নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার গণিত শিক্ষক মুরাদ হোসেন সরকারকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকী-আল-ফারাবী রিমান্ডে নেওয়ার এই আদেশ দেন।
আদালতের নারী ও শিশু প্রসিকিউশন দপ্তরের লালবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই তাহামিনা বেগম বিষয়টি নিশ্চিত করেন।
বিকেলে আসামি মুরাদকে আদালতে হাজির করে লালবাগ থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানা-পুলিশের এসআই ফাইয়াজ হোসেন আসামিকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর কলাবাগানের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সন্ধ্যায় এক ছাত্রীর মা রাজধানীর লালবাগ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মুরাদ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, বাদীর মেয়ে ভিকারুননিসা নূন স্কুলের আজিমপুর শাখার অষ্টম শ্রেণির ছাত্রী। সপ্তম শ্রেণিতে পড়ার সময় বাদীর মেয়েকে পিলখানা রোডের একটি বাসায় শিক্ষক মুরাদ হোসেনের ব্যক্তিগত কোচিং সেন্টারে ভর্তি করা হয়। কোচিংয়ে পড়ানোর সময় মুরাদ হোসেন ছাত্রীদের কুরুচিপূর্ণ প্রাপ্তবয়স্কদের কৌতুক শোনাতেন। কোচিংয়ে পড়ানো শেষ হলে বাদীর মেয়েকে প্রায়ই কোচিং সেন্টারে রেখে দিতেন ওই শিক্ষক। এভাবে প্রায়ই বাদীর মেয়েকে ও তার আরও কয়েকজন সহপাঠীকে বিভিন্ন দিনে যৌন হয়রানি করেছেন ওই শিক্ষক।
রিমান্ড আবেদনে বলা হয়, এসব ঘটনা প্রকাশের পর ২৫ ফেব্রুয়ারি শিক্ষক মুরাদ হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে অভিভাবকেরা জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করেন। একাধিক শিক্ষার্থীর সঙ্গে শালীনতাবিরোধী আচরণ করার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে শিক্ষক মুরাদ হোসেন একেক সময় একেক কথা বলেন। ওই শিক্ষকের নাম-ঠিকানাও যাচাই করা সম্ভব হয়নি। বিষয়গুলো যাচাই করতে তাঁকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
এই মামলার ভিকটিম যৌন হয়রানির বর্ণনা দিয়ে আদালতে জবানবন্দি দিয়েছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় দেওয়া জবানবন্দি লিপিবদ্ধ করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমি।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার গণিত শিক্ষক মুরাদ হোসেন সরকারকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকী-আল-ফারাবী রিমান্ডে নেওয়ার এই আদেশ দেন।
আদালতের নারী ও শিশু প্রসিকিউশন দপ্তরের লালবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই তাহামিনা বেগম বিষয়টি নিশ্চিত করেন।
বিকেলে আসামি মুরাদকে আদালতে হাজির করে লালবাগ থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানা-পুলিশের এসআই ফাইয়াজ হোসেন আসামিকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর কলাবাগানের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সন্ধ্যায় এক ছাত্রীর মা রাজধানীর লালবাগ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মুরাদ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, বাদীর মেয়ে ভিকারুননিসা নূন স্কুলের আজিমপুর শাখার অষ্টম শ্রেণির ছাত্রী। সপ্তম শ্রেণিতে পড়ার সময় বাদীর মেয়েকে পিলখানা রোডের একটি বাসায় শিক্ষক মুরাদ হোসেনের ব্যক্তিগত কোচিং সেন্টারে ভর্তি করা হয়। কোচিংয়ে পড়ানোর সময় মুরাদ হোসেন ছাত্রীদের কুরুচিপূর্ণ প্রাপ্তবয়স্কদের কৌতুক শোনাতেন। কোচিংয়ে পড়ানো শেষ হলে বাদীর মেয়েকে প্রায়ই কোচিং সেন্টারে রেখে দিতেন ওই শিক্ষক। এভাবে প্রায়ই বাদীর মেয়েকে ও তার আরও কয়েকজন সহপাঠীকে বিভিন্ন দিনে যৌন হয়রানি করেছেন ওই শিক্ষক।
রিমান্ড আবেদনে বলা হয়, এসব ঘটনা প্রকাশের পর ২৫ ফেব্রুয়ারি শিক্ষক মুরাদ হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে অভিভাবকেরা জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করেন। একাধিক শিক্ষার্থীর সঙ্গে শালীনতাবিরোধী আচরণ করার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে শিক্ষক মুরাদ হোসেন একেক সময় একেক কথা বলেন। ওই শিক্ষকের নাম-ঠিকানাও যাচাই করা সম্ভব হয়নি। বিষয়গুলো যাচাই করতে তাঁকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
এই মামলার ভিকটিম যৌন হয়রানির বর্ণনা দিয়ে আদালতে জবানবন্দি দিয়েছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় দেওয়া জবানবন্দি লিপিবদ্ধ করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমি।
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় একের পর এক খুনের ঘটনা ঘটছে। গত আট মাসে গুলি করে পাঁচজনকে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার এসব ঘটনায় পর্যালোচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এসব হত্যাকাণ্ডে একই গ্যাং জড়িত।
২ ঘণ্টা আগেমেয়াদ শেষের প্রায় দুই বছর হয়ে গেলেও কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুরে দুধকুমার নদের তীর রক্ষা বাঁধ নির্মাণকাজ শেষ হয়নি। এতে দুধকুমারের তীরবর্তী অঞ্চলে ভাঙন-আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের অস্থায়ী ম্যানেজারের বিরুদ্ধে স্থানীয়দের টাকা নিয়ে...
২ ঘণ্টা আগেলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে বসানো হয়েছে হাট-বাজার। এতে বিঘ্নিত হচ্ছে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ। খেলাধুলার চর্চা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটিতে যাওয়া-আসা করতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
২ ঘণ্টা আগেবালুমহাল হিসেবে ইজারা নেওয়া হয়নি; তবে দিব্যি নদীতীরের মাটি কেটে বিক্রি করা হচ্ছে। রোজ শতাধিক ট্রাক মাটি উঠছে পাড় থেকে। রাজশাহীর চারঘাট উপজেলায় ঘটছে এমন ঘটনা। বিএনপি ও ছাত্রদলের নেতারা এই ব্যবসার সঙ্গে জড়িত। এই মাটি ও বালু উত্তোলনে বাধা দেওয়ায় ইউএনওর বাসায় ককটেল ফোটানো হয়েছে।
২ ঘণ্টা আগে