গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বোর্ড বাজার এলাকায় বাসচাপায় এক নারী নিহতের পর উত্তেজিত জনতা উজান ভাটি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার এলাকার লবঙ্গ রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় লবঙ্গ রেস্টুরেন্টের সামনে বেশ কিছু কারখানা শ্রমিক সড়ক পার হচ্ছিলেন। এ সময় উজানভাটি পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাওয়ার সময় দুজনকে চাপা দেয়। একজন নারী বাসের পেছনে আটকে যান। ওই অবস্থায় নারীকে বাসটি প্রায় এক কিলোমিটার ছেঁচড়ে নিয়ে যায়। পরে লোকজন ধাওয়া করে বড়বাড়ী এলাকার কাছে বাসটি আটক করে। তাঁরা ওই নারীকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। এ সময়ে উত্তেজিত জনতা বাসটি থেকে যাত্রীদের নামিয়ে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। এ সময় সড়কে যান চলাচল সাময়িক বন্ধ থাকে।
গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ইব্রাহিম হোসেন জানান, বাস চাপায় এক নারী নিহতের ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করে তাতে আগুন ধরিয়ে দেয়। এ সময় উত্তেজিত জনতা বাসের চালক ও হেলপারকে আটক করে বেদম পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নিহতের লাশ উদ্ধার ও আহত অবস্থায় চালক ও হেলপারকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করেছে। পরিস্থিতি স্বাভাবিক আছে।
গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বোর্ড বাজার এলাকায় বাসচাপায় এক নারী নিহতের পর উত্তেজিত জনতা উজান ভাটি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার এলাকার লবঙ্গ রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় লবঙ্গ রেস্টুরেন্টের সামনে বেশ কিছু কারখানা শ্রমিক সড়ক পার হচ্ছিলেন। এ সময় উজানভাটি পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাওয়ার সময় দুজনকে চাপা দেয়। একজন নারী বাসের পেছনে আটকে যান। ওই অবস্থায় নারীকে বাসটি প্রায় এক কিলোমিটার ছেঁচড়ে নিয়ে যায়। পরে লোকজন ধাওয়া করে বড়বাড়ী এলাকার কাছে বাসটি আটক করে। তাঁরা ওই নারীকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। এ সময়ে উত্তেজিত জনতা বাসটি থেকে যাত্রীদের নামিয়ে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। এ সময় সড়কে যান চলাচল সাময়িক বন্ধ থাকে।
গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ইব্রাহিম হোসেন জানান, বাস চাপায় এক নারী নিহতের ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করে তাতে আগুন ধরিয়ে দেয়। এ সময় উত্তেজিত জনতা বাসের চালক ও হেলপারকে আটক করে বেদম পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নিহতের লাশ উদ্ধার ও আহত অবস্থায় চালক ও হেলপারকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করেছে। পরিস্থিতি স্বাভাবিক আছে।
চট্টগ্রামের রাউজানে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।
৫ মিনিট আগেবালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় দুজনকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার বিএনপির ফেসবুক পেজে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিত
৩১ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে মোহাম্মদ জিহাদ (১০) নামের এক শিশুর লাশের ময়নাতদন্ত করায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফের বিরুদ্ধে মানববন্ধন করেছেন শিশুর পরিবার ও এলাকাবাসী। আজ মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার মইজ্জারটেক চত্বরে মানববন্ধন করা হয়।
৩৬ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাটিভর্তি ডাম্প ট্রাকের চাপায় মো. ফেরদৌস (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ্-বাংলার ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে