Ajker Patrika

মিয়ানমারে অস্ত্র সরবরাহ বন্ধ করতে বললেন মার্কিন রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
মিয়ানমারে অস্ত্র সরবরাহ বন্ধ করতে বললেন মার্কিন রাষ্ট্রদূত

সামরিক স্বৈরশাসক রোহিঙ্গাসহ বিভিন্ন নৃতাত্ত্বিক ও ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে নিবর্তনমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রেক্ষাপটে মিয়ানমারে সকল প্রকার অস্ত্র সরবরাহ বন্ধ করার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। 

আজ সোমবার ঢাকায় ‘বে অফ বেঙ্গল কনভারসেশন ২০২২’ শীর্ষক সম্মেলনের প্রথম দিনে বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ঢাকায় এক হোটেলে এই সম্মেলনের আয়োজন করে। 

ভারত ও প্রশান্ত মহাসাগর অঞ্চল সম্পর্কে মার্কিন ধারণা ব্যাখ্যা করে পিটার হাস বলেন, ‘স্বৈরতন্ত্রের উত্থানের প্রতিযোগিতা এই অঞ্চলে উন্নয়নে বড় বাধা। তাই এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে গণতন্ত্র, স্বচ্ছতা, বহুত্ববাদ, সাম্য, সুশাসন ও মানবাধিকারসহ বিভিন্ন বিষয়ে সমর্থন অব্যাহত রাখা এবং সামরিক সহযোগিতার সম্পর্ক জোরদার করার ওপর জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র।’ 

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চেটারটন ডিকসন তাঁর বক্তব্যে ভারত ও প্রশান্ত মহাসাগর অঞ্চলগুলোয় স্থিতিশীলতা বজায় রাখা ও আঞ্চলিক অর্থনৈতিক ব্যবস্থা শক্তিশালী করার প্রতি জোর দেন। 

জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধানের তাগিদ দিয়ে বলেন, ‘রোহিঙ্গা সংকট দিয়ে এই অঞ্চলকে অস্থিতিশীল হতে দেওয়া যাবে না।’ এই সংকট মোচনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেন তিনি। 

সম্মেলনে নেপাল, ভারত ও বাংলাদেশের কয়েকজন আলোচক দক্ষিণ এশিয়ার ‘কম সংহত অঞ্চল’ অঞ্চল হিসেবে উল্লেখ করেন। এই প্রেক্ষাপটে সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানী ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর মধ্যে বহুমাত্রিক আন্তসংযোগ বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন। 

সার্বিয়ার সাবেক রাষ্ট্রপতি বরিস তাদিস তাঁর বক্তব্যে আঞ্চলিক সহযোগিতার বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করে বলেন, ‘টেকসই উন্নয়নের জন্য সামাজিক সংহতি দরকার।’ অতিরিক্ত জনসংখ্যা দেশের জন্য বোঝা হলেও তিনি বাংলাদেশের প্রসঙ্গ তুলে ধরে বলেন যে, ‘অধিক জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে পারলে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।’ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন প্রযুক্তির কার্যকর ব্যবহারের ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি। 

অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, ভারতের তাওসিফ রায়না, পাকিস্তানের সাবেক পররাষ্ট্রসচিব আইজাজ চৌধুরী, নেপালের ড. প্রমোদ জায়সোয়াল, সিজিএস চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী ও নির্বাহী পরিচালক জিল্লুর রহমানসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্মেলনের বিভিন্ন অধিবেশনে বক্তব্য রাখেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত