Ajker Patrika

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৫ কেজি সোনাসহ দুই চীনা নাগরিক আটক

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৩ মে ২০২৪, ১৭: ৪৯
শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৫ কেজি সোনাসহ দুই চীনা নাগরিক আটক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি চার্জার লাইট থেকে পাঁচ কেজি সোনাসহ দুই চায়নিজ নাগরিককে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। আটক দুজন চীনের নাগরিক হলেন লিউ ঝংগ্লিয়াং ও চেন জেং। আটক করা ৪৬ পিস স্বর্ণের বারের মূল্য ৫ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকা। 

দুবাই থেকে ফ্লাই দুবাই এয়ারলাইনসের এফজেড ৫০১ ফ্লাইটে আজ বৃহস্পতিবার সকাল ৬টা ৫০ মিনিটে তাঁরা ঢাকায় নামেন। পরে ওই দুই যাত্রীকে বিমান থেকে আটক করা হয়। 

এ বিষয়ে বিমানবন্দরে কর্মরত শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক সাবরিনা আমিন বলেন, ‘ফ্লাই দুবাই এয়ারলাইনসের বিমানটি ৭ নম্বর বোর্ডিং ব্রিজে যুক্তের পরপরই গোপন তথ্যের ভিত্তিতে বিমানে তল্লাশি করা হয়। পরে বিমানের ১৪ এফ এবং ১৩ এফ সিটের দুই যাত্রী লিউ ঝংগ্লিয়াং ও চেন জেংকে আটক করা হয়। সেই সঙ্গে তাদের ব্যাগে থাকা তিনটি চার্জার লাইট জব্দ করা হয়।’ 

সাবরিনা বলেন, ‘জব্দকৃত চার্জার লাইট তিনটি বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হয়। পরে তিনটি চার্জার লাইট থেকে ৪৬ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৫ কেজি ৩৩৬ গ্রাম। বাজারমূল্য আনুমানিক ৫ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকা।’ 

 সাবরিনা আরও বলেন, ‘স্বর্ণ জব্দের ঘটনায় দুই চায়নিজ নাগরিককে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা স্বর্ণগুলো চোরাচালের চেষ্টা করছিলে। জব্দকৃত এসব সোনার বারগুলো শুল্ক গুদামে জমা করা হবে। সেই সঙ্গে দুই চায়নিজের বিরুদ্ধে বিমানবন্দর থানায় স্বর্ণ চোরাচালানের অভিযোগে মামলা করা হয়েছে।’ 

অপর দিকে শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা ইসমে শোয়েব রাব্বি আজকের পত্রিকাকে বলেন,  ‘বিমান ল্যান্ড করার পর গোপন তথ্যের ভিত্তিতে ফ্লাই দুবাই বিমান থেকেই সন্দেহভাজন দুই চায়নিজ নাগরিককে সকাল ৭টার দিয়ে আটক করা হয়। পরে ইমিগ্রেশন শেষ করানোর পর সকাল সাড়ে ১০টার দিকে এসব স্বর্ণ জব্দ করা হয়।’ 

রাব্বি বলেন, ‘আটক দুই চায়নিজ বাংলা-ইংরেজি কোনোটাই বোঝে না। যার কারণে আমরা তাদের সঙ্গে ঠিকমতো কথাই বলতে পারিনি। একজন যাত্রী মাঝেমাধ্যেই বাংলাদেশে আসতেন। আরেকজন এই প্রথম এসেছেন। তাদের পাসপোর্টগুলো চীনের হুয়াং জু থেকে ইস্যু হয়েছে। তারা হুগাই প্রদেশের বাসিন্দা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত