নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঘূর্ণায়মান পদ্ধতিতে নারী আসন নির্ধারণ করে সেখানে সরাসরি নির্বাচনের দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সংরক্ষিত আসনে নির্বাচিত ৫০ জন নারী সংসদ সদস্যের হলফনামার তথ্য প্রকাশ উপলক্ষে বৃহস্পতিবার (২৮ মার্চ) আয়োজিত অনলাইন সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘সংসদে নারীদের জন্য সংরক্ষণ ব্যবস্থা বহুদিন ধরেই আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত রয়েছে। নারীর ক্ষমতায়নের জন্য বিষয়টি নিঃসন্দেহে ইতিবাচক। কিন্তু কতটুকু ইতিবাচক, তা নিয়ে প্রশ্ন রয়েছে। আমাদের জনসংখ্যার অর্ধেক জনগোষ্ঠী নারী। কিন্তু সংসদে মাত্র ৫০ জন নারীর জন্য সংরক্ষণ ব্যবস্থা যথেষ্ট নয়। তা ছাড়া এই সংরক্ষণ ব্যবস্থার সমস্যা হলো এতে কোনো নির্বাচন হয় না এবং প্রার্থীর যোগ্যতাকে বিবেচনায় নেওয়া হয় না। বরং দলীয় প্রধানই অনুগ্রহ করে কিছু নারীকে সংরক্ষিত আসনে মনোনয়ন দেন। সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে নির্বাচিত নারীদের পরবর্তীকালে সরাসরি আসনে নির্বাচিত হয়ে আসার যোগ্যতা ও গ্রহণযোগ্যতা তৈরি হওয়ার কথা। কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি না।’
সুজন সম্পাদক বলেন, পদ্ধতিটি এমন হতে পারে, এক সংসদে ১০০ আসনে নির্বাচন করা হলো, যেখানে শুধু নারীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাকি ২০০ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। এভাবে পরের বার অন্য ১০০।
অধ্যাপক রোবায়েত ফেরদৌস সমাজে পিছিয়ে পড়া নারীদের সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ার পরামর্শ দেন।
লিখিত বক্তব্যে সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার জানান, বর্তমান সংসদে সংরক্ষিত আসনের ৫০ জন সদস্যের মধ্যে ১৩ জন ব্যবসায়ী, ৭ জন চাকরিজীবী, ৫ জন শিক্ষক, ৫ জন গৃহিণী, ২ জন আইনজীবী ও ২ জন কৃষিজীবী। একজনের বিরুদ্ধে বর্তমানে মামলা আছে, আগে মামলা ছিল আটজনের বিরুদ্ধে।
ঘূর্ণায়মান পদ্ধতিতে নারী আসন নির্ধারণ করে সেখানে সরাসরি নির্বাচনের দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সংরক্ষিত আসনে নির্বাচিত ৫০ জন নারী সংসদ সদস্যের হলফনামার তথ্য প্রকাশ উপলক্ষে বৃহস্পতিবার (২৮ মার্চ) আয়োজিত অনলাইন সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘সংসদে নারীদের জন্য সংরক্ষণ ব্যবস্থা বহুদিন ধরেই আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত রয়েছে। নারীর ক্ষমতায়নের জন্য বিষয়টি নিঃসন্দেহে ইতিবাচক। কিন্তু কতটুকু ইতিবাচক, তা নিয়ে প্রশ্ন রয়েছে। আমাদের জনসংখ্যার অর্ধেক জনগোষ্ঠী নারী। কিন্তু সংসদে মাত্র ৫০ জন নারীর জন্য সংরক্ষণ ব্যবস্থা যথেষ্ট নয়। তা ছাড়া এই সংরক্ষণ ব্যবস্থার সমস্যা হলো এতে কোনো নির্বাচন হয় না এবং প্রার্থীর যোগ্যতাকে বিবেচনায় নেওয়া হয় না। বরং দলীয় প্রধানই অনুগ্রহ করে কিছু নারীকে সংরক্ষিত আসনে মনোনয়ন দেন। সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে নির্বাচিত নারীদের পরবর্তীকালে সরাসরি আসনে নির্বাচিত হয়ে আসার যোগ্যতা ও গ্রহণযোগ্যতা তৈরি হওয়ার কথা। কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি না।’
সুজন সম্পাদক বলেন, পদ্ধতিটি এমন হতে পারে, এক সংসদে ১০০ আসনে নির্বাচন করা হলো, যেখানে শুধু নারীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাকি ২০০ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। এভাবে পরের বার অন্য ১০০।
অধ্যাপক রোবায়েত ফেরদৌস সমাজে পিছিয়ে পড়া নারীদের সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ার পরামর্শ দেন।
লিখিত বক্তব্যে সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার জানান, বর্তমান সংসদে সংরক্ষিত আসনের ৫০ জন সদস্যের মধ্যে ১৩ জন ব্যবসায়ী, ৭ জন চাকরিজীবী, ৫ জন শিক্ষক, ৫ জন গৃহিণী, ২ জন আইনজীবী ও ২ জন কৃষিজীবী। একজনের বিরুদ্ধে বর্তমানে মামলা আছে, আগে মামলা ছিল আটজনের বিরুদ্ধে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের করিডরে আগের দিনের মতো চিৎকার-চেঁচামেচি ছিল না গতকাল মঙ্গলবার। ছিল না রক্তের জন্য ছোটাছুটি। হাসপাতালজুড়ে কেমন যেন একটা উৎকণ্ঠা। এই উৎকণ্ঠা দগ্ধ শিশুগুলোর স্বজনদের চোখেমুখে। সবার প্রার্থনা, আর যেন কোনো দুঃসংবাদ কানে না আসে, সব শিশু যেন সুস্থ হয়ে ওঠে।
২ মিনিট আগেশিক্ষার্থীদের প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধের অসাধারণ উদাহরণ তৈরি করে গেলেন রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহরীন চৌধুরী। যুদ্ধবিমানটি যখন তাঁর প্রতিষ্ঠানে বিধ্বস্ত হয়, তখনো তিনি অক্ষত ও সুস্থ ছিলেন। কিন্তু বিপদের মুখেই তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন নিজের সন্তানের মতো ছাত্রছাত্রীদের বাঁচাতে।
৬ মিনিট আগেরাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের কোলাহল নেই। বিমানবাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ যুদ্ধবিমানের বিকট শব্দে থেমে গেছে সেই কোলাহল। থামেনি সন্তান বা স্বজনহারাদের বুকফাটা কান্না, মাতম। হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে আহত ও দগ্ধরা।
৯ মিনিট আগে‘আমি সেই হতভাগ্য পিতা, যে নিজের সন্তানের লাশ কাঁধে নিয়েছি।’ এটুকু বলেই ডুকরে কেঁদে ওঠেন ব্যবসায়ী তহুরুল ইসলাম। তিনি ঢাকায় বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের বাবা। রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার...
১৬ মিনিট আগে