গাজীপুরের শ্রীপুরে পান, রসগোল্লা ও স্বর্ণালংকার কম দেওয়া নিয়ে তর্কবিতর্কের জেরে সংঘর্ষে কমপক্ষে ১০ বরযাত্রী আহত হয়েছেন। এ ঘটনার পর নববধূকে রেখেই বাড়ি ফিরেছে বরপক্ষ।
আজ শুক্রবার দুপুরে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খিলপাড়া গ্রামের তোতা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
বরপক্ষের লোকজন অভিযোগ করেছেন, কনেপক্ষের লোকজন এলোপাতাড়ি পিটিয়ে বরযাত্রীদের সাড়ে ৫ লাখ টাকার স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে। হামলায় বরপক্ষের আল আমিন (৩২), জোছনা (৪৫), রফিকুল ইসলাম (৩৪), শিউলী (৩৫), শাহনাজ (২২), মোহাম্মদ ফকির (৪৫), সুরভি (২৯), আরিফ (১৯) শামীমা (৫০) ও রাকিব (২০) আহত হয়েছেন।
বরের বাবা মো. সাহিদ ফকির বলেন, ‘গত বুধবার খিলপাড়া গ্রামের তোতা মিয়ার মেয়ে তাহমিনার সঙ্গে আমার ছেলে রাকিবের বিয়ে সম্পন্ন হয়। আজ কনেকে তুলে নেওয়ার অনুষ্ঠান ছিল মেয়ের বাবার বাড়িতে। জুমার নামাজের পর ১০০ জন বরযাত্রী নিয়ে কনের বাড়ি যাই। দুপুরে খাওয়া-দাওয়া শেষে নববধূ তুলে নেওয়ার অপেক্ষায় ছিলাম আমরা। বেলা ৩টার দিকে কনের ভাই রনিসহ অভিযুক্তরা মিষ্টি কম আনায় এবং কানের দুল না দেওয়ায় বরযাত্রীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা বরযাত্রীদের বেধড়ক পিটিয়ে ১০ জনকে আহত করে। এ সময় হামলাকারীরা নারীদের প্রায় ৫ লাখ টাকার স্বর্ণালংকার এবং টাকা ছিনিয়ে নেয়।’
সাহিদ ফকির আরও বলেন, ‘আমার সঙ্গে থাকা বরযাত্রীদের পিটিয়ে আহত করে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে। পুত্রবধূকেও তুলে আনতে দেয়নি। একপর্যায়ে ওরা ঘরের দরজা বন্ধ করেও পিটিয়েছে। প্রাণে বাঁচতে বরকে নিয়ে পালিয়ে এসেছি।’
এ বিষয়ে জানতে চাইলে কনের বাবা তোতা মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘৩ লাখ টাকার দেনমোহরে আমার মেয়ের বিয়ে হয়েছে। স্বর্ণালংকারের জন্য ৫০ হাজার টাকা ওয়াসিল দেওয়া হয়েছে। বরপক্ষ ৫০ হাজার টাকা ওয়াসিলের বিপরীতে ৫ হাজার টাকার অলংকার নিয়ে এসেছে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে বরপক্ষের লোকেরা আমার লোকজনকে পিটিয়েছে। আমার মেয়েকে না নিয়ে ওরা চলে গেছে।’
শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার হাসিবুল হাসান তামিম আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েকজন এখানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কেউ গুরুতর আহত নন। তিনজনের শরীরে সামান্য জখম রয়েছে।’
গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান শাহীন বলেন, ‘বিষয়টি আমি এরই মধ্যে শুনেছি। কনের বাড়িতে গিয়ে বিস্তারিত শোনার পর বলতে পারব।’
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আজিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বরপক্ষের ওপর হামলার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিয়েবাড়িতে দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুরের শ্রীপুরে পান, রসগোল্লা ও স্বর্ণালংকার কম দেওয়া নিয়ে তর্কবিতর্কের জেরে সংঘর্ষে কমপক্ষে ১০ বরযাত্রী আহত হয়েছেন। এ ঘটনার পর নববধূকে রেখেই বাড়ি ফিরেছে বরপক্ষ।
আজ শুক্রবার দুপুরে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খিলপাড়া গ্রামের তোতা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
বরপক্ষের লোকজন অভিযোগ করেছেন, কনেপক্ষের লোকজন এলোপাতাড়ি পিটিয়ে বরযাত্রীদের সাড়ে ৫ লাখ টাকার স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে। হামলায় বরপক্ষের আল আমিন (৩২), জোছনা (৪৫), রফিকুল ইসলাম (৩৪), শিউলী (৩৫), শাহনাজ (২২), মোহাম্মদ ফকির (৪৫), সুরভি (২৯), আরিফ (১৯) শামীমা (৫০) ও রাকিব (২০) আহত হয়েছেন।
বরের বাবা মো. সাহিদ ফকির বলেন, ‘গত বুধবার খিলপাড়া গ্রামের তোতা মিয়ার মেয়ে তাহমিনার সঙ্গে আমার ছেলে রাকিবের বিয়ে সম্পন্ন হয়। আজ কনেকে তুলে নেওয়ার অনুষ্ঠান ছিল মেয়ের বাবার বাড়িতে। জুমার নামাজের পর ১০০ জন বরযাত্রী নিয়ে কনের বাড়ি যাই। দুপুরে খাওয়া-দাওয়া শেষে নববধূ তুলে নেওয়ার অপেক্ষায় ছিলাম আমরা। বেলা ৩টার দিকে কনের ভাই রনিসহ অভিযুক্তরা মিষ্টি কম আনায় এবং কানের দুল না দেওয়ায় বরযাত্রীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা বরযাত্রীদের বেধড়ক পিটিয়ে ১০ জনকে আহত করে। এ সময় হামলাকারীরা নারীদের প্রায় ৫ লাখ টাকার স্বর্ণালংকার এবং টাকা ছিনিয়ে নেয়।’
সাহিদ ফকির আরও বলেন, ‘আমার সঙ্গে থাকা বরযাত্রীদের পিটিয়ে আহত করে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে। পুত্রবধূকেও তুলে আনতে দেয়নি। একপর্যায়ে ওরা ঘরের দরজা বন্ধ করেও পিটিয়েছে। প্রাণে বাঁচতে বরকে নিয়ে পালিয়ে এসেছি।’
এ বিষয়ে জানতে চাইলে কনের বাবা তোতা মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘৩ লাখ টাকার দেনমোহরে আমার মেয়ের বিয়ে হয়েছে। স্বর্ণালংকারের জন্য ৫০ হাজার টাকা ওয়াসিল দেওয়া হয়েছে। বরপক্ষ ৫০ হাজার টাকা ওয়াসিলের বিপরীতে ৫ হাজার টাকার অলংকার নিয়ে এসেছে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে বরপক্ষের লোকেরা আমার লোকজনকে পিটিয়েছে। আমার মেয়েকে না নিয়ে ওরা চলে গেছে।’
শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার হাসিবুল হাসান তামিম আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েকজন এখানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কেউ গুরুতর আহত নন। তিনজনের শরীরে সামান্য জখম রয়েছে।’
গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান শাহীন বলেন, ‘বিষয়টি আমি এরই মধ্যে শুনেছি। কনের বাড়িতে গিয়ে বিস্তারিত শোনার পর বলতে পারব।’
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আজিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বরপক্ষের ওপর হামলার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিয়েবাড়িতে দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
২০ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
২৩ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৩০ মিনিট আগেচিরকুটে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
৩৪ মিনিট আগে