শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় গম খেতে বিষ দিয়ে অতিথি পাখিসহ প্রায় দুই শতাধিক পাখি মারার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের বিরুদ্ধে। পরে মৃত পাখিগুলোকে তিনি সুতোয় বেঁধে জমিতেই ঝুলিয়ে রাখেন।
আজ শুক্রবার মধ্য সিড্যা গ্রামে সাবেক ইউপি সদস্য শাজাহান মাদবরের জমিতে মৃত পাখিগুলোকে ঝুলিয়ে রাখতে দেখা যায়।
তাঁর এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তবে মরা পাখি বেঁধে ঝুলিয়ে রাখার বিষয়টি স্বীকার করলেও বিষ প্রয়োগে পাখি মারার বিষয়টি অস্বীকার করেছেন সাবেক ইউপি সদস্য শাজাহান মাদবর। সিড্যা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শাজাহান মাদবর।
স্থানীয়রা জানান, শাজাহান মাদবর তাঁর জমিতে গম বুনেছেন। গমবীজ যাতে পাখি খেয়ে ফেলতে না পারে সে জন্য তিনি গমের সঙ্গে বিষ মিশিয়ে দেন। বিষ মেশানো ওই গম খেয়ে গত এক সপ্তাহে অন্তত ২ শতাধিক ঘুঘুসহ বিভিন্ন পাখি মারা গেছে। মারা যাওয়া কয়েকটি ঘুঘু পাখি সুতো দিয়ে বেঁধে জমিতে ঝুলিয়ে রাখেন সাবেক এই ইউপি সদস্য। অনেক পাখি মাটিচাপা দেন তিনি।
স্থানীয় বাসিন্দা গোলাম মোস্তফা বলেন, ‘শাজাহান মাদবর সচেতন লোক হয়ে যে অমানবিক কাজ করেছেন তা অত্যন্ত দুঃখজনক। এ জন্য তাঁর শাস্তি হওয়া উচিত। প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন পাখি নিধনকারীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।’
অভিযোগের বিষয়ে শাজাহান মাদবর বলেন, ‘আমি জমিতে বিষ প্রয়োগ করে কোনো পাখি মারিনি। কেউ শত্রুতা করে পাখিগুলো মেরে আমার গম খেতে ফেলে রেখেছে। সেখান থেকে কয়েকটি মরা পাখি সুতা দিয়ে বেঁধে জমিতে ঝুলিয়ে রেখেছি যাতে ভয়ে অন্য পাখি এসে গমের বীজ না খায়। এ ছাড়া বাকি পাখিগুলো মাটিতে পুঁতে রেখেছি।’
সিড্যা ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাদী জিল্লু বলেন, ‘জমিতে বিষ প্রয়োগ করে পাখি মারার বিষয়টি অমানবিক ও দুঃখজনক। আমি বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছি, যাতে তারা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বের আলী বলেন, ফসলের খেতে বিষ দিয়ে পাখি মারার বিষয়টি জানতে পেরে বিষয়টি তদন্তের জন্য ঘটনাস্থলে এসিল্যান্ডকে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় গম খেতে বিষ দিয়ে অতিথি পাখিসহ প্রায় দুই শতাধিক পাখি মারার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের বিরুদ্ধে। পরে মৃত পাখিগুলোকে তিনি সুতোয় বেঁধে জমিতেই ঝুলিয়ে রাখেন।
আজ শুক্রবার মধ্য সিড্যা গ্রামে সাবেক ইউপি সদস্য শাজাহান মাদবরের জমিতে মৃত পাখিগুলোকে ঝুলিয়ে রাখতে দেখা যায়।
তাঁর এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তবে মরা পাখি বেঁধে ঝুলিয়ে রাখার বিষয়টি স্বীকার করলেও বিষ প্রয়োগে পাখি মারার বিষয়টি অস্বীকার করেছেন সাবেক ইউপি সদস্য শাজাহান মাদবর। সিড্যা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শাজাহান মাদবর।
স্থানীয়রা জানান, শাজাহান মাদবর তাঁর জমিতে গম বুনেছেন। গমবীজ যাতে পাখি খেয়ে ফেলতে না পারে সে জন্য তিনি গমের সঙ্গে বিষ মিশিয়ে দেন। বিষ মেশানো ওই গম খেয়ে গত এক সপ্তাহে অন্তত ২ শতাধিক ঘুঘুসহ বিভিন্ন পাখি মারা গেছে। মারা যাওয়া কয়েকটি ঘুঘু পাখি সুতো দিয়ে বেঁধে জমিতে ঝুলিয়ে রাখেন সাবেক এই ইউপি সদস্য। অনেক পাখি মাটিচাপা দেন তিনি।
স্থানীয় বাসিন্দা গোলাম মোস্তফা বলেন, ‘শাজাহান মাদবর সচেতন লোক হয়ে যে অমানবিক কাজ করেছেন তা অত্যন্ত দুঃখজনক। এ জন্য তাঁর শাস্তি হওয়া উচিত। প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন পাখি নিধনকারীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।’
অভিযোগের বিষয়ে শাজাহান মাদবর বলেন, ‘আমি জমিতে বিষ প্রয়োগ করে কোনো পাখি মারিনি। কেউ শত্রুতা করে পাখিগুলো মেরে আমার গম খেতে ফেলে রেখেছে। সেখান থেকে কয়েকটি মরা পাখি সুতা দিয়ে বেঁধে জমিতে ঝুলিয়ে রেখেছি যাতে ভয়ে অন্য পাখি এসে গমের বীজ না খায়। এ ছাড়া বাকি পাখিগুলো মাটিতে পুঁতে রেখেছি।’
সিড্যা ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাদী জিল্লু বলেন, ‘জমিতে বিষ প্রয়োগ করে পাখি মারার বিষয়টি অমানবিক ও দুঃখজনক। আমি বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছি, যাতে তারা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বের আলী বলেন, ফসলের খেতে বিষ দিয়ে পাখি মারার বিষয়টি জানতে পেরে বিষয়টি তদন্তের জন্য ঘটনাস্থলে এসিল্যান্ডকে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৫ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৫ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৬ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৬ ঘণ্টা আগে