নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জলাবদ্ধতা নিরসনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে। এ বছর সেই কাজের সুফল না পেলেও আগামী বছরগুলোয় নগরবাসী তা পাবে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। আজ বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডে টিকাটুলি পার্ক উদ্বোধন শেষে তিনি এমন দাবি করেন।
মেয়র তাপস বলেন, ভারী বৃষ্টি হলে তিন ঘণ্টা এবং স্বাভাবিক বৃষ্টি হলে এক ঘণ্টার মধ্যে জলজট নিরসনের লক্ষ্যে কাজ করা হচ্ছে। অবকাঠামো উন্নয়নের যে কাজগুলো হাতে নেওয়া হয়েছে তা শেষ হলেই নগরবাসী সম্পূর্ণ জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্তি পাবে।
মতিঝিল এলাকার জলাবদ্ধতা প্রশ্নে মেয়র বলেন, এই এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য যে প্রকল্প নেওয়া হয়েছিল, সে কাজটি ঠিকাদার সময়মতো শেষ করেনি। আমি দায়িত্ব পাওয়ার পরই কাজ সময়মতো শেষ না করায় ঠিকাদারকে বাদ দেওয়া হয়েছে এবং নতুন করে দরপত্র আহ্বান করে কাজ শেষ করা হয়েছে। এ ছাড়া ফকিরাপুলের টয়েনবি সার্কুলার রোডে জলাবদ্ধতা নিরসনেও কাজ চলছে। এগুলো শেষ হলে জলাবদ্ধতা থাকবে না বলে জানান তিনি।
লকডাউনে সরকারি বিধিনিষেধ মানাতে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত থাকবেন। এ ছাড়া প্রজ্ঞাপন হাতে পেলে পরবর্তী করণীয় সিটি করপোরেশন নির্ধারণ করবে বলে জানান মেয়র।
মেয়র বলেন, টিকাটুলির এই মাঠে খেলার কোনো পরিবেশ ছিল না। এখন খেলার পরিবেশ তৈরি হয়েছে। আজ থেকে মাঠটি উন্মুক্ত করা হলো। এখন থেকে ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারবে। এভাবে নির্বাচনী ইশতেহার পূরণে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে তাপস বলেন, ‘আমাদের সন্তানদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ তৈরি করতে চাই।’
এর আগে মেয়র ডিএসসিসির ১৩ নম্বর ওয়ার্ডে বর্জ্য স্থানান্তর কেন্দ্র এবং পরে ফকিরাপুলে জলাবদ্ধতা নিরসনের কাজ পরিদর্শন ও আজিমপুরের ২৩ নম্বর ওয়ার্ডে শিশুপার্কের উদ্বোধন করেন।
জলাবদ্ধতা নিরসনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে। এ বছর সেই কাজের সুফল না পেলেও আগামী বছরগুলোয় নগরবাসী তা পাবে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। আজ বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডে টিকাটুলি পার্ক উদ্বোধন শেষে তিনি এমন দাবি করেন।
মেয়র তাপস বলেন, ভারী বৃষ্টি হলে তিন ঘণ্টা এবং স্বাভাবিক বৃষ্টি হলে এক ঘণ্টার মধ্যে জলজট নিরসনের লক্ষ্যে কাজ করা হচ্ছে। অবকাঠামো উন্নয়নের যে কাজগুলো হাতে নেওয়া হয়েছে তা শেষ হলেই নগরবাসী সম্পূর্ণ জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্তি পাবে।
মতিঝিল এলাকার জলাবদ্ধতা প্রশ্নে মেয়র বলেন, এই এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য যে প্রকল্প নেওয়া হয়েছিল, সে কাজটি ঠিকাদার সময়মতো শেষ করেনি। আমি দায়িত্ব পাওয়ার পরই কাজ সময়মতো শেষ না করায় ঠিকাদারকে বাদ দেওয়া হয়েছে এবং নতুন করে দরপত্র আহ্বান করে কাজ শেষ করা হয়েছে। এ ছাড়া ফকিরাপুলের টয়েনবি সার্কুলার রোডে জলাবদ্ধতা নিরসনেও কাজ চলছে। এগুলো শেষ হলে জলাবদ্ধতা থাকবে না বলে জানান তিনি।
লকডাউনে সরকারি বিধিনিষেধ মানাতে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত থাকবেন। এ ছাড়া প্রজ্ঞাপন হাতে পেলে পরবর্তী করণীয় সিটি করপোরেশন নির্ধারণ করবে বলে জানান মেয়র।
মেয়র বলেন, টিকাটুলির এই মাঠে খেলার কোনো পরিবেশ ছিল না। এখন খেলার পরিবেশ তৈরি হয়েছে। আজ থেকে মাঠটি উন্মুক্ত করা হলো। এখন থেকে ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারবে। এভাবে নির্বাচনী ইশতেহার পূরণে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে তাপস বলেন, ‘আমাদের সন্তানদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ তৈরি করতে চাই।’
এর আগে মেয়র ডিএসসিসির ১৩ নম্বর ওয়ার্ডে বর্জ্য স্থানান্তর কেন্দ্র এবং পরে ফকিরাপুলে জলাবদ্ধতা নিরসনের কাজ পরিদর্শন ও আজিমপুরের ২৩ নম্বর ওয়ার্ডে শিশুপার্কের উদ্বোধন করেন।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৫ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৫ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
৫ ঘণ্টা আগে