাহমুদের ছেলে।
৩ মিনিট আগেনোয়াখালীর হাতিয়ায় একটি এনজিও অফিস থেকে অচেতন অবস্থায় উদ্ধার করার পর শংকর সাহা (৪০) নামে এক ঋণগ্রহীতা মারা গেছেন। নিহতের পরিবারের অভিযোগ, ঋণ না দিয়ে এনজিওর কর্মীরা তাঁকে অপমান করে এবং জোর করে বিষ খাইয়ে হত্যা করেছে। তবে এনজিও কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে। গতকাল সোমবার রাত আটটার দিকে হাতিয়া উপজেলা
৬ মিনিট আগেসাবেক সচিব ভূঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও সাত নেতা-কর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
১০ মিনিট আগেফরিদপুরে একটি প্রাইভেট হাসপাতালে হ্যাপি বেগম (৩৫) নামে এক রোগীর পাইলসের অস্ত্রোপচারের পরিবর্তে পিত্তথলির অস্ত্রোপচার করা হয়েছে। এতে ওই রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে সিভিল সার্জন ও বিএমএ নেতৃবৃন্দসহ অনেকে হাসপাতালটিতে ছুটে যান এবং তাৎক্ষণিকভাবে সত্যতা পেয়ে হাসপাতালটির
১৪ মিনিট আগে