Ajker Patrika

অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে আটক আরও ৮১

গাজীপুর প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলা পুলিশ ও মহানগর পুলিশ আরও ৮১ জনকে আটক করেছে। এর মধ্যে মহানগর এলাকা থেকে ৬৯ জন এবং জেলা থেকে ১২ জনকে আটক করা হয়। এ নিয়ে গাজীপুরে তিন দিনে আটক হলেন ২৪৬ জন।

পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর ৮ থানায় আরও ৬৯ জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। অপরদিকে গাজীপুর জেলার ৫টি থানায় আরও ১২ জনকে আটক করা হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (সিটি-এসবি) মো. আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, গাজীপুর মহানগর পুলিশ আটটি থানায় অভিযান চালিয়ে গত সোমবার রাতে নতুন করে ৬৯ জনকে আটক করেছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, ডেভিল হান্ট অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিনই অপরাধীদের আটক করা হচ্ছে। নতুন আরও ১২ জনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গত শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্রদের আটকে মারধর করা হয়। তাতে ১৫ জন শিক্ষার্থী আহত হন।

এ ঘটনার পরদিন শনিবার বৈষম্যবিরোধী আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক মো. আব্দুল্লাহ মোহিত বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেন। মামলায় ২৩৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। মামলার প্রধান আসামি আমজাদ হোসেন মোল্লা নামের আওয়ামী লীগের এক কর্মী। তিনি মুক্তিযুদ্ধমন্ত্রী মোজাম্মেল হকের ভাতিজা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত