Ajker Patrika

নগদের মোবাইল ব্যাংকিং কার্যক্রম কেন অবৈধ নয়: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নগদের মোবাইল ব্যাংকিং কার্যক্রম কেন অবৈধ নয়: হাইকোর্ট

কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোনো সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা না থাকায় নগদের মোবাইল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এই রুল জারি করেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হাসানুজ্জামান ও আবু বকর সিদ্দিক গত ২৭ অক্টোবর এই রিট করেন। অর্থ সচিব, ডাক বিভাগের মহাপরিচালক, নগদের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামাল হোসাইন মিয়াজী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্বাস উদ্দিন।

কামাল হোসাইন মিয়াজী বলেন, নগদ ডাক বিভাগের অঙ্গ প্রতিষ্ঠান দাবি করলেও নথি ঘেঁটে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। এখন তারা কোনো কারণে ব্যবসা বন্ধ করে দিলে গ্রাহকের অর্থ ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর আইনে বলা হয়েছে এ ধরনের ব্যবসার ক্ষেত্রে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোনো সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে। কিন্তু নগদের এ ধরনের সম্পৃক্ততা না থাকায় রিট করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত