Ajker Patrika

বেড়াতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় ২ বন্ধুর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ২৫ জুন ২০২৩, ১৭: ০৮
বেড়াতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় ২ বন্ধুর মৃত্যু

ঈদের ছুটিতে বেড়াতে বের হয়ে টাঙ্গাইলের ধনবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার বাজিতপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন উপজেলার পাচনখালী গ্রামের মিজানুর রহমানের ছেলে রিফাত হোসেন ও মৃত আয়নাল হকের ছেলে অন্তর আলী। 

স্থানীয় বীরতারা ইউনিয়ন পরিষদের সদস্য সাব্বির হোসাইন সবুজ জানান, রিফাত (১৪) ঢাকার মগবাজারে একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে ঈদের ছুটিতে বাড়িতে এসেছে। 

অন্তর (১৬) বীরতারা ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে চলতি বছর দাখিল পরীক্ষা দিয়েছে। রিফাত সকালে তার বাবা মিজানুর রহমানের মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু বেড়াতে বের হন। বাজিতপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সজোরে মেহগনিগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত রিফাত ও অন্তরের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত