সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জে কোরবানির উদ্দেশ্যে বিক্রির জন্য প্রস্তুত হয়েছে ‘পাঠান’ ও ‘জায়েদ খান’ নামের দুটি ষাঁড়। ২০ মণ ওজনের পাঠানের দাম ১০ লাখ টাকা এবং ১৮ মণ ওজনের জায়েদ খানের দাম ৮ লাখ টাকা হাঁকাচ্ছেন খামারি।
আড়াই বছর বয়সের দেশাল জাতের লাল ও হালকা কালো রঙের পাঠান লম্বায় ১০ ফুট, উচ্চতা সাড়ে ৫ ফুট। আর লাল-কালো রঙের ১৮ মণের জায়েদ খান লম্বায় ১০ ফুট ও উচ্চতা সাড়ে ৫ ফুট। প্রতিদিন গরু দুটির খাদ্যতালিকায় রয়েছে ভুসি, সবুজ ঘাস ও খড়।
আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ধনকুণ্ডা গোদনাইল এলাকার আর কে এগ্রো ফার্মে দেখা মেলে এ দুটি ষাঁড়ের। ক্রেতাদের আকৃষ্ট করতে খামারে বড় দুটি গরুর নাম রাখা হয়েছে পাঠান ও জায়েদ খানের নামে। গরু দুটি দেখতে খামারে প্রতিদিন সহস্রাধিক ক্রেতা-দর্শনার্থী ভিড় করেন। অনেকেই আবার ছবি, ভিডিও ধারণ করেন বলে জানিয়েছেন খামারের মালিক।
এদিকে ঈদুল আজহায় কোরবানি উপলক্ষে ক্রেতারা বিভিন্ন খামার, পশুর হাটগুলোতে ভিড় করছেন। তবে নারায়ণগঞ্জে পশুর হাটগুলোর তুলনায় বিভিন্ন খামারে বেশি ভিড় দেখা যাচ্ছে ক্রেতাদের। ক্রেতারা নিজেদের পছন্দমতো গরু কিনে খামারেই রেখে যাচ্ছেন বলেও জানান খামারসংশ্লিষ্টরা।
ষাঁড় দুটির এমন নামকরণের বিষয়ে আরকে অ্যাগ্রো ফার্মের ম্যানেজার মো. আব্দুস সামাদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আদর করে গরুটির নাম পাঠান রেখেছি, কারণ তখন ‘পাঠান’ ছবি মুক্তি পেয়েছিল। গরুটির গঠন অনেকটা পাঠানের মতো। এ ছাড়া পাঠান বলে ডাক দিলে গরুটি সাড়া দেয়।’
আর জায়েদ খান নাম রাখার বিষয়ে তিনি বলেন, ‘যখন পাঠান ছবি মুক্তি পায়, তখন জায়েদ খান এই ছবিতে অভিনয় করতে চান। এই দুটি গরু যখন পাশাপাশি রাখা হতো, তখন এটি গুঁতো দিত। তাই চিন্তা করলাম এই গরুর নাম জায়েদ খানই রেখে দেই। তাই ভালোবেসে জায়েদ খান নামেই গরুটির নাম রেখেছি। এটি এখন জায়েদ খান নামেই খামারে ব্যাপক পরিচিত।’
খামারটির হিসাবরক্ষক কর্মকর্তা মো. নাজির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের খামারে ব্রাহমা, সিংদী, শাহীওয়াল, নেপালি বলদ, দেশাল, ফ্রিজিয়ান জাতের ১ হাজারের বেশি গরু লালন-পালন করা হয়। পাশাপাশি দুম্বা, ভেড়াও রয়েছে। এরই মধ্যে আমাদের খামারের ৭০ শতাংশ গরু বিক্রি হয়ে গেছে। অনেকেই গরু কিনে খামারেই রেখে যাচ্ছেন। বিক্রি হওয়া এই পশুগুলো ক্রেতাদের ইচ্ছামতো সময়ে ডেলিভারি দেওয়া হবে।’
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাসনা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘নারায়ণগঞ্জে এবার কোরবানির টার্গেট ১ লাখ। চাহিদার তুলনায় বেশি গরু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। নারায়ণগঞ্জের বিশেষায়িত খামার ছাড়াও সাধারণ খামার ও কৃষকেরা বাড়িতে গবাদিপশু পালন করে কোরবানির জন্য তৈরি করছেন। তবে বর্তমানে অধিকাংশ ক্রেতাকে এগ্রো খামারে বেশি আকৃষ্ট করে। তাই এখন অনেকেই এই খামারগুলো থেকে কোরবানির জন্য গরু কেনেন।’
নারায়ণগঞ্জে কোরবানির উদ্দেশ্যে বিক্রির জন্য প্রস্তুত হয়েছে ‘পাঠান’ ও ‘জায়েদ খান’ নামের দুটি ষাঁড়। ২০ মণ ওজনের পাঠানের দাম ১০ লাখ টাকা এবং ১৮ মণ ওজনের জায়েদ খানের দাম ৮ লাখ টাকা হাঁকাচ্ছেন খামারি।
আড়াই বছর বয়সের দেশাল জাতের লাল ও হালকা কালো রঙের পাঠান লম্বায় ১০ ফুট, উচ্চতা সাড়ে ৫ ফুট। আর লাল-কালো রঙের ১৮ মণের জায়েদ খান লম্বায় ১০ ফুট ও উচ্চতা সাড়ে ৫ ফুট। প্রতিদিন গরু দুটির খাদ্যতালিকায় রয়েছে ভুসি, সবুজ ঘাস ও খড়।
আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ধনকুণ্ডা গোদনাইল এলাকার আর কে এগ্রো ফার্মে দেখা মেলে এ দুটি ষাঁড়ের। ক্রেতাদের আকৃষ্ট করতে খামারে বড় দুটি গরুর নাম রাখা হয়েছে পাঠান ও জায়েদ খানের নামে। গরু দুটি দেখতে খামারে প্রতিদিন সহস্রাধিক ক্রেতা-দর্শনার্থী ভিড় করেন। অনেকেই আবার ছবি, ভিডিও ধারণ করেন বলে জানিয়েছেন খামারের মালিক।
এদিকে ঈদুল আজহায় কোরবানি উপলক্ষে ক্রেতারা বিভিন্ন খামার, পশুর হাটগুলোতে ভিড় করছেন। তবে নারায়ণগঞ্জে পশুর হাটগুলোর তুলনায় বিভিন্ন খামারে বেশি ভিড় দেখা যাচ্ছে ক্রেতাদের। ক্রেতারা নিজেদের পছন্দমতো গরু কিনে খামারেই রেখে যাচ্ছেন বলেও জানান খামারসংশ্লিষ্টরা।
ষাঁড় দুটির এমন নামকরণের বিষয়ে আরকে অ্যাগ্রো ফার্মের ম্যানেজার মো. আব্দুস সামাদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আদর করে গরুটির নাম পাঠান রেখেছি, কারণ তখন ‘পাঠান’ ছবি মুক্তি পেয়েছিল। গরুটির গঠন অনেকটা পাঠানের মতো। এ ছাড়া পাঠান বলে ডাক দিলে গরুটি সাড়া দেয়।’
আর জায়েদ খান নাম রাখার বিষয়ে তিনি বলেন, ‘যখন পাঠান ছবি মুক্তি পায়, তখন জায়েদ খান এই ছবিতে অভিনয় করতে চান। এই দুটি গরু যখন পাশাপাশি রাখা হতো, তখন এটি গুঁতো দিত। তাই চিন্তা করলাম এই গরুর নাম জায়েদ খানই রেখে দেই। তাই ভালোবেসে জায়েদ খান নামেই গরুটির নাম রেখেছি। এটি এখন জায়েদ খান নামেই খামারে ব্যাপক পরিচিত।’
খামারটির হিসাবরক্ষক কর্মকর্তা মো. নাজির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের খামারে ব্রাহমা, সিংদী, শাহীওয়াল, নেপালি বলদ, দেশাল, ফ্রিজিয়ান জাতের ১ হাজারের বেশি গরু লালন-পালন করা হয়। পাশাপাশি দুম্বা, ভেড়াও রয়েছে। এরই মধ্যে আমাদের খামারের ৭০ শতাংশ গরু বিক্রি হয়ে গেছে। অনেকেই গরু কিনে খামারেই রেখে যাচ্ছেন। বিক্রি হওয়া এই পশুগুলো ক্রেতাদের ইচ্ছামতো সময়ে ডেলিভারি দেওয়া হবে।’
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাসনা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘নারায়ণগঞ্জে এবার কোরবানির টার্গেট ১ লাখ। চাহিদার তুলনায় বেশি গরু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। নারায়ণগঞ্জের বিশেষায়িত খামার ছাড়াও সাধারণ খামার ও কৃষকেরা বাড়িতে গবাদিপশু পালন করে কোরবানির জন্য তৈরি করছেন। তবে বর্তমানে অধিকাংশ ক্রেতাকে এগ্রো খামারে বেশি আকৃষ্ট করে। তাই এখন অনেকেই এই খামারগুলো থেকে কোরবানির জন্য গরু কেনেন।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৭ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৭ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৮ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৮ ঘণ্টা আগে