নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ–১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ফতুল্লা থানায় দায়ের করা হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর রিমান্ড মঞ্জুর করা হয়। এ নিয়ে তিন দফা রিমান্ডে সাবেক এই মন্ত্রী।
আজ বুধবার বিকেলে সাবেক এই মন্ত্রীর ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠানো হলে শুনানি শেষে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ।
মামলায় বাদীপক্ষের আইনজীবী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে যুবক পারভেজ হোসেন (২৩) নিহত হন। সেই মামলার এজাহারভুক্ত আসামি সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আমরা মনে করি রিমান্ডের জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে।’
জানা গেছে, গত ১৯ জুলাই বিকেল ৫টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুঁইগড় এলাকায় মিছিল করার সময় পারভেজ হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট রাতে ঢাকার শান্তিনগর এলাকা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করে পুলিশ। রূপগঞ্জ থানায় দায়ের করা রোমান মিয়া হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে ছয় দিনের রিমান্ডে নেয় পুলিশ। পরে ১ সেপ্টেম্বর আড়াইহাজার থানায় দায়ের করা দুই মামলায় তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
নারায়ণগঞ্জ–১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ফতুল্লা থানায় দায়ের করা হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর রিমান্ড মঞ্জুর করা হয়। এ নিয়ে তিন দফা রিমান্ডে সাবেক এই মন্ত্রী।
আজ বুধবার বিকেলে সাবেক এই মন্ত্রীর ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠানো হলে শুনানি শেষে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ।
মামলায় বাদীপক্ষের আইনজীবী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে যুবক পারভেজ হোসেন (২৩) নিহত হন। সেই মামলার এজাহারভুক্ত আসামি সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আমরা মনে করি রিমান্ডের জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে।’
জানা গেছে, গত ১৯ জুলাই বিকেল ৫টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুঁইগড় এলাকায় মিছিল করার সময় পারভেজ হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট রাতে ঢাকার শান্তিনগর এলাকা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করে পুলিশ। রূপগঞ্জ থানায় দায়ের করা রোমান মিয়া হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে ছয় দিনের রিমান্ডে নেয় পুলিশ। পরে ১ সেপ্টেম্বর আড়াইহাজার থানায় দায়ের করা দুই মামলায় তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার তালতলা-ডহুরী খালে বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের ঘাসভোগ এলাকায় স্থানীয় বাসিন্দাদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল ঘাসভোগের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
১ মিনিট আগেপঞ্চগড়ে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা হয়রানিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যে করা ২৮টি মিথ্যা মামলা নিষ্পত্তি করা হয়েছে। এসব মামলার আসামির সংখ্যা ছিল তিন হাজারেরও বেশি। আদালতের রায় অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিরা এখন সম্পূর্ণভাবে মুক্ত। এর ফলে আসামিদের পরিবারে স্বস্তি ফিরেছে।
৫ মিনিট আগে‘ফাতেমা আমাদের কলিজার টুকরা ছিল। ছোটবেলা থেকেই ঢাকায় থাকত, মায়ের সাথে। আমাদের সবার ইচ্ছে ছিল বড় হলে সে চিকিৎসক হবে। সব আশা স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে গেল।’ এভাবেই বিলাপ করছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত ফাতেমা আক্তার আনিশার (৯) চাচি মুক্তা বেগম। অদূরেই ভাগ্নে ওসমানকে কোলে
৯ মিনিট আগেগজারিয়ায় বাল্কহেড থেকে নদীতে পড়ে আল আমিন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামসংলগ্ন মেঘনা নদীর একটি শাখায় এ দুর্ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে