Ajker Patrika

রাজশাহী কলেজ ছাত্রলীগের কর্মীকে ধরে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৮ মে ২০২৫, ১৭: ৪২
আটক ছাত্রদলের কর্মী সাগর রেজা। ছবি: আজকের পত্রিকা
আটক ছাত্রদলের কর্মী সাগর রেজা। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী কলেজে ক্লাস করতে আসা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজে এলে তাঁকে আটক করে বোয়ালিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক শিক্ষার্থীর নাম সাগর রেজা (২২)। তিনি রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার উদয়সাগর গ্রামে তাঁর বাড়ি। বাবার নাম মো. আলমগীর। আগে তিনি কলেজের মুসলিম ছাত্রাবাসের ই-ব্লকে থাকতেন।

ছাত্রদল ও শিবির নেতারা জানান, সাগরের ফেসবুকে ছাত্রলীগের মিছিল ও কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের ছবি এবং সরকারবিরোধী পোস্ট দেখা গেছে। ফেসবুক প্রোফাইলে এখনো ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পদ লেখা আছে তাঁর। তাঁকে চিনতে পেরে পুলিশে সোপর্দ করা হয়েছে।

জানতে চাইলে রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আজকের পত্রিকাকে বলেন, নিষিদ্ধ সংগঠনের সক্রিয় কর্মীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। ছাত্রশিবিরের কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান বলেন, সাধারণ শিক্ষার্থীদের নিপীড়নের অভিযোগে তাঁকে চিহ্নিত করে পুলিশে দেওয়া হয়েছে।

এ বিষয়ে নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। পুরোনো একটি মামলায় তাঁকে আদালতে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত