শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে নিখোঁজের পরদিন পদ্মা নদী থেকে তাসনিয়া আফরিন (১৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১২টার দিকে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া এলাকায় পদ্মা নদী থেকে নৌ পুলিশ ও স্থানীয় জেলেদের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, তাসনিয়া আফরিন উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আনছার আলী মাস্টার কান্দী গ্রামের দুলাল গাজীর ছেলে সাগর গাজীর স্ত্রী। তিন মাস হয় তাদের বিয়ে হয়।
তাসনিয়ার বাবার বাড়ি শরীয়তপুরের জাজিরা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আক্কেল মোহাম্মদ মুন্সি কান্দী গ্রামে।
আরও জানা গেছে, তাসনিয়ার স্বামী সাগর ঢাকায় টেইলার্সের কাজ করে। তাসনিয়ার পরিবারও ঢাকায় থাকে। এই সুবাদে তাদের মধ্যে পরিচয় ও প্রেমের সম্পর্ক হয়। তিন মাস আগে তারা ভালোবেসে বিয়ে করেন। গতকাল শুক্রবার দুপুরে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন নববধূ তাসনিয়া আফরিন। এরপর থেকে তাকে খোঁজাখুজি শুরু হয়। আজ দুপুর ১২টার দিকে নৌ পুলিশ ও স্থানীয় জেলেদের সহযোগিতায় জাল ফেলে তার মরদেহ উদ্ধার করা হয়।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন, ‘আজ দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো কারো কোনো অভিযোগ পাওয়া যায়নি।’
শরীয়তপুরে নিখোঁজের পরদিন পদ্মা নদী থেকে তাসনিয়া আফরিন (১৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১২টার দিকে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া এলাকায় পদ্মা নদী থেকে নৌ পুলিশ ও স্থানীয় জেলেদের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, তাসনিয়া আফরিন উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আনছার আলী মাস্টার কান্দী গ্রামের দুলাল গাজীর ছেলে সাগর গাজীর স্ত্রী। তিন মাস হয় তাদের বিয়ে হয়।
তাসনিয়ার বাবার বাড়ি শরীয়তপুরের জাজিরা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আক্কেল মোহাম্মদ মুন্সি কান্দী গ্রামে।
আরও জানা গেছে, তাসনিয়ার স্বামী সাগর ঢাকায় টেইলার্সের কাজ করে। তাসনিয়ার পরিবারও ঢাকায় থাকে। এই সুবাদে তাদের মধ্যে পরিচয় ও প্রেমের সম্পর্ক হয়। তিন মাস আগে তারা ভালোবেসে বিয়ে করেন। গতকাল শুক্রবার দুপুরে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন নববধূ তাসনিয়া আফরিন। এরপর থেকে তাকে খোঁজাখুজি শুরু হয়। আজ দুপুর ১২টার দিকে নৌ পুলিশ ও স্থানীয় জেলেদের সহযোগিতায় জাল ফেলে তার মরদেহ উদ্ধার করা হয়।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন, ‘আজ দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো কারো কোনো অভিযোগ পাওয়া যায়নি।’
লক্ষ্মীপুরের রামগতিতে ওমানপ্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার চরবাদাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হকবাজারসংলগ্ন বেড়িবাঁধের ওপরে তাঁর মরদেহ পাওয়া যায়।
২ মিনিট আগেপৌনে ৬ কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়নের ঠিকাদার ছিলেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিরাজুল ইসলাম। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেডের কর্ণধার। ঠিকাদার মিরাজুল পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের ছোট ভাই।
৩৬ মিনিট আগেদীর্ঘ ২৩ বছর পর বগুড়ার শিবগঞ্জের আনারুল হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। এই মামলায় একমাত্র আসামি আজিজার রহমানকে (৬২) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
৪০ মিনিট আগেসালিসে বুদ্ধিপ্রতিবন্ধী শিশু ধর্ষণের বিচার হয়েছে। বৈঠকে ধর্ষককে ১ লাখ টাকা জরিমানা ও ১০টি জুতাপেটা করার রায় দেওয়া হয়। আগামী ১০ দিনের মধ্যে ধর্ষক ওই পরিমাণ টাকা পরিশোধ করবেন এবং তখনই সালিসকারীরা জুতাপেটা করবেন।
১ ঘণ্টা আগে