নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে শেখ রাসেল পার্কে হামলায় দায়ের করা মামলার ঘটনায় হেফাজত নেতা মাওলানা আব্দুল আউয়ালের বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। আজ রোববার নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১০ ফেব্রুয়ারিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্মিত শেখ রাসেল পার্কে এসএসসি ৯৫ ব্যাচের পুনর্মিলনী, খেলার মাঠে সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসের বার্ষিক ক্রীড়া এবং নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের বর্ষবরণ অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল।
ওই সময় পার্কে গান বাজানোর অভিযোগে ডিআইটি রেলওয়ে জামে মসজিদ থেকে ১০০-১৫০ জন যুবক সংঘবদ্ধ হয়ে বেআইনিভাবে পার্কের অভ্যন্তরে ঢুকে হামলা ও ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। ঘটনার পরদিন বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়। ঘটনার পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন একটি তদন্ত কমিটি গঠন করে।
এ ঘটনায় ২০ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সদর মডেল থানায় বিস্তারিত উল্লেখ্য করে একটি অভিযোগ দায়ের করে। থানায় অভিযোগের পরেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ৩ এপ্রিল নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি ১ নম্বর আদালতে সিআর মামলা নম্বর-৬২ / ২০২৪ দায়ের করা হয়।
মামলার পর ১৯ এপ্রিল ডিআইটি মসজিদে ওলামা পরিষদের ব্যানারে মাওলানা আব্দুল আউয়াল সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও তাঁর পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে অশালীন বক্তব্য ও হুমকি প্রদান করেন।
এতে আরও বলা হয়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন বাংলাদেশ সরকারের একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের কোনো স্থাবর–অস্থাবর সম্পত্তির ক্ষয়ক্ষতি হলে আইনের আশ্রয় নেওয়া একান্ত বাঞ্ছনীয় ও আবশ্যক। বিচারাধীন বিষয়ে হুমকি প্রদান করে বক্তব্য দেওয়া বেআইনি। তথাপি ওলামা পরিষদের ব্যানারে সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলাম, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে নির্মিত পার্কটিকে মিনি পতিতালয় হিসেবে উল্লেখ করেছেন। তিনি নির্বাচিত মেয়রকে উচ্ছেদ ও হত্যার হুমকিসহ অশালীন–মানহানিকর বক্তব্য প্রদান করেছেন। নাসিক কর্তৃপক্ষ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
নারায়ণগঞ্জে শেখ রাসেল পার্কে হামলায় দায়ের করা মামলার ঘটনায় হেফাজত নেতা মাওলানা আব্দুল আউয়ালের বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। আজ রোববার নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১০ ফেব্রুয়ারিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্মিত শেখ রাসেল পার্কে এসএসসি ৯৫ ব্যাচের পুনর্মিলনী, খেলার মাঠে সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসের বার্ষিক ক্রীড়া এবং নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের বর্ষবরণ অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল।
ওই সময় পার্কে গান বাজানোর অভিযোগে ডিআইটি রেলওয়ে জামে মসজিদ থেকে ১০০-১৫০ জন যুবক সংঘবদ্ধ হয়ে বেআইনিভাবে পার্কের অভ্যন্তরে ঢুকে হামলা ও ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। ঘটনার পরদিন বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়। ঘটনার পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন একটি তদন্ত কমিটি গঠন করে।
এ ঘটনায় ২০ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সদর মডেল থানায় বিস্তারিত উল্লেখ্য করে একটি অভিযোগ দায়ের করে। থানায় অভিযোগের পরেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ৩ এপ্রিল নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি ১ নম্বর আদালতে সিআর মামলা নম্বর-৬২ / ২০২৪ দায়ের করা হয়।
মামলার পর ১৯ এপ্রিল ডিআইটি মসজিদে ওলামা পরিষদের ব্যানারে মাওলানা আব্দুল আউয়াল সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও তাঁর পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে অশালীন বক্তব্য ও হুমকি প্রদান করেন।
এতে আরও বলা হয়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন বাংলাদেশ সরকারের একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের কোনো স্থাবর–অস্থাবর সম্পত্তির ক্ষয়ক্ষতি হলে আইনের আশ্রয় নেওয়া একান্ত বাঞ্ছনীয় ও আবশ্যক। বিচারাধীন বিষয়ে হুমকি প্রদান করে বক্তব্য দেওয়া বেআইনি। তথাপি ওলামা পরিষদের ব্যানারে সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলাম, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে নির্মিত পার্কটিকে মিনি পতিতালয় হিসেবে উল্লেখ করেছেন। তিনি নির্বাচিত মেয়রকে উচ্ছেদ ও হত্যার হুমকিসহ অশালীন–মানহানিকর বক্তব্য প্রদান করেছেন। নাসিক কর্তৃপক্ষ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
২৩ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
২৫ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৩২ মিনিট আগেচিরকুটে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
৩৭ মিনিট আগে