শরিফুল ইসলাম তনয়, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
সময় বদলেছে–বদলে গেছে অনেক কিছুর ধরন। সেই সঙ্গে এসেছে আধুনিকতার ছোঁয়া। আর এই আধুনিকতার ছোঁয়াতে বিলুপ্ত হয়েছে অনেক পেশা। তার মধ্যে একটি হলো মুখে মাইকিং পেশা।
একটা সময় নির্বাচনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বেশ চাহিদা ছিল মুখে মাইকিং পেশার। সারা বছরই দেখা যেত, কোনো না কোনো প্রতিষ্ঠানের মাইকিং, কেউ হারিয়ে গেলে মুখে মাইকিং করে পুরো এলাকাবাসীকে জানানো হতো। দিন দিন আধুনিকতার ছোঁয়াতে এখন আর কেউ মুখে মাইকিং করাতে চায় না।
সবাই এখন প্রচার-প্রচারণায় ব্যবহার করছে ডিজিটাল সাউন্ড সিস্টেম ও অটো রেকর্ড সিস্টেম। যাতে করে মুখে কিছু বলতে হয় না, যে কোনো কিছু রেকর্ড করে ছেড়ে দিলে চলতে থাকে। একবার রেকর্ড করলে চালানো যায় বছরের পর বছর।
এসব আধুনিকতার ছোঁয়ার জন্য বিলুপ্ত মাইকিং পেশার সঙ্গে জড়িতরা এখন প্রায় নিরুপায়। কাজ না পেয়ে অনেকটা অভাব–অনটনে কাটছে তাদের জীবন। কেউ কেউ আবার এই মাইকিং পেশা ছেড়ে জড়িত হয়েছেন অন্য এক পেশায়।
বিল্লাল হোসেন। তার পেশা মুখে মাইকিং করা। তিনি পরিবার নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ৩ নম্বর ওয়ার্ডের নয়াআটি মুক্তিনগর এলাকাতে থাকেন। ১৯৭৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ৪৪ বছর ধরে তিনি মুখে মাইকিং করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এই পেশায় সবচেয়ে আকর্ষণ ছিল, বিভিন্ন নির্বাচন। একটা সময় নির্বাচন আসলে দেশের বিভিন্ন জায়গা থেকে আমার ডাক আসত, প্রায় ১০ থেকে ১৫ দিন করে বুকিং করতেন একেক জন প্রার্থী। নির্বাচনী প্রচার-প্রচারণায় মিছিল-মিটিং থাকলে আমাদের চাহিদা থাকত অনেক।’
বিল্লাল হোসেন বলেন, ‘কিন্তু এখন সময়ের পরিবর্তনে আজকে কয়েক বছর ধরে এখন আর কেউ ডাকে না। আগে যেমন সবাই মুখে বলত এখন আর ওইরকম হয় না। সবাই এখন সাউন্ড বক্স বাজায়। বিভিন্ন গান সেট করে নিয়ে আসে, তাদের নামে ওই গুলো বাজাইতে থাকে সারা দিন। ফলে আমাদের মুখে মাইকিংটা কমে গেছে। তাই এখন মাঝে মাঝে স্কুল-কলেজ বা ওয়াজ মাহফিলের কিছু কাজ থাকলে করি।’
তিনি আরও বলেন, ‘আগের তুলনায় কাজ অনেক কমেছে। তাই পরিবার–পরিজন নিয়ে চলতে খুব কষ্ট হয়। একটা জাতীয় নির্বাচন অথচ এখন পর্যন্ত একটা কাজ পাই নাই। এভাবে চলতে থাকলে আগামীতে আমাদের ভবিষ্যৎ একে বারেই নাই বললে চলে।’
সময় বদলেছে–বদলে গেছে অনেক কিছুর ধরন। সেই সঙ্গে এসেছে আধুনিকতার ছোঁয়া। আর এই আধুনিকতার ছোঁয়াতে বিলুপ্ত হয়েছে অনেক পেশা। তার মধ্যে একটি হলো মুখে মাইকিং পেশা।
একটা সময় নির্বাচনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বেশ চাহিদা ছিল মুখে মাইকিং পেশার। সারা বছরই দেখা যেত, কোনো না কোনো প্রতিষ্ঠানের মাইকিং, কেউ হারিয়ে গেলে মুখে মাইকিং করে পুরো এলাকাবাসীকে জানানো হতো। দিন দিন আধুনিকতার ছোঁয়াতে এখন আর কেউ মুখে মাইকিং করাতে চায় না।
সবাই এখন প্রচার-প্রচারণায় ব্যবহার করছে ডিজিটাল সাউন্ড সিস্টেম ও অটো রেকর্ড সিস্টেম। যাতে করে মুখে কিছু বলতে হয় না, যে কোনো কিছু রেকর্ড করে ছেড়ে দিলে চলতে থাকে। একবার রেকর্ড করলে চালানো যায় বছরের পর বছর।
এসব আধুনিকতার ছোঁয়ার জন্য বিলুপ্ত মাইকিং পেশার সঙ্গে জড়িতরা এখন প্রায় নিরুপায়। কাজ না পেয়ে অনেকটা অভাব–অনটনে কাটছে তাদের জীবন। কেউ কেউ আবার এই মাইকিং পেশা ছেড়ে জড়িত হয়েছেন অন্য এক পেশায়।
বিল্লাল হোসেন। তার পেশা মুখে মাইকিং করা। তিনি পরিবার নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ৩ নম্বর ওয়ার্ডের নয়াআটি মুক্তিনগর এলাকাতে থাকেন। ১৯৭৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ৪৪ বছর ধরে তিনি মুখে মাইকিং করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এই পেশায় সবচেয়ে আকর্ষণ ছিল, বিভিন্ন নির্বাচন। একটা সময় নির্বাচন আসলে দেশের বিভিন্ন জায়গা থেকে আমার ডাক আসত, প্রায় ১০ থেকে ১৫ দিন করে বুকিং করতেন একেক জন প্রার্থী। নির্বাচনী প্রচার-প্রচারণায় মিছিল-মিটিং থাকলে আমাদের চাহিদা থাকত অনেক।’
বিল্লাল হোসেন বলেন, ‘কিন্তু এখন সময়ের পরিবর্তনে আজকে কয়েক বছর ধরে এখন আর কেউ ডাকে না। আগে যেমন সবাই মুখে বলত এখন আর ওইরকম হয় না। সবাই এখন সাউন্ড বক্স বাজায়। বিভিন্ন গান সেট করে নিয়ে আসে, তাদের নামে ওই গুলো বাজাইতে থাকে সারা দিন। ফলে আমাদের মুখে মাইকিংটা কমে গেছে। তাই এখন মাঝে মাঝে স্কুল-কলেজ বা ওয়াজ মাহফিলের কিছু কাজ থাকলে করি।’
তিনি আরও বলেন, ‘আগের তুলনায় কাজ অনেক কমেছে। তাই পরিবার–পরিজন নিয়ে চলতে খুব কষ্ট হয়। একটা জাতীয় নির্বাচন অথচ এখন পর্যন্ত একটা কাজ পাই নাই। এভাবে চলতে থাকলে আগামীতে আমাদের ভবিষ্যৎ একে বারেই নাই বললে চলে।’
সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে কেন্দ্র করে গতকাল শনিবার রাজধানীর প্রবেশমুখগুলোতে দিনভর ছিল স্থবিরতা। এর প্রভাব পড়েছে নগরের অন্যান্য অংশে। প্রবেশমুখ-সংলগ্ন সড়কগুলোতে তীব্র যানজট থাকলেও অন্যত্র ছিল গণপরিবহনের সংকট। এতে ভোগান্তিতে পড়েন মানুষ।
২ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রামে রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টেলিফোন এক্সচেঞ্জটি এখন গ্রাহকের বোঝা হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে একসময় নেওয়া ফোন সংযোগ এখন অধিকাংশ গ্রাহকের না থাকলেও প্রতি মাসে গুনতে হচ্ছে বিল। অন্যদিকে অল্প কয়েকটি ইন্টারনেট সংযোগেও সেবার...
৩ ঘণ্টা আগেজয়পুরহাটের কালাই উপজেলার এলজিইডির সড়ক প্রশস্তকরণ ও দৃঢ়ীকরণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি এ প্রকল্পের কাজে নিম্নমানের উপকরণ, সঠিকভাবে সেতু (সাঁকো) নির্মাণ না করা, এমনকি তিন ফসলি জমির মাটি খননযন্ত্র দিয়ে কেটে রাস্তার সাইড ফিলিং করার অভিযোগ পাওয়া গেছে।
৩ ঘণ্টা আগে৫০০ ফুট দৈর্ঘ্য ও ৩ ফুট প্রস্থের র্যাটহোল (পরিত্যক্ত সুড়ঙ্গ)। কখনো হামাগুড়ি, কখনো নুয়ে হেঁটে র্যাটহোলে ঢুকে গাঁইতি, শাবল, বেলচা দিয়ে টুকরো টুকরো কয়লা তুলে বস্তায় ভরে নিয়ে আসেন শ্রমিকেরা। ঝুঁকি নিয়ে এভাবে কয়লা সংগ্রহের সময় ঘটে দুর্ঘটনা। সীমান্তের ওপার থেকে কয়লা আনতে গিয়ে সরকারি হিসাবেই...
৩ ঘণ্টা আগে