নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় কবিরাজ আল আমিন শেখ হত্যার ঘটনায় প্রধান আসামি হাফিজুর রহমান ওরফে হাফিজ মাস্টারকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। তিনি হত্যার দায় স্বীকার করেছেন বলে দাবি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)।
আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পিবিআইয়ের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআইয়ের পুলিশ সুপার মনিরুল ইসলাম।
হাফিজ মাস্টারের বরাত দিয়ে তিনি বলেন, ‘কবিরাজির মতো প্রতারণামূলক’ পেশা থেকে ফেরাতে না পারায় আল আমিন শেখকে গলা কেটে হত্যা করেন তিনি। ঝাড়-ফুঁকের জন্য মানুষ ক্ষতিগ্রস্ত ও প্রতারণার শিকার হচ্ছে। বিভিন্ন সময় নিবৃত্ত করার চেষ্টা করলেও আল আমিন তাঁর কথা শোনেনি। তাই তাঁকে গলা কেটে হত্যা করেন।
গতকাল রোববার রাতে ফতুল্লার নয়ামাটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করে পুলিশ।
মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, হাফিজুর রহমান ও কবিরাজ আল আমিন শেখ পূর্বপরিচিত। দুজনে একসঙ্গে জাহাজে কাজ করতেন। তখন থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তিন বছর ধরে আল আমিন কবিরাজি ব্যবসা শুরু করেন। গত বৃহস্পতিবার রাতে আল আমিনের বাসায় বেড়াতে আসেন হাফিজ মাস্টার। এরপর তাঁরা এক কক্ষে ঘুমিয়ে পড়েন। ভোর হলে পরিকল্পনা অনুযায়ী ঘুমন্ত আল আমিনকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান তিনি। পরে ঘর থেকে বেরিয়ে গিয়ে ফতুল্লার পাগলা মসজিদে ফজরের নামাজ আদায় করেন।
নারায়ণগঞ্জের ফতুল্লায় কবিরাজ আল আমিন শেখ হত্যার ঘটনায় প্রধান আসামি হাফিজুর রহমান ওরফে হাফিজ মাস্টারকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। তিনি হত্যার দায় স্বীকার করেছেন বলে দাবি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)।
আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পিবিআইয়ের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআইয়ের পুলিশ সুপার মনিরুল ইসলাম।
হাফিজ মাস্টারের বরাত দিয়ে তিনি বলেন, ‘কবিরাজির মতো প্রতারণামূলক’ পেশা থেকে ফেরাতে না পারায় আল আমিন শেখকে গলা কেটে হত্যা করেন তিনি। ঝাড়-ফুঁকের জন্য মানুষ ক্ষতিগ্রস্ত ও প্রতারণার শিকার হচ্ছে। বিভিন্ন সময় নিবৃত্ত করার চেষ্টা করলেও আল আমিন তাঁর কথা শোনেনি। তাই তাঁকে গলা কেটে হত্যা করেন।
গতকাল রোববার রাতে ফতুল্লার নয়ামাটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করে পুলিশ।
মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, হাফিজুর রহমান ও কবিরাজ আল আমিন শেখ পূর্বপরিচিত। দুজনে একসঙ্গে জাহাজে কাজ করতেন। তখন থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তিন বছর ধরে আল আমিন কবিরাজি ব্যবসা শুরু করেন। গত বৃহস্পতিবার রাতে আল আমিনের বাসায় বেড়াতে আসেন হাফিজ মাস্টার। এরপর তাঁরা এক কক্ষে ঘুমিয়ে পড়েন। ভোর হলে পরিকল্পনা অনুযায়ী ঘুমন্ত আল আমিনকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান তিনি। পরে ঘর থেকে বেরিয়ে গিয়ে ফতুল্লার পাগলা মসজিদে ফজরের নামাজ আদায় করেন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামী নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল শুনানি আজ বৃহস্পতিবার শেষ হয়েছে। শুনানিতে আজহারের আইনজীবী মোহাম্মদ শিশির মনির দাবি করেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ছিল সাজানো এবং বিচারের নামে অবিচার করে জামায়াতের নেতাদের ফাঁসি
৯ মিনিট আগেরাজশাহী কলেজে ক্লাস করতে আসা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজে এলে তাঁকে আটক করে বোয়ালিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক শিক্ষার্থীর নাম সাগর রেজা (২২)। তিনি রাজশাহী কলেজের
১৪ মিনিট আগেময়মনসিংহে জামালপুর কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে মো. ইদ্রিস আলী (৫৭) নামের একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১টার দিকে নগরীর পাটগুদাম এলাকায় এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেআসন্ন বুদ্ধপূর্ণিমা-২০২৫ উদ্যাপনে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এক সমন্বয় সভায় এ কথা বলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
৩৬ মিনিট আগে