Ajker Patrika

নদী নিয়ে কাজ করার ‘ফাউন্ডার’ শেখ হাসিনা: নৌ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নদী নিয়ে কাজ করার ‘ফাউন্ডার’ শেখ হাসিনা: নৌ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নদী ও পরিবেশ নিয়ে কথা বলা ও কাজ করার ‘ফাউন্ডার’ বলে অভিহিত করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালে ঢাকার চারপাশের নদীগুলোকে দখল ও দূষণের হাত থেকে রক্ষা করার পদক্ষেপ গ্রহণ করেছিলেন। কিন্তু ২০০১ সালে নির্বাচনের পর নদী ও পরিবেশ রক্ষায় আর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।’ 

আজ সোমবার সিরডাপ মিলনায়তনে ‘বুড়িগঙ্গা নদী তীরবর্তী ডকইয়ার্ডসমূহ উপযুক্ত জায়গায় স্থানান্তরের খসড়া প্রতিবেদন’ সম্পর্কিত জাতীয় কর্মশালায় এসব কথা বলেন নৌ প্রতিমন্ত্রী।

২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পেরে বাংলাদেশের নদী ও পরিবেশের ক্ষতি হয়েছে উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘তখন মানুষের জীবনের নিরাপত্তা ছিল না। সেখানে নদী নিরাপদ থাকে কী করে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৪ বছরে নদীর নাব্য ধরে রাখার জন্য অনেক পদক্ষেপ নিয়েছেন।’ 

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল ও জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত