Ajker Patrika

রাজধানীতে একই কক্ষে ঝুলছিল বাবা ও ছেলের মরদেহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০১: ০৫
Thumbnail image

রাজধানীর বাড্ডা থানার বেরাইদ এলাকায় নিজেদের ঘর থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা হলেন—গিয়াস উদ্দিন (৭০) ও তাঁর ছেলে রাকিব হোসেন (৩০)। রাকিব পেশায় ইলেকট্রিশিয়ান এবং তাঁর বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক। নারায়ণগঞ্জের আড়াইহাজারে তাঁদের গ্রামের বাড়ি। রাত ৮টার দিকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

মরদেহ উদ্ধারের বিষয়টি বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাজন কুমার সাহা। 

পুলিশ জানায়, রাকিব হোসেনের বুধবার সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের অনুষ্ঠান না পেয়ে তাঁর সহপাঠী হারুন তাঁকে খুঁজতে বাসায় আসেন। রাত আনুমানিক সোয়া ৯টার দিকে গিয়ে বাসার দরজা বন্ধ পেয়ে হারুন ও তাঁর অন্য সহপাঠীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তখন তাঁরা বাবা ও ছেলের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান।

পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

প্রাথমিকভাবে জানা যায়, গিয়াস উদ্দিনের স্ত্রী প্রায় দুই বছর আগে মারা গেছেন। এরপর থেকে বাবা–ছেলে ওই বাসার একটি কক্ষে বাস করতেন। প্রায় ১২ বছর যাবত ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে আছেন তাঁরা।

প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে, বাবা–ছেলের মধ্যে প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে বিবাদ হতো। ধারণা করা হচ্ছে, এরই ধারাবাহিকতায় তাঁরা উভয়ে রাগ ও ক্ষোভের বশবর্তী হয়ে আত্মহত্যা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত