Ajker Patrika

বিএনপির সমমনাদের আলোচনার জন্য ডাকল ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির সমমনাদের আলোচনার জন্য ডাকল ইসি

বিএনপির সমমনা রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করেছিল নির্বাচন কমিশন (ইসি)। সেই ধারাবাহিকতায় গত বছর জুলাইয়ে সংলাপে অংশ না নেওয়া আটটি দলকে আমন্ত্রণ জানিয়েছে সংস্থাটি। 

ইসির জনসংযোগ দপ্তর আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র বলছে, আজ বৃহস্পতিবার সংশ্লিষ্ট দলগুলোর সাধারণ সম্পাদক, মহাসচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।

গত ২৩ মার্চ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনানুষ্ঠানিক আলোচনার বসার জন্য আধা সরকারি পত্র দিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। 

২৪ মার্চ সংবাদ সম্মেলনে ইসির সে আহ্বান প্রত্যাখ্যান করে বিএনপি। তবে বিএনপির মহাসচিবের কাছে লিখিত চিঠির জবাব লিখিত আকারেই প্রত্যাশা করেন সিইসি। 

অনানুষ্ঠানিক আলোচনার জন্য যে দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে, তারা আগে বিএনপির মতোই ইসির আনুষ্ঠানিক সংলাপে অংশ নেয়নি।

আমন্ত্রণ পাওয়া দলগুলোর মধ্যে রয়েছে-বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ মুসলীম লীগ-বিএমল, বাংলাদেশ কল্যাণ পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ইসলামি আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত