Ajker Patrika

হল ছাড়তে চান না জবি ছাত্রীরা, করছেন বিক্ষোভ

জবি সংবাদদাতা 
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৩: ১২
হল ছাড়তে চান না জবি ছাত্রীরা, করছেন বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হলের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরা বিক্ষোভ শুরু করেন। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় শিক্ষার্থীদের হল ত্যাগের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই হলের নিচে নেমে আসেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। 

আজ বুধবার জবি উপাচার্যের কনফারেন্স রুমে এক জরুরি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়, বিকেল ৪টার মধ্যে হল ত্যাগ করতে হবে শিক্ষার্থীদের। এই সিদ্ধান্তের পরই হলের সামনে থালা, বাসন, চামচ নিয়ে বিক্ষোভ করতে দেখা যায় শিক্ষার্থীদের। 

এ সময় ছাত্রীরা ‘প্রশাসনের সিদ্ধান্ত, মানি না মানব না’, ‘মানি না মানব না, হল কারও বাপের না’, ‘হল আমাদের ঠিকানা, হল আমরা ছাড়ব না’সহ নানা স্লোগান দিতে থাকেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, আমরা প্রশাসনের এমন সিদ্ধান্ত মানি না। আমাদের হল ছাড়তে একপ্রকার বাধ্য করা হচ্ছে। 

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের হলের প্রভোস্ট দীপিকা রাণী সরকার আজকের পত্রিকাকে বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এই মুহূর্তে কথা বলতে পারছি না। মেয়েরা নিচে নেমে আসছে। তাঁরা হল ত্যাগ করতে চাইছে না। বিষয়টি দেখছি।’ 

এর আগে হল ছাড়ার নির্দেশের বিষয়টি নিশ্চিত করে জবি উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘আজ বিকেল ৪টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।’ তিনি জানান, তবে এই সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত