অনলাইন ডেস্ক
সারা দেশে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করেছে পুলিশ। তাঁরা সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করছে প্রথমে পুলিশের বাধার মুখে পড়ে। পরে তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে এবং কয়েকজন শিক্ষককে আটকের পর ছেড়ে দেওয়া হয়।
পূর্বঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন শিক্ষক-কর্মচারীরা। সেখান থেকে ১টার দিকে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করলে শিক্ষাভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েন।
জানা যায়, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন শিক্ষক-কর্মচারীরা। সেখান থেকে দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু করেন। শিক্ষা ভবনের সামনে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এ সময় শিক্ষক ও কর্মচারীরা বাঁধে উপেক্ষা করে সচিবালয়ের দিকে যেতে চাইলে পুলিশ তাদের লাঠিপেটা করে। পুলিশের তোপের মুখে শিক্ষকেরা ছত্রভঙ্গ হয়ে যান।
এই বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা ও নিরাপত্তার কথা বিবেচনা করে তাদেরকে শিক্ষা ভবনের সামনে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছি। তাদেরকে সড়ক ছেড়ে দেওয়ার জন্য বলেছি। কিন্তু তারা সড়ক না ছাড়ায় তাদের ২-১ জনকে আটক করায় তারা দেড়টার দিকে সড়ক ছেড়ে দেয়। পরে আটককৃতদেরও ছেড়ে দিয়েছি।’
গত ১২ ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে শিক্ষকেরা অংশ নেয়। টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা। গত ২০ ফেব্রুয়ারি আন্দোলনরত শিক্ষকদের শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রায় বাধা দেয় পুলিশ। এরপর আট সদস্যের প্রতিনিধি দল আলোচনা জন্য সচিবালয়ে যায়। পরে তারা ঘোষণা দেন শুক্র ও শনিবার (২১ ও ২২ ফেব্রুয়ারি) প্রতীকী অনশনে বসবেন আর রোববার (২৩ ফেব্রুয়ারি) ফের সচিবালয় অভিমুখে পদযাত্রা করা হবে। সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এসব কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।
শিক্ষকেরা বলেন, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে দাবি পূরণের কোনো আশ্বাস পাওয়া যাচ্ছে না। তাই সরকারের কাছে দাবি বাস্তবায়নের জন্য প্রজ্ঞাপন জারির আহ্বান জানান তারা। পুলিশের বাধায় দাবি না আদায় হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না তাঁরা।
সারা দেশে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করেছে পুলিশ। তাঁরা সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করছে প্রথমে পুলিশের বাধার মুখে পড়ে। পরে তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে এবং কয়েকজন শিক্ষককে আটকের পর ছেড়ে দেওয়া হয়।
পূর্বঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন শিক্ষক-কর্মচারীরা। সেখান থেকে ১টার দিকে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করলে শিক্ষাভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েন।
জানা যায়, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন শিক্ষক-কর্মচারীরা। সেখান থেকে দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু করেন। শিক্ষা ভবনের সামনে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এ সময় শিক্ষক ও কর্মচারীরা বাঁধে উপেক্ষা করে সচিবালয়ের দিকে যেতে চাইলে পুলিশ তাদের লাঠিপেটা করে। পুলিশের তোপের মুখে শিক্ষকেরা ছত্রভঙ্গ হয়ে যান।
এই বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা ও নিরাপত্তার কথা বিবেচনা করে তাদেরকে শিক্ষা ভবনের সামনে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছি। তাদেরকে সড়ক ছেড়ে দেওয়ার জন্য বলেছি। কিন্তু তারা সড়ক না ছাড়ায় তাদের ২-১ জনকে আটক করায় তারা দেড়টার দিকে সড়ক ছেড়ে দেয়। পরে আটককৃতদেরও ছেড়ে দিয়েছি।’
গত ১২ ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে শিক্ষকেরা অংশ নেয়। টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা। গত ২০ ফেব্রুয়ারি আন্দোলনরত শিক্ষকদের শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রায় বাধা দেয় পুলিশ। এরপর আট সদস্যের প্রতিনিধি দল আলোচনা জন্য সচিবালয়ে যায়। পরে তারা ঘোষণা দেন শুক্র ও শনিবার (২১ ও ২২ ফেব্রুয়ারি) প্রতীকী অনশনে বসবেন আর রোববার (২৩ ফেব্রুয়ারি) ফের সচিবালয় অভিমুখে পদযাত্রা করা হবে। সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এসব কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।
শিক্ষকেরা বলেন, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে দাবি পূরণের কোনো আশ্বাস পাওয়া যাচ্ছে না। তাই সরকারের কাছে দাবি বাস্তবায়নের জন্য প্রজ্ঞাপন জারির আহ্বান জানান তারা। পুলিশের বাধায় দাবি না আদায় হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না তাঁরা।
তারেক রহমান ও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত একটি মহল। মিটফোর্ড হাসপাতালের মতো ঘটনাতেও বিএনপিকে জড়াতে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। কিন্তু জনগণ এসব ষড়যন্ত্র ও অপচেষ্টা সম্পর্কে সচেতন। জামায়াত ও এনসিপির সঙ্গে গোপন আঁতাতও এখন আর গোপন নেই।
১৬ মিনিট আগেসিলেটের সীমান্ত এলাকা দিয়ে ৫৫ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে পুশ ইনের পর তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২৫ মিনিট আগেবগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহর থেকে ইমন কুমার প্রামাণিক (২৭) নামের এক যুবককে অপহরণ করার এক দিন পর অচেতন অবস্থায় রাজশাহীর ঘোড়ামারা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ইমনকে রাজশাহী থেকে বাড়িতে নিয়ে এসেছে তাঁর পরিবার। এর আগে গত রোববার রাতে অপহরণকারীরা তাঁকে নওগাঁ শহর...
২৯ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ককটেলটি ফুটপাতের পাশে অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। আজ বুধবার (১৬ জুলাই) রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয় রূপায়ন টাওয়ারের সামনে ককটেলটি পড়ে থাকতে দেখা যায়।
৩২ মিনিট আগে