সাভার (ঢাকা) প্রতিনিধি
‘১৬ বছর ধরে এখানে একটুও গ্যাস পাওয়া যায় না, একটাও চুলা জ্বলে না, কিন্তু বিল পরিশোধ করতে হয়। সরকার ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, আগামী রমজান থেকে যাতে আমরা গ্যাস পেতে পারি।’
আজ রোববার গ্যাসের দাবিতে মানববন্ধনে অংশ নিয়ে কথাগুলো বলছিলেন ঢাকার আশুলিয়া থানার দক্ষিণ গাজীরচটের বাসিন্দা আজাদ হোসেন।
সকাল ১০টার দিকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আশুলিয়া জোনাল বিপণন অফিসের সামনে মানববন্ধন করেন স্থানীয় ভুক্তভোগী গ্রাহকেরা। তাঁরা প্রথমে বাইপাইলে তিতাস অফিসসংলগ্ন নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে মানববন্ধন করেন। পরে অফিসের নিচে বিভিন্ন স্লোগানসহ মিছিল করেন।
কর্মসূচিতে শতাধিক বিক্ষুব্ধ গ্রাহক অংশ নেন। তাঁদের হাতে ‘গ্যাস দাও না হয় বিলের টাকা ফেরত দাও’, ‘গ্যাস নাই রান্না নাই, সময়মতো খাবার নাই, এ সমস্যার সমাধান চাই’, ‘বৈধ লাইনে গ্যাস নাই, অবৈধ সংযোগে গ্যাস পায়, এই অনিয়মের সমাধান চাই’ ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড ছিল।
ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দক্ষিণ গাজীরচট, আড়িয়ারা মোড়, শের আলী মার্কেট, আয়নাল মার্কেট, হক মার্কেট, সিকদারবাগ, বটতলা ও মণ্ডলবাড়ি এলাকায় প্রায় ১৬ বছর ধরে গ্যাসের সমস্যা চলছে। কিন্তু তাঁরা বিল দিয়ে যাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রাহক বলেন, ‘আমরা জানি এলাকায় অবৈধ লাইন আছে। তারা কীভাবে গ্যাস পায়? আমরা এর প্রতিবাদ জানাই। পরবর্তী সময়ে আরও বড় কর্মসূচি দেব, অফিস ঘেরাও করব। এর আগে বহুবার তাদের (কর্তৃপক্ষ) জানানো হয়েছে।’
‘১৬ বছর ধরে এখানে একটুও গ্যাস পাওয়া যায় না, একটাও চুলা জ্বলে না, কিন্তু বিল পরিশোধ করতে হয়। সরকার ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, আগামী রমজান থেকে যাতে আমরা গ্যাস পেতে পারি।’
আজ রোববার গ্যাসের দাবিতে মানববন্ধনে অংশ নিয়ে কথাগুলো বলছিলেন ঢাকার আশুলিয়া থানার দক্ষিণ গাজীরচটের বাসিন্দা আজাদ হোসেন।
সকাল ১০টার দিকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আশুলিয়া জোনাল বিপণন অফিসের সামনে মানববন্ধন করেন স্থানীয় ভুক্তভোগী গ্রাহকেরা। তাঁরা প্রথমে বাইপাইলে তিতাস অফিসসংলগ্ন নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে মানববন্ধন করেন। পরে অফিসের নিচে বিভিন্ন স্লোগানসহ মিছিল করেন।
কর্মসূচিতে শতাধিক বিক্ষুব্ধ গ্রাহক অংশ নেন। তাঁদের হাতে ‘গ্যাস দাও না হয় বিলের টাকা ফেরত দাও’, ‘গ্যাস নাই রান্না নাই, সময়মতো খাবার নাই, এ সমস্যার সমাধান চাই’, ‘বৈধ লাইনে গ্যাস নাই, অবৈধ সংযোগে গ্যাস পায়, এই অনিয়মের সমাধান চাই’ ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড ছিল।
ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দক্ষিণ গাজীরচট, আড়িয়ারা মোড়, শের আলী মার্কেট, আয়নাল মার্কেট, হক মার্কেট, সিকদারবাগ, বটতলা ও মণ্ডলবাড়ি এলাকায় প্রায় ১৬ বছর ধরে গ্যাসের সমস্যা চলছে। কিন্তু তাঁরা বিল দিয়ে যাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রাহক বলেন, ‘আমরা জানি এলাকায় অবৈধ লাইন আছে। তারা কীভাবে গ্যাস পায়? আমরা এর প্রতিবাদ জানাই। পরবর্তী সময়ে আরও বড় কর্মসূচি দেব, অফিস ঘেরাও করব। এর আগে বহুবার তাদের (কর্তৃপক্ষ) জানানো হয়েছে।’
ঢাকার সাভারে বাসে ওঠার সময় ট্রাকের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় আরিচাগামী সরাসরি লেনে এ দুর্ঘটনা ঘটে।
২৪ মিনিট আগেনারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
৪৩ মিনিট আগেভার্চুয়াল মাধ্যমে শেখ হাসিনার সঙ্গে সভা করে অরাজকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও কুমিল্লা জেলা জজ আদালতের সাবেক পিপি জহিরুল ইসলাম সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণে মাসুম পারভেজ (৫০) ও মঞ্জুরুল মোরশেদ (৪০) নামের সহোদর দুই ভাই গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের গড়বাড়ি বারমন্ডুলীয়া এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে