Ajker Patrika

চলতি বছর ডেঙ্গু রোগী ১৩ হাজার ছাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ২০: ১১
চলতি বছর ডেঙ্গু রোগী ১৩ হাজার ছাড়ল

ডেঙ্গুর চোখ রাঙানি এখনো কমছে না। গত ২৪ ঘণ্টায়ও তিন শতাধিক রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ১৩ হাজার ৭ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৭০৮ জন। এ সময় মৃত্যু হয়েছে মোট ৫৪ জনের। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি আছে ১ হাজার ২৪৫ জন। ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৭৫ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছে ১৭০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩১৭ জন। এদের মধ্যে ঢাকায় ২৫৯ জন এবং বাইরে ৫৮ জন। আগের দিন শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ২৫৬ জন। এদের মধ্যে ঢাকায় ২১২ জন এবং বাইরে ৪৪ জন। এ সময়ে একজনের মৃত্যু হয়েছে। দুই দিন আগে সর্বোচ্চ ৩৪৩ জন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিলেন।

গত জুলাই মাসের ৩১ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগী ভর্তি হয়েছিলেন ২ হাজার ২৮৬ জন এবং মৃত্যু হয়েছিল ১২ জনের। আগস্টে ভর্তি হন ৭ হাজার ৬৯৮ জন এবং মৃত্যু হয় ৩৪ জনের। আর চলতি সেপ্টেম্বরের ৯ দিনেই রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ২ হাজার ৬৫১ জন। মারা গেছে আটজন। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ৪৪ জন, ঢাকা শিশু হাসপাতালের ১১ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৭ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৮ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দুজন, বিজিবি হাসপাতালে তিনজন ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দুই জনসহ মোট ১০০ জন সরকারি ও স্বায়ত্তশাসিত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন। অন্যরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে ৬টি ডেডিকেটেড হাসপাতাল তৈরি করা হলেও তাঁদের চারটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। কীটতত্ত্ব ব্যক্তিরা জানিয়েছেন, চলতি মাসের ১৫ দিন পর্যন্ত ডেঙ্গুর প্রাদুর্ভাব কমার কোন সম্ভাবনা নেই এ সময়ে মশক নিধন কার্যক্রম এবং এডিস মশার লার্ভা নিধনে কার্যক্রমকে জোরদার করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত