Ajker Patrika

প্রতিবন্ধিতা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতিবন্ধিতা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের দাবি

প্রতিবন্ধিতা বিষয়ক আইন এবং তা বাস্তবায়নে ২০১৮ সালে জাতীয় কর্মপরিকল্পনা তৈরি করা হয়। এর ওপর ভিত্তি করে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে কতগুলো লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। কিন্তু তিন বছর পেরিয়ে গেলেও প্রতিবন্ধিতা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন হয়নি। ফলে জাতীয় উন্নয়নে প্রতিবন্ধীদের অংশগ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে। 

আজ রোববার ৩১ তম আন্তর্জাতিক ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত সভায় এ সব কথা বলেন বক্তারা। ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমুখী পদক্ষেপ: প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা’-শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়। ডিজঅ্যাবিলিটি অ্যালায়েন্স অন এসডিজিস বাংলাদেশ ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এ সভার আয়োজন করে। সভায় বক্তারা প্রতিবন্ধিতা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান। 

ডিজঅ্যাবিলিটি অ্যালায়েন্স অন এসডিজিস বাংলাদেশে ২৭টি দেশীয় ও আন্তর্জাতিক সংগঠনের নেটওয়ার্ক। যারা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় কাজ করছে। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনডিপির কর্মকর্তা আমিনুল আরিফিন এবং সাইটসেভার্স বাংলাদেশের কর্মকর্তা অয়ন দেবনাথ। 

তাঁরা জানান, বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা কর্মপরিধি ক্রমবর্ধমান বৃদ্ধি করেছে। কিন্তু এখনো প্রতিবন্ধী ব্যক্তিদের অনেক সমস্যা রয়ে গেছে। করোনাকালেও প্রতিবন্ধী ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই একটি অন্তর্ভুক্তিমূলক, প্রবেশগম্য ও টেকসই কোভিড-১৯ পরবর্তী সমতার বাংলাদেশ গড়ে তুলতে হলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন এবং প্রতিবন্ধিতা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন প্রয়োজন। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ। তিনি বলেন, বাংলাদেশ সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান সরকারই প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা আইন-২০১৩ এবং প্রতিবন্ধিতা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। এ ছাড়াও ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রতিবন্ধিতার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। 

ডিজঅ্যাবিলিটি অ্যালায়েন্স অন এসডিজিস বাংলাদেশ এর আহ্বায়ক ও সাইটসেভার্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও বলেন, ’ গ্লোবাল ডিজঅ্যাবিলিটি সামিট ২০২২-এ বাংলাদেশ সরকার ১১টি প্রতিশ্রুতি করেছে, যা একটি ইতিবাচক অগ্রগতি। প্রতিবন্ধিতা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনার বাস্তবায়ন নিশ্চিত করা এর মধ্যে অন্যতম প্রতিশ্রুতি। এই লক্ষ্যে সরকারের সঙ্গে উন্নয়ন সহযোগীদের একযোগে কাজ করা প্রয়োজন। 

সভায় ইউনিসেফ, আইএলও, এবং ইউএনওমেন-এর প্রতিনিধিরা লিঙ্গ, অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান, প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ে কথা বলেন। তারা প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থসামাজিক অবস্থান, অধিকার এবং তাদের সমস্যার বিভিন্ন দিক আলোচনা ও বিশ্লেষণ করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত