টাঙ্গাইল প্রতিনিধি
স্ত্রী-মেয়েসহ ঘরেই শুয়েছিলেন গণেশ চন্দ্র রবিদাস (৪৮)। হঠাৎ নিয়ন্ত্রণ হারানো একটি কাভার্ড ভ্যান তাঁর বাড়ির ভেতর ঢুকে পিষে দেয় স্ত্রী আর ১৩ বছর বয়সী মেয়েকে। এ সময় আহত হয়ে জ্ঞান হারান তিনি। হাসপাতালে জ্ঞান ফিরলে জানতে পারেন স্ত্রী-সন্তান আর নেই।
আজ মঙ্গলবার বিকেলে মাথা, বুক, পায়ে ক্ষত ও এক চোখে ব্যান্ডেজ নিয়ে পাগলপ্রায় গণেশ চন্দ্র শ্মশানে ছুটে গেছেন প্রিয় মানুষদের একনজর দেখার জন্য। সেখানে ক্ষতিগ্রস্ত এক চোখে অপলক তাকিয়েই চোখের জলে বিদায় দেন প্রিয় মানুষদের।
আজ ভোরে টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার নল্লাবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহত হয়েছেন গণেশ চন্দ্রের স্ত্রী ফুলু রানী রবিদাস (৪২) ও স্কুলপড়ুয়া মেয়ে রাধিকা রানী রবিদাস (১৩)। ধনবাড়ি পৌর শ্মশানে তাঁদের সৎকার করা হয়।
গণেশ চন্দ্রের ভাই ভিম রবিদাস আজকের পত্রিকাকে বলেন, ‘গণেশ দা তাঁর স্ত্রী ও মেয়েকে নিয়ে বারান্দার একটি ঘরে ঘুমিয়েছিলেন। আজ (মঙ্গলবার) ভোর ৪টার দিকে একটা কাভার্ড ভ্যান ঘরের ভেতরে ঢুকে পড়লে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয় আর দাদা মারাত্মক আহত হন। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে স্ত্রী-সন্তানকে শেষবারের মতো দেখার জন্য পাগলামি শুরু করেন। পরে তাঁকে ধনবাড়ি পৌর শ্মশানে নিয়ে আসা হয়।’
তিনি আরও জানান, গণেশ মাথা, বুক, পা ও চোখে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাঁর সিটিস্ক্যানসহ নানা পরীক্ষা করানো হয়েছে হাসপাতালে।
গণেশ চন্দ্রের বড় ছেলে জ্যোতিষ রবিদাশ জানান, মা-বোনের সৎকারের পরেই বাবাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
স্থানীয় বাসিন্দা রিপন আজকের পত্রিকাকে জানান, যশোর থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যানটি ধনবাড়ীতে নিয়ন্ত্রণ হারায়। সেখানে সিএনজিচালকেরা গাড়িটিকে ধীরে চালানোর জন্য চিৎকার করেছেন। কিন্তু চালক তাতে কর্ণপাত করেননি। ওই গাড়িটি ধনবাড়ী থেকে দুই কিলোমিটার দূরে নল্লাবাজার এলাকায় রাস্তার ডান পাশে গণেশ রবিদাশের ঘরে ঢুকে পড়লে এই দুর্ঘটনা ঘটে।
গণেশ দাসের প্রতিবেশী মিঠুন রবিদাস বলেন, ‘ভোরে বিকট শব্দ পেয়ে ঘুম ভেঙে যায়। ঘর থেকে বেরিয়ে দেখি কাভার্ড ভ্যানটি ঘরের ভেতর ঢুকে গেছে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে।’
এ বিষয়ে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিতভাবে অভিযোগ করেনি। অভিযোগ পাওয়ার পর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
স্ত্রী-মেয়েসহ ঘরেই শুয়েছিলেন গণেশ চন্দ্র রবিদাস (৪৮)। হঠাৎ নিয়ন্ত্রণ হারানো একটি কাভার্ড ভ্যান তাঁর বাড়ির ভেতর ঢুকে পিষে দেয় স্ত্রী আর ১৩ বছর বয়সী মেয়েকে। এ সময় আহত হয়ে জ্ঞান হারান তিনি। হাসপাতালে জ্ঞান ফিরলে জানতে পারেন স্ত্রী-সন্তান আর নেই।
আজ মঙ্গলবার বিকেলে মাথা, বুক, পায়ে ক্ষত ও এক চোখে ব্যান্ডেজ নিয়ে পাগলপ্রায় গণেশ চন্দ্র শ্মশানে ছুটে গেছেন প্রিয় মানুষদের একনজর দেখার জন্য। সেখানে ক্ষতিগ্রস্ত এক চোখে অপলক তাকিয়েই চোখের জলে বিদায় দেন প্রিয় মানুষদের।
আজ ভোরে টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার নল্লাবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহত হয়েছেন গণেশ চন্দ্রের স্ত্রী ফুলু রানী রবিদাস (৪২) ও স্কুলপড়ুয়া মেয়ে রাধিকা রানী রবিদাস (১৩)। ধনবাড়ি পৌর শ্মশানে তাঁদের সৎকার করা হয়।
গণেশ চন্দ্রের ভাই ভিম রবিদাস আজকের পত্রিকাকে বলেন, ‘গণেশ দা তাঁর স্ত্রী ও মেয়েকে নিয়ে বারান্দার একটি ঘরে ঘুমিয়েছিলেন। আজ (মঙ্গলবার) ভোর ৪টার দিকে একটা কাভার্ড ভ্যান ঘরের ভেতরে ঢুকে পড়লে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয় আর দাদা মারাত্মক আহত হন। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে স্ত্রী-সন্তানকে শেষবারের মতো দেখার জন্য পাগলামি শুরু করেন। পরে তাঁকে ধনবাড়ি পৌর শ্মশানে নিয়ে আসা হয়।’
তিনি আরও জানান, গণেশ মাথা, বুক, পা ও চোখে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাঁর সিটিস্ক্যানসহ নানা পরীক্ষা করানো হয়েছে হাসপাতালে।
গণেশ চন্দ্রের বড় ছেলে জ্যোতিষ রবিদাশ জানান, মা-বোনের সৎকারের পরেই বাবাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
স্থানীয় বাসিন্দা রিপন আজকের পত্রিকাকে জানান, যশোর থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যানটি ধনবাড়ীতে নিয়ন্ত্রণ হারায়। সেখানে সিএনজিচালকেরা গাড়িটিকে ধীরে চালানোর জন্য চিৎকার করেছেন। কিন্তু চালক তাতে কর্ণপাত করেননি। ওই গাড়িটি ধনবাড়ী থেকে দুই কিলোমিটার দূরে নল্লাবাজার এলাকায় রাস্তার ডান পাশে গণেশ রবিদাশের ঘরে ঢুকে পড়লে এই দুর্ঘটনা ঘটে।
গণেশ দাসের প্রতিবেশী মিঠুন রবিদাস বলেন, ‘ভোরে বিকট শব্দ পেয়ে ঘুম ভেঙে যায়। ঘর থেকে বেরিয়ে দেখি কাভার্ড ভ্যানটি ঘরের ভেতর ঢুকে গেছে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে।’
এ বিষয়ে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিতভাবে অভিযোগ করেনি। অভিযোগ পাওয়ার পর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
রাসিক সচিব আড়াই মাস ধরে তাঁদের বিল-সংক্রান্ত প্রায় ২৫০টি ফাইল অফিসের টেবিলে ফেলে রেখেছেন। এতে অন্তত ১৫ জন ঠিকাদারের প্রায় ১০০ কোটি টাকা আটকে আছে। পাওনা টাকা না মেলায় তাঁরা শ্রমিকদের মজুরি দিতে পারছেন না। কাজও চলমান রাখা যাচ্ছে না।
৪ মিনিট আগেকুমিল্লার দাউদকান্দিতে আবুল বাসার বাদশা মিয়া (৪২) নামের এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার বারপাড়া মাদ্রাসাসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর হঠাৎ একদল মুখোশধারী দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে বাদশাকে এলোপাতাড়ি কুপিয়ে...
২৪ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া মহাসড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বিঘ্ন ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ৮২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন।
৩৮ মিনিট আগেনীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৯ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ইটভাটা মোড় (বসুনিয়া মোড়সংলগ্ন) এলাকায় সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগে