Ajker Patrika

আশুলিয়ায় লাশ পোড়ানোর অভিযোগ আমলে নিয়ে ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আশুলিয়ায় লাশ পোড়ানোর অভিযোগ আমলে নিয়ে ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সেইসঙ্গে পলাতক থাকা ৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আজ বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন। এছাড়া এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৩ জুলাই দিন ধার্য করা হয়েছে।

তদন্তে এই মামলায় ১৬ জনের সম্পৃক্ততা মিলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর মধ্যে আট জন গ্রেপ্তার রয়েছেন। তাঁরা হলেন— ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, ডিবি পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান ও কনস্টেবল মুকুল। তাঁদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় গুলি চালানোর পর পুলিশ ছয় তরুণকে ভ্যানে তুলে আগুন ধরিয়ে দেয়। তাতে ৬ জনের দেহ আগুনে পুড়ে যায়। পোড়ানোর সময় একজনের দেহে প্রাণ ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত