জবি সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হলের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরা বিক্ষোভ শুরু করেন। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় শিক্ষার্থীদের হল ত্যাগের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই হলের নিচে নেমে আসেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আজ বুধবার জবি উপাচার্যের কনফারেন্স রুমে এক জরুরি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়, বিকেল ৪টার মধ্যে হল ত্যাগ করতে হবে শিক্ষার্থীদের। এই সিদ্ধান্তের পরই হলের সামনে থালা, বাসন, চামচ নিয়ে বিক্ষোভ করতে দেখা যায় শিক্ষার্থীদের।
এ সময় ছাত্রীরা ‘প্রশাসনের সিদ্ধান্ত, মানি না মানব না’, ‘মানি না মানব না, হল কারও বাপের না’, ‘হল আমাদের ঠিকানা, হল আমরা ছাড়ব না’সহ নানা স্লোগান দিতে থাকেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, আমরা প্রশাসনের এমন সিদ্ধান্ত মানি না। আমাদের হল ছাড়তে একপ্রকার বাধ্য করা হচ্ছে।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের হলের প্রভোস্ট দীপিকা রাণী সরকার আজকের পত্রিকাকে বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এই মুহূর্তে কথা বলতে পারছি না। মেয়েরা নিচে নেমে আসছে। তাঁরা হল ত্যাগ করতে চাইছে না। বিষয়টি দেখছি।’
এর আগে হল ছাড়ার নির্দেশের বিষয়টি নিশ্চিত করে জবি উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘আজ বিকেল ৪টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।’ তিনি জানান, তবে এই সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হলের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরা বিক্ষোভ শুরু করেন। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় শিক্ষার্থীদের হল ত্যাগের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই হলের নিচে নেমে আসেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আজ বুধবার জবি উপাচার্যের কনফারেন্স রুমে এক জরুরি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়, বিকেল ৪টার মধ্যে হল ত্যাগ করতে হবে শিক্ষার্থীদের। এই সিদ্ধান্তের পরই হলের সামনে থালা, বাসন, চামচ নিয়ে বিক্ষোভ করতে দেখা যায় শিক্ষার্থীদের।
এ সময় ছাত্রীরা ‘প্রশাসনের সিদ্ধান্ত, মানি না মানব না’, ‘মানি না মানব না, হল কারও বাপের না’, ‘হল আমাদের ঠিকানা, হল আমরা ছাড়ব না’সহ নানা স্লোগান দিতে থাকেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, আমরা প্রশাসনের এমন সিদ্ধান্ত মানি না। আমাদের হল ছাড়তে একপ্রকার বাধ্য করা হচ্ছে।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের হলের প্রভোস্ট দীপিকা রাণী সরকার আজকের পত্রিকাকে বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এই মুহূর্তে কথা বলতে পারছি না। মেয়েরা নিচে নেমে আসছে। তাঁরা হল ত্যাগ করতে চাইছে না। বিষয়টি দেখছি।’
এর আগে হল ছাড়ার নির্দেশের বিষয়টি নিশ্চিত করে জবি উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘আজ বিকেল ৪টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।’ তিনি জানান, তবে এই সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলবে।
মাদারীপুরে পৃথক স্থান থেকে এক দিনে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) মাদারীপুরের রাজৈর উপজেলার নয়ানগর মাছকান্দি ও সদর উপজেলার ঝিকরহাটি এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
৬ মিনিট আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় আজ সকাল পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে ৩২ জন ভর্তি ছিলেন। তাঁদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দুপুরে তাঁদের ছাড়পত্র দেওয়া হয়। তাঁরা পরে চিকিৎসার জন্য আবারও হাসপাতালে আসবেন। গতকাল বুধবার পর্যন্ত দুজন আইসিইউতে ছিলেন। তাঁদের মধ্যে একজনের
১৭ মিনিট আগেবিজিবি সূত্রে জানা গেছে, সদর উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের বাঙ্গালপাড়া সীমান্ত এলাকা দিয়ে বিএসএফ ১০ জনকে পুশ ইন করে। অপর দিকে একই রাতে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের সীমান্ত এলাকা দিয়ে আরও ৭ জনকে পুশ ইন করা হয়। পরে বিজিবির ঘাগড়া ও ভজনপুর বিওপির টহল দল পৃথক অভিযানে ১৭ জনকেই আটক করে।
১৯ মিনিট আগেফরিদপুরে শওকত মোল্যা (২০) নামের এক চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) ছিনতাইয়ের ঘটনায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড ও একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
২৬ মিনিট আগে