সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জে কোরবানির উদ্দেশ্যে বিক্রির জন্য প্রস্তুত হয়েছে ‘পাঠান’ ও ‘জায়েদ খান’ নামের দুটি ষাঁড়। ২০ মণ ওজনের পাঠানের দাম ১০ লাখ টাকা এবং ১৮ মণ ওজনের জায়েদ খানের দাম ৮ লাখ টাকা হাঁকাচ্ছেন খামারি।
আড়াই বছর বয়সের দেশাল জাতের লাল ও হালকা কালো রঙের পাঠান লম্বায় ১০ ফুট, উচ্চতা সাড়ে ৫ ফুট। আর লাল-কালো রঙের ১৮ মণের জায়েদ খান লম্বায় ১০ ফুট ও উচ্চতা সাড়ে ৫ ফুট। প্রতিদিন গরু দুটির খাদ্যতালিকায় রয়েছে ভুসি, সবুজ ঘাস ও খড়।
আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ধনকুণ্ডা গোদনাইল এলাকার আর কে এগ্রো ফার্মে দেখা মেলে এ দুটি ষাঁড়ের। ক্রেতাদের আকৃষ্ট করতে খামারে বড় দুটি গরুর নাম রাখা হয়েছে পাঠান ও জায়েদ খানের নামে। গরু দুটি দেখতে খামারে প্রতিদিন সহস্রাধিক ক্রেতা-দর্শনার্থী ভিড় করেন। অনেকেই আবার ছবি, ভিডিও ধারণ করেন বলে জানিয়েছেন খামারের মালিক।
এদিকে ঈদুল আজহায় কোরবানি উপলক্ষে ক্রেতারা বিভিন্ন খামার, পশুর হাটগুলোতে ভিড় করছেন। তবে নারায়ণগঞ্জে পশুর হাটগুলোর তুলনায় বিভিন্ন খামারে বেশি ভিড় দেখা যাচ্ছে ক্রেতাদের। ক্রেতারা নিজেদের পছন্দমতো গরু কিনে খামারেই রেখে যাচ্ছেন বলেও জানান খামারসংশ্লিষ্টরা।
ষাঁড় দুটির এমন নামকরণের বিষয়ে আরকে অ্যাগ্রো ফার্মের ম্যানেজার মো. আব্দুস সামাদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আদর করে গরুটির নাম পাঠান রেখেছি, কারণ তখন ‘পাঠান’ ছবি মুক্তি পেয়েছিল। গরুটির গঠন অনেকটা পাঠানের মতো। এ ছাড়া পাঠান বলে ডাক দিলে গরুটি সাড়া দেয়।’
আর জায়েদ খান নাম রাখার বিষয়ে তিনি বলেন, ‘যখন পাঠান ছবি মুক্তি পায়, তখন জায়েদ খান এই ছবিতে অভিনয় করতে চান। এই দুটি গরু যখন পাশাপাশি রাখা হতো, তখন এটি গুঁতো দিত। তাই চিন্তা করলাম এই গরুর নাম জায়েদ খানই রেখে দেই। তাই ভালোবেসে জায়েদ খান নামেই গরুটির নাম রেখেছি। এটি এখন জায়েদ খান নামেই খামারে ব্যাপক পরিচিত।’
খামারটির হিসাবরক্ষক কর্মকর্তা মো. নাজির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের খামারে ব্রাহমা, সিংদী, শাহীওয়াল, নেপালি বলদ, দেশাল, ফ্রিজিয়ান জাতের ১ হাজারের বেশি গরু লালন-পালন করা হয়। পাশাপাশি দুম্বা, ভেড়াও রয়েছে। এরই মধ্যে আমাদের খামারের ৭০ শতাংশ গরু বিক্রি হয়ে গেছে। অনেকেই গরু কিনে খামারেই রেখে যাচ্ছেন। বিক্রি হওয়া এই পশুগুলো ক্রেতাদের ইচ্ছামতো সময়ে ডেলিভারি দেওয়া হবে।’
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাসনা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘নারায়ণগঞ্জে এবার কোরবানির টার্গেট ১ লাখ। চাহিদার তুলনায় বেশি গরু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। নারায়ণগঞ্জের বিশেষায়িত খামার ছাড়াও সাধারণ খামার ও কৃষকেরা বাড়িতে গবাদিপশু পালন করে কোরবানির জন্য তৈরি করছেন। তবে বর্তমানে অধিকাংশ ক্রেতাকে এগ্রো খামারে বেশি আকৃষ্ট করে। তাই এখন অনেকেই এই খামারগুলো থেকে কোরবানির জন্য গরু কেনেন।’
নারায়ণগঞ্জে কোরবানির উদ্দেশ্যে বিক্রির জন্য প্রস্তুত হয়েছে ‘পাঠান’ ও ‘জায়েদ খান’ নামের দুটি ষাঁড়। ২০ মণ ওজনের পাঠানের দাম ১০ লাখ টাকা এবং ১৮ মণ ওজনের জায়েদ খানের দাম ৮ লাখ টাকা হাঁকাচ্ছেন খামারি।
আড়াই বছর বয়সের দেশাল জাতের লাল ও হালকা কালো রঙের পাঠান লম্বায় ১০ ফুট, উচ্চতা সাড়ে ৫ ফুট। আর লাল-কালো রঙের ১৮ মণের জায়েদ খান লম্বায় ১০ ফুট ও উচ্চতা সাড়ে ৫ ফুট। প্রতিদিন গরু দুটির খাদ্যতালিকায় রয়েছে ভুসি, সবুজ ঘাস ও খড়।
আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ধনকুণ্ডা গোদনাইল এলাকার আর কে এগ্রো ফার্মে দেখা মেলে এ দুটি ষাঁড়ের। ক্রেতাদের আকৃষ্ট করতে খামারে বড় দুটি গরুর নাম রাখা হয়েছে পাঠান ও জায়েদ খানের নামে। গরু দুটি দেখতে খামারে প্রতিদিন সহস্রাধিক ক্রেতা-দর্শনার্থী ভিড় করেন। অনেকেই আবার ছবি, ভিডিও ধারণ করেন বলে জানিয়েছেন খামারের মালিক।
এদিকে ঈদুল আজহায় কোরবানি উপলক্ষে ক্রেতারা বিভিন্ন খামার, পশুর হাটগুলোতে ভিড় করছেন। তবে নারায়ণগঞ্জে পশুর হাটগুলোর তুলনায় বিভিন্ন খামারে বেশি ভিড় দেখা যাচ্ছে ক্রেতাদের। ক্রেতারা নিজেদের পছন্দমতো গরু কিনে খামারেই রেখে যাচ্ছেন বলেও জানান খামারসংশ্লিষ্টরা।
ষাঁড় দুটির এমন নামকরণের বিষয়ে আরকে অ্যাগ্রো ফার্মের ম্যানেজার মো. আব্দুস সামাদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আদর করে গরুটির নাম পাঠান রেখেছি, কারণ তখন ‘পাঠান’ ছবি মুক্তি পেয়েছিল। গরুটির গঠন অনেকটা পাঠানের মতো। এ ছাড়া পাঠান বলে ডাক দিলে গরুটি সাড়া দেয়।’
আর জায়েদ খান নাম রাখার বিষয়ে তিনি বলেন, ‘যখন পাঠান ছবি মুক্তি পায়, তখন জায়েদ খান এই ছবিতে অভিনয় করতে চান। এই দুটি গরু যখন পাশাপাশি রাখা হতো, তখন এটি গুঁতো দিত। তাই চিন্তা করলাম এই গরুর নাম জায়েদ খানই রেখে দেই। তাই ভালোবেসে জায়েদ খান নামেই গরুটির নাম রেখেছি। এটি এখন জায়েদ খান নামেই খামারে ব্যাপক পরিচিত।’
খামারটির হিসাবরক্ষক কর্মকর্তা মো. নাজির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের খামারে ব্রাহমা, সিংদী, শাহীওয়াল, নেপালি বলদ, দেশাল, ফ্রিজিয়ান জাতের ১ হাজারের বেশি গরু লালন-পালন করা হয়। পাশাপাশি দুম্বা, ভেড়াও রয়েছে। এরই মধ্যে আমাদের খামারের ৭০ শতাংশ গরু বিক্রি হয়ে গেছে। অনেকেই গরু কিনে খামারেই রেখে যাচ্ছেন। বিক্রি হওয়া এই পশুগুলো ক্রেতাদের ইচ্ছামতো সময়ে ডেলিভারি দেওয়া হবে।’
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাসনা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘নারায়ণগঞ্জে এবার কোরবানির টার্গেট ১ লাখ। চাহিদার তুলনায় বেশি গরু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। নারায়ণগঞ্জের বিশেষায়িত খামার ছাড়াও সাধারণ খামার ও কৃষকেরা বাড়িতে গবাদিপশু পালন করে কোরবানির জন্য তৈরি করছেন। তবে বর্তমানে অধিকাংশ ক্রেতাকে এগ্রো খামারে বেশি আকৃষ্ট করে। তাই এখন অনেকেই এই খামারগুলো থেকে কোরবানির জন্য গরু কেনেন।’
কৃষ্ণনগর বাজারের ব্যবসায়ী নূর মোহাম্মদ বলেন, ‘আমি ৩০ বছর ধরে পরিতোষ কাকার কাছে চুল কাটি। উনার চুল কাটার সুনাম আছে। কখনো দেখিনি কারো কাছে উনি টাকা চেয়েছেন। টাকা দিলেও কাটে, না দিলেও কাটে। প্রবীন মানুষ। উনার কাছ থেকে চুল কাটা শিখে দেশের বিভিন্ন জায়গায় অনেকে সেলুন দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে।’
৮ মিনিট আগেফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
১৪ মিনিট আগেনেত্রকোনার আটপাড়ায় সহকারী শিক্ষিকাকে শোকজ করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল ও ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে। গতকাল বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার অভয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষক জাহাঙ্গীর আলম বর্তমানে নেত্রকোনা সদর হাসপাতালে...
৪০ মিনিট আগেনড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামে নিজ ঘর থেকে দুই সন্তানের মা মাধবী বিশ্বাস (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর ওই নারীর স্বামী হীরামণ বিশ্বাস ও তার দ্বিতীয় স্ত্রী সুদেবী পলাতক রয়েছেন।
২ ঘণ্টা আগে