গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর শিমুলতলী এলাকায় গ্যাসের লিকেজ থেকে কক্ষে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে দুজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার দুপুরে গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানার শিমুলতলীর সালনা রোড এলাকায় একটি আটতলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধদের মধ্যে একজনের নাম মো. ফারহান হাসান (২৬)। তিনি ঠাকুরগাঁও জেলার মো. আফসার আলীর ছেলে। ফারহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। অপর আহত ব্যক্তি ওই ভবনের কেয়ারটেকার খাইরুল ইসলাম (৩৬)। এদের মধ্যে ফারহানকে গুরুতর আহত অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাফিউল করীম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার দুপুরে গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানার শিমুলতলীর সালনা রোড এলাকায় বিসমিল্লাহ টাওয়ার নামক একটি আটতলা ভবনের নিচতলায় জমে থাকা গ্যাসের বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর সৃষ্ট আগুনে কেয়ারটেকারের রান্নাঘরের দরজা-জানালা, ঘরের হাঁড়ি-পাতিলাসহ চুলা ভেঙে যায় ও আসবাবপত্র পুড়ে যায়। তা ছাড়া ভবনের লিফটের দরজা, নিচতলা, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তলার লিফটের দরজাও ভেঙে গেছে। এ সময় দুজন অগ্নিদগ্ধ হন।
জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুস সামাদ বলেন, ৮তলা ভবনের নিচতলায় রোববার বেলা দেড়টায় ওই দুর্ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই বাড়ির লোকজন আগুন নিভিয়ে ফেলে। আগুনে আহতদের স্থানীয়রা উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তাঁদের মধ্যে ফারহানের অবস্থা বেশি খারাপ হওয়ায় তাঁকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। কেয়ারটেকার খাইরুল ইসলাম শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বাসায় ফিরে গেছেন। তিনি আশঙ্কামুক্ত।
এই ফায়ার সার্ভিস কর্মকর্তা আরও বলেন, ভবনের নিচতলার একটি ঘরে রান্না করার গ্যাসের সিলিন্ডার পাওয়া গেছে। ঈদের ছুটিতে কক্ষের দরজা-জানালা সব বন্ধ করা ছিল। ধারণা করা হচ্ছে, এ সময় হয়তো গ্যাসের কোনো লিকেজ দিয়ে ঘরে গ্যাস ছড়িয়ে থাকতে পারে। ঘটনার সময় ঘরের ভেতর জমে থাকা গ্যাস কোনোভাবে আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড হতে পারে।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও বলেন, রোববার দুপুরে ভবনের নিচতলায় ওই কক্ষের কাছেই কেয়ারটেকার রান্না করছিলেন। হতে পারে ওই চুলা থেকে অগ্নিস্ফুলিঙ্গ কিংবা ভবনের লিফট থেকে কোনোভাবে স্পার্কিং হয়ে জমে থাকা গ্যাসে উচ্চ শব্দে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড হয়েছে। তদন্তকালে প্রকৃত কারণ জানা যাবে।
জিএমপি সদর থানার ওসি মো. রাফিউল করীম বলেন, ভবনের কক্ষে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড হয়েছে। ক্ষতিগ্রস্ত কক্ষে গ্যাস সিলিন্ডার রয়েছে। ভবনে তিতাস গ্যাসের লাইনও রয়েছে। এখন কক্ষে জমে থাকা গ্যাস তিতাস গ্যাসের লাইন থেকে নাকি সিলিন্ডার থেকে লিকেজ হয়েছিল এটি তদন্ত ছাড়া বলা যাবে না। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।
গাজীপুর মহানগরীর শিমুলতলী এলাকায় গ্যাসের লিকেজ থেকে কক্ষে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে দুজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার দুপুরে গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানার শিমুলতলীর সালনা রোড এলাকায় একটি আটতলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধদের মধ্যে একজনের নাম মো. ফারহান হাসান (২৬)। তিনি ঠাকুরগাঁও জেলার মো. আফসার আলীর ছেলে। ফারহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। অপর আহত ব্যক্তি ওই ভবনের কেয়ারটেকার খাইরুল ইসলাম (৩৬)। এদের মধ্যে ফারহানকে গুরুতর আহত অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাফিউল করীম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার দুপুরে গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানার শিমুলতলীর সালনা রোড এলাকায় বিসমিল্লাহ টাওয়ার নামক একটি আটতলা ভবনের নিচতলায় জমে থাকা গ্যাসের বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর সৃষ্ট আগুনে কেয়ারটেকারের রান্নাঘরের দরজা-জানালা, ঘরের হাঁড়ি-পাতিলাসহ চুলা ভেঙে যায় ও আসবাবপত্র পুড়ে যায়। তা ছাড়া ভবনের লিফটের দরজা, নিচতলা, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তলার লিফটের দরজাও ভেঙে গেছে। এ সময় দুজন অগ্নিদগ্ধ হন।
জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুস সামাদ বলেন, ৮তলা ভবনের নিচতলায় রোববার বেলা দেড়টায় ওই দুর্ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই বাড়ির লোকজন আগুন নিভিয়ে ফেলে। আগুনে আহতদের স্থানীয়রা উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তাঁদের মধ্যে ফারহানের অবস্থা বেশি খারাপ হওয়ায় তাঁকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। কেয়ারটেকার খাইরুল ইসলাম শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বাসায় ফিরে গেছেন। তিনি আশঙ্কামুক্ত।
এই ফায়ার সার্ভিস কর্মকর্তা আরও বলেন, ভবনের নিচতলার একটি ঘরে রান্না করার গ্যাসের সিলিন্ডার পাওয়া গেছে। ঈদের ছুটিতে কক্ষের দরজা-জানালা সব বন্ধ করা ছিল। ধারণা করা হচ্ছে, এ সময় হয়তো গ্যাসের কোনো লিকেজ দিয়ে ঘরে গ্যাস ছড়িয়ে থাকতে পারে। ঘটনার সময় ঘরের ভেতর জমে থাকা গ্যাস কোনোভাবে আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড হতে পারে।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও বলেন, রোববার দুপুরে ভবনের নিচতলায় ওই কক্ষের কাছেই কেয়ারটেকার রান্না করছিলেন। হতে পারে ওই চুলা থেকে অগ্নিস্ফুলিঙ্গ কিংবা ভবনের লিফট থেকে কোনোভাবে স্পার্কিং হয়ে জমে থাকা গ্যাসে উচ্চ শব্দে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড হয়েছে। তদন্তকালে প্রকৃত কারণ জানা যাবে।
জিএমপি সদর থানার ওসি মো. রাফিউল করীম বলেন, ভবনের কক্ষে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড হয়েছে। ক্ষতিগ্রস্ত কক্ষে গ্যাস সিলিন্ডার রয়েছে। ভবনে তিতাস গ্যাসের লাইনও রয়েছে। এখন কক্ষে জমে থাকা গ্যাস তিতাস গ্যাসের লাইন থেকে নাকি সিলিন্ডার থেকে লিকেজ হয়েছিল এটি তদন্ত ছাড়া বলা যাবে না। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় একের পর এক খুনের ঘটনা ঘটছে। গত আট মাসে গুলি করে পাঁচজনকে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার এসব ঘটনায় পর্যালোচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এসব হত্যাকাণ্ডে একই গ্যাং জড়িত।
২ ঘণ্টা আগেমেয়াদ শেষের প্রায় দুই বছর হয়ে গেলেও কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুরে দুধকুমার নদের তীর রক্ষা বাঁধ নির্মাণকাজ শেষ হয়নি। এতে দুধকুমারের তীরবর্তী অঞ্চলে ভাঙন-আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের অস্থায়ী ম্যানেজারের বিরুদ্ধে স্থানীয়দের টাকা নিয়ে...
২ ঘণ্টা আগেলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে বসানো হয়েছে হাট-বাজার। এতে বিঘ্নিত হচ্ছে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ। খেলাধুলার চর্চা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটিতে যাওয়া-আসা করতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
২ ঘণ্টা আগেবালুমহাল হিসেবে ইজারা নেওয়া হয়নি; তবে দিব্যি নদীতীরের মাটি কেটে বিক্রি করা হচ্ছে। রোজ শতাধিক ট্রাক মাটি উঠছে পাড় থেকে। রাজশাহীর চারঘাট উপজেলায় ঘটছে এমন ঘটনা। বিএনপি ও ছাত্রদলের নেতারা এই ব্যবসার সঙ্গে জড়িত। এই মাটি ও বালু উত্তোলনে বাধা দেওয়ায় ইউএনওর বাসায় ককটেল ফোটানো হয়েছে।
২ ঘণ্টা আগে