নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নগর পরিবহন পরিচালনার পরীক্ষায় শতভাগ সফল হওয়ার দাবি করেছেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের দুই মেয়র। আজ মঙ্গলবার নগর ভবনে বাস রুট রেশনালাইজেশনের ২২তম সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ দাবি করেন তাঁরা।
সভা শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস সাংবাদিকদের বলেন, ‘ঢাকা নগর পরিবহনসেবা এরই মধ্যে প্রশংসিত হয়েছে, সমাদৃত হয়েছে। ঢাকাবাসী সাদরে গ্রহণ করেছে, যাত্রীসেবার মান অত্যন্ত সন্তোষজনক অবস্থায় রয়েছে।’
তাপস বলেন, ‘৩০ দিনের মধ্যে ট্রান্স সিলভা আরও নতুন ২০টি বাস যাত্রাপথে যুক্ত করবে। জাহান এন্টারপ্রাইজকে ৪০টির প্রস্তাব দেওয়া আছে। আমরা দুই মেয়র মিলে এ পরীক্ষায় একশতে একশ নম্বর পেয়েছি। আনিসুল হক সাহেবের পরিকল্পনা বা স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি। যদিও এ পরিকল্পনা বাস্তবায়ন অত্যন্ত দুরূহ ছিল।’
যাত্রীসেবা প্রসঙ্গে তিনি বলেন, ‘যাত্রীসেবা আমাদের প্রাধান্যের বিষয়। বাস সার্ভিসের যাত্রীরা অত্যন্ত খুশি। তাদের অতিরিক্ত টাকা ও হয়রানির শিকার হতে হচ্ছে না। নির্দিষ্ট জায়গায় থেকে উঠতে পারে আবার নির্দিষ্ট জায়গায় নামতে পারছে। আমরা মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছি।’
সভার সিদ্ধান্ত প্রসঙ্গে ডিএসসিসি মেয়র বলেন, ‘গত সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি আরও তিনটি পথ চালু হবে। তিনটি পথ চালুর অগ্রগতি পর্যালোচনা করেছি। এই যাত্রাপথগুলোকে আরও সুনির্দিষ্ট করেছি। ২২তম যাত্রাপথে ৫০টি বাসসেবা চালু করা হবে। ২৩ নম্বর যাত্রাপথে ১০০টি বাস এবং ২৬ নম্বর যাত্রাপথে ৭৫টি বাস চালু করা হবে। সব মিলিয়ে ২২৫টি বাস চালু হবে। আগামী ৯০ দিনের জন্য সময় দিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে। ২০১৯ সালের পর থেকে এবং নতুন বাস দেওয়া হবে।’
সেই সঙ্গে বাস টার্মিনাল নির্মাণের বিষয়ে মেয়র তাপস বলেন, ‘আন্তজেলা বাসগুলো আমাদের চারটি বাস টার্মিনালে নামাবে, ঢাকায় ঢুকবে না। এই টার্মিনালগুলো নির্মাণ এবং ঘাটারচরে ডিপো এবং টার্মিনাল করতে হবে। এই টার্মিনালগুলো নির্মাণে ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তাদের নিজ নিজ টার্মিনাল নির্মাণে কাজ শুরু করবে। দ্রুত এই কার্যক্রম চালু করার জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি।’
সভা শেষে ঢাকা উওর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘বাস রুট রেশনালাইজেশনের আওতায় শহরের রুট যেগুলো আছে সেগুলোতে কীভাবে দ্রুত বাসসেবা দেওয়া যায়, সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। রুট ২২-এ কীভাবে আরও ১০০ বাস দেওয়া যায়, সে ব্যাপারে আলোচনা করেছি।’
মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘২৩ নম্বর রুট বছিলা থেকে শুরু করে মোহাম্মদপুর, শিয়া মসজিদ, শ্যামলী, কমলাপুর হয়ে সরাসরি চলে যাবে কাঁচপুর পর্যন্ত। রুট ২৬ ঘাটারচর থেকে শুরু করে সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত চলে যাবে। আরেকটা রুট হবে ঘাটারচর থেকে শুরু হয়ে আজিমপুর হয়ে পোস্তগোলা কদমতলী থানা পর্যন্ত।’
ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘প্রতিদিন বিআরটিএ থেকে ঢাকায় ১ হাজার থেকে ১ হাজার ২০০ গাড়ি নামছে সড়কে। এটাকে নিয়ন্ত্রণ করে সড়কে বাসের সংখ্যা বাড়ানো যায়, সেটা নিয়ে কাজ করতে হবে।’
এ সভায় দুই মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন বাসরুট রেশনালাইজেশনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নগর পরিবহন পরিচালনার পরীক্ষায় শতভাগ সফল হওয়ার দাবি করেছেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের দুই মেয়র। আজ মঙ্গলবার নগর ভবনে বাস রুট রেশনালাইজেশনের ২২তম সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ দাবি করেন তাঁরা।
সভা শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস সাংবাদিকদের বলেন, ‘ঢাকা নগর পরিবহনসেবা এরই মধ্যে প্রশংসিত হয়েছে, সমাদৃত হয়েছে। ঢাকাবাসী সাদরে গ্রহণ করেছে, যাত্রীসেবার মান অত্যন্ত সন্তোষজনক অবস্থায় রয়েছে।’
তাপস বলেন, ‘৩০ দিনের মধ্যে ট্রান্স সিলভা আরও নতুন ২০টি বাস যাত্রাপথে যুক্ত করবে। জাহান এন্টারপ্রাইজকে ৪০টির প্রস্তাব দেওয়া আছে। আমরা দুই মেয়র মিলে এ পরীক্ষায় একশতে একশ নম্বর পেয়েছি। আনিসুল হক সাহেবের পরিকল্পনা বা স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি। যদিও এ পরিকল্পনা বাস্তবায়ন অত্যন্ত দুরূহ ছিল।’
যাত্রীসেবা প্রসঙ্গে তিনি বলেন, ‘যাত্রীসেবা আমাদের প্রাধান্যের বিষয়। বাস সার্ভিসের যাত্রীরা অত্যন্ত খুশি। তাদের অতিরিক্ত টাকা ও হয়রানির শিকার হতে হচ্ছে না। নির্দিষ্ট জায়গায় থেকে উঠতে পারে আবার নির্দিষ্ট জায়গায় নামতে পারছে। আমরা মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছি।’
সভার সিদ্ধান্ত প্রসঙ্গে ডিএসসিসি মেয়র বলেন, ‘গত সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি আরও তিনটি পথ চালু হবে। তিনটি পথ চালুর অগ্রগতি পর্যালোচনা করেছি। এই যাত্রাপথগুলোকে আরও সুনির্দিষ্ট করেছি। ২২তম যাত্রাপথে ৫০টি বাসসেবা চালু করা হবে। ২৩ নম্বর যাত্রাপথে ১০০টি বাস এবং ২৬ নম্বর যাত্রাপথে ৭৫টি বাস চালু করা হবে। সব মিলিয়ে ২২৫টি বাস চালু হবে। আগামী ৯০ দিনের জন্য সময় দিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে। ২০১৯ সালের পর থেকে এবং নতুন বাস দেওয়া হবে।’
সেই সঙ্গে বাস টার্মিনাল নির্মাণের বিষয়ে মেয়র তাপস বলেন, ‘আন্তজেলা বাসগুলো আমাদের চারটি বাস টার্মিনালে নামাবে, ঢাকায় ঢুকবে না। এই টার্মিনালগুলো নির্মাণ এবং ঘাটারচরে ডিপো এবং টার্মিনাল করতে হবে। এই টার্মিনালগুলো নির্মাণে ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তাদের নিজ নিজ টার্মিনাল নির্মাণে কাজ শুরু করবে। দ্রুত এই কার্যক্রম চালু করার জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি।’
সভা শেষে ঢাকা উওর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘বাস রুট রেশনালাইজেশনের আওতায় শহরের রুট যেগুলো আছে সেগুলোতে কীভাবে দ্রুত বাসসেবা দেওয়া যায়, সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। রুট ২২-এ কীভাবে আরও ১০০ বাস দেওয়া যায়, সে ব্যাপারে আলোচনা করেছি।’
মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘২৩ নম্বর রুট বছিলা থেকে শুরু করে মোহাম্মদপুর, শিয়া মসজিদ, শ্যামলী, কমলাপুর হয়ে সরাসরি চলে যাবে কাঁচপুর পর্যন্ত। রুট ২৬ ঘাটারচর থেকে শুরু করে সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত চলে যাবে। আরেকটা রুট হবে ঘাটারচর থেকে শুরু হয়ে আজিমপুর হয়ে পোস্তগোলা কদমতলী থানা পর্যন্ত।’
ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘প্রতিদিন বিআরটিএ থেকে ঢাকায় ১ হাজার থেকে ১ হাজার ২০০ গাড়ি নামছে সড়কে। এটাকে নিয়ন্ত্রণ করে সড়কে বাসের সংখ্যা বাড়ানো যায়, সেটা নিয়ে কাজ করতে হবে।’
এ সভায় দুই মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন বাসরুট রেশনালাইজেশনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দুর্নীতির অভিযোগে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আনিসুজ্জামানের বিরুদ্ধে ফুঁসে উঠেছে আদালত প্রাঙ্গণ। তাঁর অপসারণের দাবি জানিয়ে আইন মন্ত্রণালয়ে আবেদন করেছেন তাঁর সঙ্গেই নিয়োগ পাওয়া পিপি, এপিপিসহ ৫০ জন আইনজীবী। তাঁরা সাফ জানিয়ে দিয়েছেন, এই পিপি আনিসুজ্জামানের সঙ্গে তাঁরা আর
৪ মিনিট আগেহেফাজতে ইসলামসহ নারীবিদ্বেষী বক্তব্য প্রদানকারী এবং নারীকে অবমাননা, লাঞ্ছনা ও কটুক্তিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র। আজ মঙ্গলবার (৬ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান সংগঠনের নেতারা।
৮ মিনিট আগেসিলেটের জকিগঞ্জে বিয়ের কেনাকাটা সেরে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম হুসাইন আহমদ তাপাদার বাবলু (২৫)। তিনি সুলতানপুর ইউনিয়নের শীতলজোড়া গ্রামের মখলিছুর রহমান তাপাদারের ছেলে। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা
১৪ মিনিট আগেসাতক্ষীরার দেবহাটায় বজ্রপাতে দেবব্রত ঘোষ (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বনবিবতলাসংলগ্ন বিলে জমির ধান কেটে বাড়িতে ফেরার পথে প্রাণ হারান তিনি। দেবব্রত কোঁড়া পাকড়াতলা এলাকার শিতানাথ ঘোষের ছেলে। তিনি সাতক্ষীরার চায়না-বাংলা হাসপাতালের কর্মচারী ছিলেন।
১৭ মিনিট আগে