Ajker Patrika

তাড়া খেয়ে অটোরিকশা উল্টে ভাঙল ফোন, ক্ষিপ্ত নারী কনস্টেবলকে মেরে গেলেন কারাগারে

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৬ মার্চ ২০২৩, ২২: ১৫
তাড়া খেয়ে অটোরিকশা উল্টে ভাঙল ফোন, ক্ষিপ্ত নারী কনস্টেবলকে মেরে গেলেন কারাগারে

মহাসড়কে উল্টো পথে যাওয়ার সময় পুলিশের তাড়া খেয়ে উল্টে যায় অটোরিকশা। এতে অটোরিকশায় থাকা এক নারী যাত্রীর ব্যবহৃত মোবাইল ভেঙে যায়। এতে ক্ষিপ্ত হয়ে ট্রাফিক পুলিশের কনস্টেবলের ওপর হামলা চালান ওই নারী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

গতকাল দুপুরের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ১০ তলা (কুয়েত প্লাজা) ভবনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনায় গ্রেপ্তার ওই নারীকে আজ সোমবার কারাগারে পাঠিয়েছে আদালত।

মোছা. নিলুফা বেগম (৩৪) ওই নারী কিশোরগঞ্জের অষ্টগ্রামের কোলিনপুর এলাকার মো. মাসুদের স্ত্রী। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সালমা টাওয়ারে বসবাস করতেন। 

মামলা এজাহারে বলা হয়, গতকাল রোববার দুপুর ২টায় ঘটনাস্থলে কর্তব্যরত ছিলেন কনস্টেবল সুলতান আহমেদ। সাইনবোর্ড এলাকা থেকে চিটাগাং রোডগামী উল্টো পথে আসা একটি অটোরিকশা আসতে দেখে সুলতান থামতে সিগনাল দেন। কিন্তু চালক দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে অটোরিকশা উল্টে যায়। তখন যাত্রী নিলুফার মোবাইল ফোনটি ভেঙে যায়।

পরে ওই নারী মোবাইল ফোনের ক্ষতিপূরণ হিসেবে কনস্টেবল সুলতানের ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং তাঁর শার্টের কলার ধরে টানাহেঁচড়া করেন। আশপাশের কয়েকজন লোকও ওই নারীর সঙ্গে যোগ দিয়ে সুলতানকে মারধর করতে থাকেন এবং এক পর্যায়ে তাঁরা সুলতানের ফোন ছিনিয়ে নেন। এতে সুলতানের পোশাক ছিঁড়ে যায়। পরে স্থানীয় ব্যবসায়ীরা ওই কনস্টেবলকে রক্ষা করেন। ওই নারীকে পুলিশ আটক করে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উল্টো পথে আসা অটোরিকশাকে পুলিশ থামতে বললে চালক না থামিয়ে টান দেয়। তখন ওই কনস্টেবল হাতের লাঠি দিয়ে চালককে আঘাত করলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তখন ওই নারী পড়ে যান।

এঘটনায় শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের এএসআই দ্বীলিপ কুমার বাদী হয়ে গতকাল ওই নারীসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সিদ্ধিরগঞ্জ থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তাফা বলেন, ‘ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করেছে ট্রাফিক পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃত নারী নিলুফাকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাঁকে কারাগারে পাঠান।’

আহত কনস্টেবল সুলতান নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে শিমরাইল ট্রাফিক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) শরফুদ্দিন জানান। তিনি বলেন, `ওই নারীসহ আশপাশের কিছু লোক সুলতানের ওপর হামলা করে। এ সময় ওই নারী সুলতানের মোবাইল নিয়ে চলে যাওয়ার সময় মার্কেটের লোকজন নারীকে বাধা দেয়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত