নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শ্রম মন্ত্রণালয়ে ঘেরাও করতে যাওয়া রাজধানীর পল্টন মোড়ে পোশাক শ্রমিকদের ওপর লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে গাজীপুরের টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেডের আন্দোলনরত শ্রমিকেরা শ্রম ভবনের সামনে থেকে সচিবালয় অভিমুখে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৫ জন পুলিশ সদস্য ও ৩০ জন আন্দোলনকারী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গতকাল রোববার থেকে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে গাজীপুরের টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেডসহ অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেড, রোর ফ্যাশন, স্টাইল ক্রাফট গার্মেন্টস ও ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের শ্রমিক কর্মচারীরা। বকেয়া বেতন–বোনাসের দাবিতে প্রায় ২ হাজার শ্রমিক আন্দোলন করছে। আজ তৃতীয় দিনের মতো তাঁদের দাবি আদায়ে সকাল ১০টা থেকে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। আন্দোলনরত শতাধিক শ্রমিক আজ সকাল সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যান। শ্রমিকেরা শ্রম ভবন থেকে শ্রম মন্ত্রণালয় অভিমুখে মিছিল নিয়ে আসে এবং জাতীয় প্রেসক্লাব ও সচিবালয়ের মাঝের লিংক রোডের পুলিশের ব্যারিকেডে বাধার সম্মুখীন হয়। এ সময় তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইট–পাটকেল নিক্ষেপ করলে পুলিশও তাঁদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও টিয়ায়শেল নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পল্টন মোড়, কদম ফোয়ারা, হাইকোর্ট মোড় এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়।
পোশাক শ্রমিক মো. তাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, তিন মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস, ছুটির টাকার জন্য আন্দোলন করছি। কিন্তু আমাদের দাবি নিয়ে কেউ কিছু বলছে না। তাই বিষয়টির সুরাহা যেন কেউ করে আমরা সচিবালয়ে যেতে চেয়েছি। কিন্তু আমরা পল্টন মোড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ লাঠিচার্জ শুরু করে। পরে সবাই ছত্রভঙ্গ হয়ে যাই।
রমজান আলী নামের আরেকজন বলেন, আমরা তিন দিন ধরে আন্দোলন করছি। তারা এসি রুমে বসে আছে আর আমরা রাস্তায় বসে আমাদের ন্যায্য টাকার দাবিতে আন্দোলন করছি। কেউ কোনো সমাধানের কথা বলছে না। বাধ্য হয়ে আমরা সচিবালয়ের দিকে গেছি। কিন্তু পুলিশ আমাদের মারপিট করেছে। আমাদের কয়েকজন আহত হয়েছে।
এ বিষয়ে শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ বলেন, শ্রমিকদের হামলায় আমাদের পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁরা রাজারবাগ পুলিশলাইন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ফজলে রাব্বি নামের এক সদস্য গুরুতর আহত।
এ বিষয়ে গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, আমাদের মোট ৩০-৩৫ জন আহত হয়েছে। একজনকে আটক করা হলেও পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছে।
শ্রম মন্ত্রণালয়ে ঘেরাও করতে যাওয়া রাজধানীর পল্টন মোড়ে পোশাক শ্রমিকদের ওপর লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে গাজীপুরের টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেডের আন্দোলনরত শ্রমিকেরা শ্রম ভবনের সামনে থেকে সচিবালয় অভিমুখে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৫ জন পুলিশ সদস্য ও ৩০ জন আন্দোলনকারী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গতকাল রোববার থেকে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে গাজীপুরের টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেডসহ অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেড, রোর ফ্যাশন, স্টাইল ক্রাফট গার্মেন্টস ও ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের শ্রমিক কর্মচারীরা। বকেয়া বেতন–বোনাসের দাবিতে প্রায় ২ হাজার শ্রমিক আন্দোলন করছে। আজ তৃতীয় দিনের মতো তাঁদের দাবি আদায়ে সকাল ১০টা থেকে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। আন্দোলনরত শতাধিক শ্রমিক আজ সকাল সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যান। শ্রমিকেরা শ্রম ভবন থেকে শ্রম মন্ত্রণালয় অভিমুখে মিছিল নিয়ে আসে এবং জাতীয় প্রেসক্লাব ও সচিবালয়ের মাঝের লিংক রোডের পুলিশের ব্যারিকেডে বাধার সম্মুখীন হয়। এ সময় তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইট–পাটকেল নিক্ষেপ করলে পুলিশও তাঁদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও টিয়ায়শেল নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পল্টন মোড়, কদম ফোয়ারা, হাইকোর্ট মোড় এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়।
পোশাক শ্রমিক মো. তাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, তিন মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস, ছুটির টাকার জন্য আন্দোলন করছি। কিন্তু আমাদের দাবি নিয়ে কেউ কিছু বলছে না। তাই বিষয়টির সুরাহা যেন কেউ করে আমরা সচিবালয়ে যেতে চেয়েছি। কিন্তু আমরা পল্টন মোড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ লাঠিচার্জ শুরু করে। পরে সবাই ছত্রভঙ্গ হয়ে যাই।
রমজান আলী নামের আরেকজন বলেন, আমরা তিন দিন ধরে আন্দোলন করছি। তারা এসি রুমে বসে আছে আর আমরা রাস্তায় বসে আমাদের ন্যায্য টাকার দাবিতে আন্দোলন করছি। কেউ কোনো সমাধানের কথা বলছে না। বাধ্য হয়ে আমরা সচিবালয়ের দিকে গেছি। কিন্তু পুলিশ আমাদের মারপিট করেছে। আমাদের কয়েকজন আহত হয়েছে।
এ বিষয়ে শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ বলেন, শ্রমিকদের হামলায় আমাদের পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁরা রাজারবাগ পুলিশলাইন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ফজলে রাব্বি নামের এক সদস্য গুরুতর আহত।
এ বিষয়ে গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, আমাদের মোট ৩০-৩৫ জন আহত হয়েছে। একজনকে আটক করা হলেও পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছে।
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উন্নয়নকাজে চরম ধীরগতি ও সেবায় অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন ঠিকাদারেরা। তাঁদের অভিযোগ, বিল পরিশোধে দীর্ঘসূত্রতার কারণে বিভিন্ন উন্নয়ন প্রকল্প কার্যত থমকে আছে। কোথাও কোথাও কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে শহরে ট্রাফিক জ্যাম বেড়েছে। নাগরিক সেবায়ও ভোগান্তি চরমে পৌঁছেছে।
৫ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফুট সড়কে বিশ্বের অন্যতম বিলাসবহুল ও দামি গাড়ি রোলস রয়েস স্পেকটার দুর্ঘটনার নেপথ্যে কুকুর। হঠাৎ দৌড়ে সড়কে চলে আসা একটি কুকুরকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উঠে পড়ে সড়ক বিভাজকে। এতে গাড়ির চার আরোহীই আহত হয়েছেন। গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
৫ ঘণ্টা আগেআড়াই শ মিটার সড়ক সংস্কারের কাজ ফেলে রেখে ঠিকাদার উধাও হয়েছেন আট মাস আগে। যাতায়াতের কষ্টে গ্রামের চার হাজার মানুষকে পড়তে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগে। রাস্তায় বৃষ্টির পানি আর কাদায় একাকার হয়ে পড়ায় গ্রামের মানুষের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হওয়ার পথে। দুর্ভোগ এমন পর্যায়ে পৌঁছেছে যে ওই গ্রামে কোনো অনুষ্ঠানে
৫ ঘণ্টা আগেঅবৈধ দখলে অস্তিত্বের সংকটে পড়েছে গাজীপুরের ‘ফুসফুস’ খ্যাত বেলাই বিল। উচ্চ আদালতের আদেশ অমান্য করে বিল ভরাটের অভিযোগ উঠেছে প্রভাবশালী ‘নর্থ সাউথ’ ও ‘তেপান্তর’ নামের দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। রাতের আঁধারে শুরু হওয়া এই দখলের কাজ এখন দিনের আলোতেও চলছে। স্থানীয় প্রশাসন এই দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে
৫ ঘণ্টা আগে