Ajker Patrika

অর্থ পাচার মামলায় কারাগারে থাকা সামচুল আলম চেয়ারম্যান নির্বাচিত

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ০৯ মে ২০২৪, ১০: ৩৪
অর্থ পাচার মামলায় কারাগারে থাকা সামচুল আলম চেয়ারম্যান নির্বাচিত

ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থ পাচার মামলার আসামি। তিনি কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী। নবনির্বাচিত এই চেয়ারম্যান বর্তমানে এই মামলায় কারাগারে রয়েছেন। 

তিনি আনারস প্রতীকে মোট ভোট পেয়েছেন ৩২ হাজার ৩১৮টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল হাসান মিঠু টেলিফোন প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৩৩ ভোট। 

গতকাল বুধবার রাত ১২টার দিকে বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা তারেক আহমেদ। 

নির্বাচনের আগের দিন মঙ্গলবার ২ হাজার কোটি টাকা পাচার মামলায় তাঁকে কারাগারে পাঠান ঢাকা মহানগর দায়রা জজ আদালত। ওই দিন তিনি আস সামছ জগলুল হোসেনের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। 

অন্যদিকে এই উপজেলায় ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইমান আলী মোল্লা। তিনি চশমা প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ২৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুজ্জামান মনির উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৪০৯ ভোট। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে মাসুদা বেগম ৫৩ হাজার ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম একমাত্র প্রার্থী পেয়েছেন ৫০ হাজার ৫৯৪ ভোট। 

জেলা রিটার্নিং কর্মকর্তা তারেক আহমেদ জানান, এ উপজেলায় ৪ লক্ষাধিক ভোটের মধ্যে ২৬ দশমিক ৭৪ শতাংশ ভোট প্রয়োগ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত