Ajker Patrika

অকেজো যানবাহন ও যন্ত্রপাতি নিলামে তুলবে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অকেজো যানবাহন ও যন্ত্রপাতি নিলামে তুলবে ডিএনসিসি

অকেজো যানবাহন-যন্ত্রপাতি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নিলামে উন্মুক্ত দরপত্র আহ্বান করে আবেদন গ্রহণ ও তা মূল্যায়ন করতে করপোরেশন ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলিম রেজা। 

এর আগে সংস্থাটির সচিব মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসির সিইও সেলিম রেজাকে। সদস্যসচিব করা হয়েছে নির্বাহী প্রকৌশলীকে (যান্ত্রিক সার্কেল)। 

এ ছাড়া ডিএনসিসির প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক সার্কেল), পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রান্সপোর্ট) এবং বিআরটিএ-এর সহকারী পরিচালককে কমিটির সদস্য করা হয়েছে। 

এ বিষয়ে ডিএনসিসির সচিব মাসুদ আলম ছিদ্দিক জানিয়েছেন, করপোরেশনের যানবাহন-যন্ত্রপাতি অকেজো ঘোষণা (কনডেমনেশন) কমিটির গৃহীত কার্যক্রম অনুমোদনের পর নিলামযোগ্য যানবাহন-যন্ত্রপাতি উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নিলামের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দরপত্র আহ্বান ও মূল্যায়নের জন্য এই নিলাম দরপত্র মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত